Current Affairs Gk Online Mock Test in Bengali Study 2

Current Affairs Gk Online Mock Test in Bengali Study 2 for railway all exam, Alp, Group d, ntpc, rpf, or bank, psc, ssc, wbp quiz Update

1. ২০২০ সালে আন্তর্জাতিক এনজিও হারমােনি ফাউন্ডেশন আয়ােজিত, সামাজিক ন্যায়বিচারের জন্য মাদার টেরেসা মেমােরিয়াল পুরস্কার পেলেন কোন্ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ?

A. আসাম

B. গুজরাট

C. মহারাষ্ট্র

D. কেরালা

D. কেরালা

2. ২৯ ডিসেম্বর ২০২০ তারিখে প্রথম ভারতের কোনো বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা সফলভাবে সলিড ফুয়েলড ইঞ্জিন রকেট উৎক্ষেপণ করল , যেটির নাম—

A. 'কালাম ২’

B. 'কালাম ৩’

C. 'কালাম ৪'

D. 'কালাম ৫'

D. 'কালাম ৫'

3. 'ভারতের দেওয়া‘ আইএনএস সিন্দুবীর’কে নিজেদের নৌসেনা ভুক্ত করল কোন্ দেশের সরকার ?

A. বাংলাদেশ

B. নেপাল

C. মায়ানমার

D. ভিয়েতনাম

C. মায়ানমার

4. ভারতের প্রথম ক্রিকেট খােলােয়াড় হিসাবে মর্যাদাপূর্ণ জনি মুল্লাঘ পদক পেলেন—

A. অজিঙ্কা রাহানে

B. বিরাট কোহলি

C. রােহিত শর্মা

D. ঋষভ পন্থ

A. অজিঙ্কা রাহানে

5. গ্লোব সকার পুরস্কার - ২০২০-র বর্ষসেরা খেলােয়াড় হলেন

A. লিওনেল মেসি

B. রবার্ট লেওয়ানডস্কি

C. ক্রিশ্চিয়ানাে রােনাল্ডাে

D. হান্সি ক্লিক

B. রবার্ট লেওয়ানডস্কি

6. সম্প্রতি মাইকেল কিন্ডাে ( ৭৩ বছর ) মারা গেলেন । তিনি কোন্ খেলার সঙ্গে যুক্ত ছিলেন ?

A. কবাড়ি

B. টেবিল টেনিস

C. হকি

D. বক্সিং

C. হকি

7. ১ জানুয়ারি, ২০২১ তারিখে ১ লাখ কোটি টাকারও বেশি বাজার মূলধন পেরিয়ে যাওয়ায়, বিশ্বের সবথেকে মূল্যবান দ্বি-চাকার সংস্থায় পরিণত হল ভারতীয় বহুজাতিক দ্বি-চাকা ও তিন-চাকার গাড়ি প্রস্তুতকারক সংস্থা—

A. সুজুকি

B. বাজাজ অটো

C. হুন্ডা

D. হিরাে

B. বাজাজ অটো

8. কর্ণাটকের কোন্ শহরে চালু হল প্রথম চাল এটিএম’, যা একটি বস্তি অঞ্চলে সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা চাল সরবরাহ করবে ?

A. বেঙ্গালুরু

B. মহিশুর

C. কালাবুরাগি

D. হুবলি-ধারওয়াদ

A. বেঙ্গালুরু

9. হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং পরিষেবা চালু করল—

A. পিএনবি

B. এসবিআই

C. ব্যাঙ্ক অফ বরােদা

D. ইন্ডিয়ান ব্যাঙ্ক

C. ব্যাঙ্ক অফ বরােদা

10. উত্তর-পূর্ব ভারতের কোন রাজ্যে প্রথম আদা প্রক্রিয়াকরণ কেন্দ্র তৈরী হল ?

A. আসাম

B. মেঘালয়

C. মণিপুর

D. মিজোরাম

B. মেঘালয়

11. ভারতের প্রথম ‘ মাইগ্রান্ট ওয়ার্কার সেল ’ -এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান । এটি কোন্ রাজ্যের প্রকল্প ?

