Current Affairs Gk Online Mock Test in Bengali Study 3

Current Affairs Gk Online Mock Test in Bengali Study 3 for railway all exam, Alp, Group d, ntpc, rpf, or bank, psc, ssc, wbp quiz Update

1. বিশ্বের প্রথম রূপান্তরকামী মহিলা হিসাবে ফুটবল খেলবেন মারা গােমেজ । ইনি কোন্ দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন ?

A. ব্রাজিল

B. আর্জেন্টিনা

C. ফ্রান্স

D. নাইজেরিয়া

B. আর্জেন্টিনা

2. ২০২০ সালে 'বর্ষসেরা বিশ্ব পুরুষ ক্রীড়াবিদ’ -এর সম্মান পেলেন পােল ভল্টার মন্ডাে দুপ্লান্তিস । তিনি কোন্ দেশের খেলােয়াড় ?

A. মার্কিন যুক্তরাষ্ট্র

B. কানাডা

C. ব্রিটেন

D. সুইডিশ

D. সুইডিশ

3. ২০২০ সালে তরুণ জন্য রামানুজন পুরস্কার পেলেন ব্রাজিলিয়ান ড. ক্যারােলিনা আরাউজো । তিনি কোন ক্ষেত্রের জন্য এই সম্মান লাভ করলেন ?

A. গণিতবিদ্যা

B. পদার্থবিদ্যা

C. রসায়ন বিদ্যা

D. অর্থনীতি

A. গণিতবিদ্যা

4. টোকিও অলিম্পিক—২০২০ অনুষ্ঠিত হবে কবে ?

A. মার্চ ২০২০

B. জুলাই ২০২০

C. জুলাই ২০২১

D. মার্চ ২০২১

C. জুলাই ২০২১

5. 'আন্তর্জাতিক গলফ ফেডারেশন ' -এর ( IGF ) প্রেসিডেন্ট পদে মনােনীত হলেন প্রাক্তন গলফার আনিকা সােরেনস্টাম । তিনি কোন দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন ?

A. সুইডেন

B. ডেনমার্ক

C. অস্ট্রেলিয়া

D. মার্কিন যুক্তরাষ্ট্র

A. সুইডেন

6. ২০২০ সালে ‘ফোর্বস’ পত্রিকার বিচারে, বিশ্বের সেরা ১০০ জন ক্ষমতাশীল মহিলার তালিকায়, ভারতীয় মহিলাদের মধ্যে শীর্ষস্থান পেলেন—

A. নির্মলা সীতারামন

B. মমতা বন্দ্যোপাধ্যায়

C. নীতা আম্বানি

D. স্মৃতি ইরানী

A. নির্মলা সীতারামন

7. কোন্ নদীর ওপর ১.৫ কিলােমিটার দীর্ঘ ‘কোইলওয়ার সেতু'র উদ্বোধন করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রী নীতিন গড়করি ?

A. গঙ্গা

B. গােদাবরী

C. শােন

D. কাবেরী

C. শােন

8. প্রথম কেন্দ্রশাসিত অঞল হিসাবে কোন্ রাজ্যকে ১০০% জৈবিক হিসাবে ঘােষণা করল কৃষি মন্ত্রক ?

A. চন্ডীগড়

B. পুদুচেরি

C. দমন-দিউ

D. লাক্ষাদ্বীপ

A. চন্ডীগড়

9. প্রথম ভারতীয় এনজিও সংস্থা হিসাবে ২০২০ সালে ‘প্রাতিষ্ঠানিক' বিভাগে রাষ্ট্রসঙ্ঘের জনসংখ্যা পুরস্কার পেল—

A. Deepalaya

B. Delhi Council for Child welfare

C. ActionAid Association

D. Help Age India

D. Help Age India

10. ২০২৩ সালে আন্তর্জাতিক হকি ফেডারেশন ( FIH ) পুরুষদের হকি বিশ্বকাপ আয়ােজন হবে ভারতের কোন্ রাজ্যে ?

A. ওডিশা

B. তামিলনাড়ু

C. পাঞ্জাব

D. তেলেঙ্গানা

A. ওডিশা

11. বিশ্বের বৃহত্তম পুনর্নবীকরণযােগ্য শক্তি উদ্যানে পরিণত হবে কোন্ জেলা ?

A. গুজরাটের কচ্ছ

B. পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি

C. উত্তরপ্রদেশের আলিগড়

D. মহারাষ্ট্রের পুনে

A. গুজরাটের কচ্ছ

12. ২০২০ সালে এশিয়ার জন্য 'গােল্ডম্যান এনভায়রনমেন্টাল পুরস্কার' পেলেন পল সেইন তাওয়া । তিনি কোন্ দেশের নাগরিক ?

A. শ্রীলঙ্কা

B. নেদারল্যান্ড

C. মায়ানমার

D. জার্মানি

C. মায়ানমার

13. জলে নামল যুদ্ধজাহাজ ‘হিমগিরি' । এটি কোন রাজ্যে নির্মিত হয়েছে ?

A. পশ্চিমবঙ্গ

B. তামিলনাড়ু

C. মহারাষ্ট্র

D. কেরালা

A. পশ্চিমবঙ্গ

14. কোন্ সংস্থা ২৯ সেপ্টেম্বর আন্তর্জাতিক খাদ্য অপচয় সচেতনতা দিবস পালন করে ?

A. ইউনেস্কো [UNESCO]

B. ইউ এন ডি পি [UNDP]

C. ফাও [FAO]

D. হু [WHO]

C. ফাও [FAO]

15. ২০৩০ সালে 'এশিয়ান গেমস’ ( যা 'এশিয়াড়’ নামে পরিচিত) আয়ােজনের অধিকার পেল—

A. কাবুল

B. দোহা

C. আলজেরিয়া

D. ক্যানবেরা

B. দোহা

16. গত মরসুমে অনবদ্য পারফরম্যান্সের জন্য, ২০২০ সালে ‘ফিফা’র বিচারে 'বর্ষসেরা পুরুষ ফুটবলার’ এর সম্মান পেলেন—

A. রর্বাট লেওয়ানডস্কি

B. লিওনেল মেসি

C. ক্রিশ্চিয়ানাে রােনাল্ডাে

D. আন্দ্রেস ইনিয়েস্তা

A. রর্বাট লেওয়ানডস্কি

17. ২০২০ সালে ই-আবগারি প্রকল্পে ‘ডিজিটাল ইন্ডিয়া পুরস্কার’ এ সেরার শিরােপা পেল কোন্ রাজ্য সরকার ?

A. অন্ধ্রপ্রদেশ

B. পশ্চিমবঙ্গ

C. তেলেঙ্গানা

D. মহারাষ্ট্র

B. পশ্চিমবঙ্গ

18. বিশ্ব বাণিজ্য সংস্থা WT0-এর হিসাব অনুযায়ী ২০২০ সালে বিশ্ব বাণিজ্যে বৃদ্ধির হার কত ?

A. 1.2 শতাংশ

B. 5.2 শতাংশ

C. 9.2 শতাংশ

D. 13.2 শতাংশ

C. 9.2 শতাংশ

19. ভারতের অষ্টম তেল ও গ্যাস সংরক্ষণ কেন্দ্র কোন্ রাজ্যে তৈরি হল ?

B. পশ্চিমবঙ্গ

C. মহারাষ্ট্র

D. গুজরাট

A. অন্ধ্রপ্রদেশ

B. পশ্চিমবঙ্গ

20. ভারতের দ্বিতীয় কাঁচের সেতু কোন শহরে তৈরী হল ?