A. তামিলনাড়ু

B. গােয়া

C. গুজরাত

D. ওডিশা

C. গুজরাত

12. যুব সমাজকে স্বাবলম্বী করে গড়ে তুলতে লঞ্চ প্যাড প্রকল্প চালু করল কোন্ রাজ্য সরকার ?

A. উত্তরপ্রদেশ

B. গুজরাত

C. রাজস্থান

D. মধ্যপ্রদেশ

D. মধ্যপ্রদেশ

13. রাজ্যের মানুষকে চোখের সমস্যা থেকে মুক্তি দিতে ‘চোখের আলাে’ নামে নতুন প্রকল্প চালু করেছে কোন্ রাজ্য সরকার ?

A. ত্রিপুরা

B. আসাম

C. পশ্চিমবঙ্গ

D. উত্তরপ্রদেশ

C. পশ্চিমবঙ্গ

14. প্রাক্তন ক্রিকেটার অ্যালান বার্জেস (১০০ বছর) মারা গেলেন । তিনি কোন্ দেশের খেলােয়াড় ছিলেন ?

A. অস্ট্রেলিয়া

B. দঃ আফ্রিকা

C. নিউজিল্যান্ড

D. ইংল্যান্ড

C. নিউজিল্যান্ড

15. সম্প্রতি পাকিস্তানের ‘নােবেল' পুরস্কার জয়ী মানবাধিকার কর্মী মালালা ইউসুফজাইয়ের নামে বৃত্তি চালুর ব্যাপারে বিল পাস হল কোন্ দেশে ?

A. পাকিস্তান

B. মার্কিন যুক্তরাষ্ট্র

C. ইরান

D. সৌদি আরব

B. মার্কিন যুক্তরাষ্ট্র

16. ভারতের প্রথম ফায়ার পার্ক কোন্ রাজ্যে চালু হল ?

A. ওডিশা

B. কেরালা

C. আসাম

D. মণিপুর

A. ওডিশা

17. ভারতের প্রথম ডাবল স্ট্যাক লং-হ্যাল কন্টেনার ট্রেন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদী । এটি কোন দুটি রাজ্যের মধ্যে যােগাযােগ স্থাপন করেছে ?

A. হরিয়ানা-উত্তরপ্রদেশ

B. হরিয়ানা-রাজস্থান

C. রাজস্থান-গুজরাট

D. গুজরাট-উত্তরপ্রদেশ

B. হরিয়ানা-রাজস্থান

18. জেফ বেজোসকে পিছনে ফেলে , ব্লুমবার্গ বিলিওনেয়রস ইনডেক্স ’ অনুযায়ী , বিশ্বের সবথেকে ধনী ব্যক্তির শিরােপা পেলেন এলন মাস্ক । তিনি কোন্ সংস্থার প্রধান ?

A. অ্যামাজন

B. গুগল

C. ‘টেলসা’ ও ‘স্পেসএক্স’

D. ফ্লিপকার্ট

C. ‘টেলসা’ ও ‘স্পেসএক্স’

19. বিশ্বের শ্রম আন্দোলনের ইতিহাসকে ধরে রাখতে কোন্ রাজ্যে গড়ে উঠতে চলেছে ভারতের প্রথম শ্রম জাদুঘর ।

A. কর্ণাটক

B. মধ্যপ্রদেশ

C. কেরালা

D. তামিলনাড়ু

C. কেরালা

20. দক্ষিণ-পূর্ব রেল শাখায় কন্টেনার ট্রেন পরিষেবা চালু হল । এই ট্রেনটি কোন জায়গার মধ্যে যােগাযােগ রক্ষা করবে ?

A. শালিমার - মুম্বই

B. শালিমার - পারাদ্বীপ

C. হাওড়া - ভুবনেশ্বর

D. হাওড়া - দিল্লি

B. শালিমার - পারাদ্বীপ

21. ম্যাগনেটিক লেভিটেশন বা 'ম্যাগলেভ’ প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রায় ভাসমান অবস্থায় চলা দ্রুতগামী ট্রেনের সফল তা পরীক্ষা করল কোন্ দেশ ?

A. জাপান

B. চিন

C. রাশিয়া

D. দক্ষিণ কোরিয়া

B. চিন

22. প্রথম টেনিস খেলােয়াড় হিসাবে টানা ৮০০ সপ্তাহ এটিপি এই তালিকার প্রথম দশে থাকার নজির গড়লেন কোন্ টেনিস তারকা ?

A. রজার ফেডেরার

B. ডােমিনিক থিয়েম

C. নাওমি ওসাকা

D. রাফায়েল নাদাল

D. রাফায়েল নাদাল

23. ভারত ও ফ্রান্সের মধ্যে যৌথ প্রকল্পের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ফ্রান্সের অন্যতম সর্বোচ্চ সম্মান 'অর্ডার ন্যাশনাল ডু মেরিট’ পেলেন অধ্যাপিকা রােহিনী গােড়বলে । তিনি কোন্ বিষয়ের অধ্যাপিকা ?

A. ফিজিক্স

B. কেমিস্ট্রি

C. বায়োলজি

D. ম্যাথমেটিক্স

A. ফিজিক্স

24. 'লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন ’ -এর ( LIC ) ম্যানেজিং ডিরেক্টর হিসাবে মনােনীত হলেন—

A. রাজীব রঞ্জন

B. পঙ্কজ জৈন

C. সিদ্ধার্থ মােহান্তি

D. বিপিন আনন্দ

C. সিদ্ধার্থ মােহান্তি

25. বিশ্বের সবথেকে দামি মাশরুম ‘গুচ্চি’ মাশরুমের ‘জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন’ (GI) ট্যাগের দাবি জানালাে কোন্ রাজ্য সরকার ?

A. হিমাচল প্রদেশ

B. পাঞ্জাব

C. উত্তরাখন্ড

D. জম্মু ও কাশ্মীর

D. জম্মু ও কাশ্মীর

26. ভারতের প্রথম রেলওয়ে স্টেশন হিসাবে , ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিল ’ - এর ( ICBC ) থেকে ‘ গ্রিন বিল্ডিং সার্টিফিকেশন ’ পেল কেডিয়া রেলওয়ে স্টেশন । এটি কোন রাজ্যে অবস্থিত ?

A. মহারাষ্ট্র

B. দিল্লি

C. গুজরাত

D. পাঞ্জাব

C. গুজরাত

27. হাওড়া-কলকাতা মেলের নাম বদল করে কী নাম রাখল ভারতীয় রেল ?

A. নেতাজি এক্সপ্রেস

B. আজাদ এক্সপ্রেস

C. আজাদহিন্দ এক্সপ্রেস

D. পরাক্রম এক্সপ্রেস

A. নেতাজি এক্সপ্রেস

28. শত্রু দেশের বিমানঘাঁটি ধ্বংস করতে কী নামে এক নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ’ ( DRDO ) ?

A. অগ্নি -১

B. নির্ভয়

C. স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপন

D. পৃথ্বী -২

C. স্মার্ট অ্যান্টি এয়ারফিল্ড ওয়েপন

29. রাজ্যের পর্যটনকে আরও উন্নত করতে, কোন্ রাজ্যে ভারতের দীর্ঘতম রােড আর্চ সেতুর উদ্বোধন হল ?

A. আসাম

B. গুজরাট

C. মেঘালয়

D. জম্মু ও কাশ্মীর

C. মেঘালয়

30. কোভিড -১৯ মহামারি চলার সময় অসামান্য কাজের জন্য, ভারতীয় সংবাদ পত্রিকা ‘দ্য উইক’ -এর বিচারে, ২০২০ সালের ম্যান 'অফ দ্য ইয়ার’ পুরস্কার পেলেন কোন্ বলিউড অভিনেতা ?

A. কঙ্গনা রানাওয়াত

B. সােনু সুদ

C. অনুষ্কা শর্মা

D. তাপসী পান্নু

B. সােনু সুদ