B. রাজগীর

C. কলকাতা

D. সুরাট

A. ভদোদরা

B. রাজগীর

21. বিশ্বের বাছাই করা সাংবাদিক ও সমর্থকদের ভােটের বিচারে, ২০২০ সালে সম্মানজনক ‘গােল্ডেন ফুট' পুরস্কার পেলেন—

B. লিওনেল মেসি

C. এমবাপে

D. লিউয়ানডস্কি

A. ক্রিশ্চিয়ানাে রােনাল্ডাে

A. ক্রিশ্চিয়ানাে রােনাল্ডাে

22. নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে, উচ্চ-স্তরের কমিটি (HLC) গঠনের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার । এই কমিটির নেতৃত্বে কাকে রাখা হয়েছে ?

B. অমিত শাহ

C. স্মৃতি ইরানি

D. রাজনাথ সিং

A. নির্মলা সীতারামন

B. অমিত শাহ

23. সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য, ২০২০ সালে ইউনেস্কো এশিয়া-প্যাসিফিক পুরস্কার’এ 'অ্যাওয়ার্ড অফ মেরিট’ সম্মান পেল ‘অমর সিং কলেজ' । এটি কোন্ রাজ্যে অবস্থিত ?

B. জম্মু ও কাশ্মীর

C. হিমাচল প্রদেশ

D. রাজস্থান

A. উত্তরপ্রদেশ

B. জম্মু ও কাশ্মীর

24. ‘ফোর্বস’ পত্রিকার বিচারে, ২০২০ সালে বিশ্বসেরা নিয়ােগকর্তার তালিকায় ৭৫০ সংস্থার মধ্যে প্রথম স্থানে রয়েছে—

B. রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ

C. বাজাজ

D. স্যামসং ইলেক্ট্রনিক্স

A. হিরাে

D. স্যামসং ইলেক্ট্রনিক্স

25. কৃষকদের জন্য 'ফার্মার রেজিস্ট্রেশন অ্যান্ড ইউনিফায়েড বেনিফিশিয়ারি ইনফর্মেশন সিস্টেম' (FRUITS) নামে ই - গভর্ন্যান্স পাের্টাল চালু করল—

B. কর্ণাটক সরকার

C. রাজস্থান সরকার

D. মধ্যপ্রদেশ সরকার

A. গুজরাট সরকার

B. কর্ণাটক সরকার

26. দেশের মধ্যে প্রথম প্রাণী সৎকারের বৈদ্যুতিক চুল্লির উদ্বোধন হল ভারতের কোন শহরে ?

B. পুনে

C. হায়দ্রাবাদ

D. কলকাতা

A. আমেদাবাদ

D. কলকাতা

27. ২০২১ সালে ইন্টারন্যাশনাল বাস্কেটবল ফেডারেশন (FIBA) এশিয়া কাপ আয়ােজন করবে—

B. চিন

C. ইন্দোনেশিয়া

D. হংকং

A. ইংল্যান্ড

C. ইন্দোনেশিয়া

28. ২৩ ডিসেম্বর, 'কৃষক দিবস উপলক্ষ্যে, ভারতের প্রথম ইলেক্ট্রিক ট্রাক্টর ‘টাইগার ইলেক্ট্রিক’ চালু করল—

B. জন ডিয়ার

C. সােনালিকা ট্রাক্টরস

D. এসকর্ট এগ্রি মেশিনারি

A. বলওয়ান ট্রাক্টরস

C. সােনালিকা ট্রাক্টরস

29. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের সম্প্রতিকালের করা ঘােষণা অনুযায়ী কোন্ ব্যাঙ্কিং পরিষেবা ২৪ ঘন্টায় উপলব্ধ হবে ?

B. NEFT

C. RTGS

D. IMPS

A. BBPS

C. RTGS

30. সঙ্গীত জগতে অসামান্য অবদানের জন্য, ৬৩তম বার্ষিক ‘গ্র্যামি পুরস্কার’এ মরণােত্তর 'জীবনকৃতি সম্মান' পেলেন মার্কিনি গায়িকা—

B. দেমি লােভেটো

C. সেলেনা কুইন্টালিনা পেরেজ

D. ব্রুনাে মার্শ

A. কেটী পেরী

C. সেলেনা কুইন্টালিনা পেরেজ