Current Affairs Gk Online Mock Test in Bengali Study 6

Current Affairs Gk Online Mock Test in Bengali Study 6 for railway all exam, Alp, Group d, ntpc, rpf, or bank, psc, ssc, wbp quiz Update

1. ভারতের অটোমোবাইল বাজারে বৈদ্যুতিক গাড়ির শেয়ার কত এবং এই ক্ষেত্রে প্রস্তাবিত EV পলিশির উদ্দেশ্য কি?

A. 2.5%, দেশীয় উৎপাদনকারীদের লভ্যাংশে জোর

B. 1.3%, বর্তমান পরিস্থিতির তুলনায় ব্যাপক বৃদ্ধির চেষ্টা

C. 0.8%, শুধুমাত্র বিদেশি উৎপাদনকারীদের উপরে জোর।

D. 3.5%, টেসলাকে অগ্রাধিকারের ভিত্তিতে ভর্তুকি দান।

B. 1.3%, বর্তমান পরিস্থিতির তুলনায় ব্যাপক বৃদ্ধির চেষ্টা

2. কোন্ সংস্থা সমুদ্রতলদেশে ইন্টারনেট সংযোগের কেবল লাইন বিছানোর কাজ সম্পন্ন করল?

A. বি.এস.এন.এল (BSNL)

B. এয়ারটেল

C. রিলায়েন্স জিও

D. ভোডাফোন আইডিয়া

A. বি.এস.এন.এল (BSNL)

3. 2024 প্যারিস অলিম্পিক প্রসঙ্গে 'Olympic Consulate' সিস্টেমের প্রাথমিক উদ্দেশ্য হল-

A. অলিম্পিকে যোগদানকারীদের জন্য হোটেলের ব্যবস্থা করা।

B. অনলাইন ভিসার আবেদন সহজতর করা।

C. অ্যাথলিটদের জন্য যানবাহনের ব্যবস্থা করা।

D. ক্রীড়া প্রদর্শনীর জন্য টিকিট বিক্রির বিষয়টি দেখা

B. অনলাইন ভিসার আবেদন সহজতর করা।

4. ডিসেম্বর মাসে 54.9-এর HSBC India purchasing manager's Index (PMI) কি জন্য গুরুত্বপূর্ণ?

A. সংকোচন

B. সংকোচন

C. ওঠাপড়া

D. প্রসার (Expansion)

D. প্রসার (Expansion)

5. আর্জেন্টিনার কোন অঞ্চলে প্রাথমিকভাবে লিথিয়াম সঞ্চয়ের খোঁজ পাওয়া গেছে?

A. বুয়েনস আইরেস এবং মেনডোজা

B. সান্তা ফি এবং কোরডোবা

C. টায়েরা ডেল ফুয়েগো এবং রিও নিগ্রো

D. ক্যাটমোর্কা, সালটা এবং জুজুই

D. ক্যাটমোর্কা, সালটা এবং জুজুই

6. Gujrat Global Summit-এর পূর্বে গুজরাট সরকার কত ডলারের লগ্নী চুক্তিতে স্বাক্ষর করল?

A. 7.17 বিলিয়ন

B. 86.07 বিলিয়ন

C. 18.75 বিলিয়ন

D. 10.80 বিলিয়ন

B. 86.07 বিলিয়ন

7. কবে RBI Domestic Systemically Important Banks (D- SIBs) বিষয়টি দেখার জন্য একটি রূপরেখা তৈরি করেছিল?

A. 2014

B. 2010

C. 2018

D. 2020

A. 2014

8. কোন সংস্থা ভারতে 2024 অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল এবং তা কত?

A. IMF, 7.7%

B. RBI, 8%

C. World Bank, 5.2%

D. Ind-Ra, 6.7%

D. Ind-Ra, 6.7%

9. ASEAN-এর পুরো কথাটি হল-

A. Asian Southeast Economic Agreement

B. Association of southeast Asian nation

C. Alliance for south East Asia Networking

D. Asian states Economic Association Network

B. Association of southeast Asian nation

10. XPoSat মিশনের প্রধান লক্ষ হল ................. I

A. চাঁদের ভূতত্ত্ব সম্বন্ধে অধ্যয়ন

B. সৌর কার্যকলাপ বিষয়ে অধ্যয়ন

C. এক্স-রেতে পোলারমিট্রি অন্বেষণ করা

D. মঙ্গল গ্রহের বায়ুমন্ডল বিশ্লেষণ

C. এক্স-রেতে পোলারমিট্রি অন্বেষণ করা

11. Ind-Ra -এর মতে GDP বৃদ্ধিতে প্রকৃত মজুরিতে 1% বৃদ্ধির প্রত্যাশিত প্রভাব হল ............... I

A. 0.5%

B. 1.12%

C. 2.5%

D. 0.1%

B. 1.12%

12. India Ratings দ্বারা PNB Housing Finance's NCD রেটিংয়ের সাম্প্রতিক আপগ্রেডেশন কিসের ইঙ্গিত দেয়?

A. আন্তর্জাতিক বাজারে কোম্পানির প্রসার

B. কর্পোরেট ধারের ওপর বিশেষ মনোযোগ

C. মোটের ওপর হাউসিং ফাইনান্স সেক্টরে অবনমন

D. অ্যাসেট (asset) কোয়ালিটি বৃদ্ধি এবং ধারের পরিমাণ কমানো

D. অ্যাসেট (asset) কোয়ালিটি বৃদ্ধি এবং ধারের পরিমাণ কমানো

13. SBI-এর সাম্প্রতিক দুই মেয়াদের। বিলিয়ন ফান্ড গড়ে তোলার জন্য সুদের হার নির্ণয় করতে কোন্ বেঞ্চমার্করেট ধার্য করা হয়েছে?

A. Federal Funds Rate

B. Prime Rate

C. Secured Overnight Financing Rate (SOFR)

D. LIBOR

C. Secured Overnight Financing Rate (SOFR)

14. Fitch রেটিং অনুযায়ী 2024 সালে এশিয়া প্যাসিফিক অঞ্চলে বহু নতুন বাজার ও ভারতে প্রস্তাবিত GDP বৃদ্ধি হবে ............. I

A. 5%

B. 4%

C. 3%

D. 6%

A. 5%

15. ইন্দোরের পাশাপাশি অন্য কোন্ শহর পরিচ্ছন্নতার জন্য স্বচ্ছ সুরভেক্ষণ পুরস্কার 2023 খেতাব পেয়েছে?

A. আমেদাবাদ

B. পুনে

C. ভোপাল

D. সুরাট

D. সুরাট

16. স্বচ্ছ সুরভেক্ষণ পুরস্কার 2023-এ Cleanest Ganga Towns হিসেবে কোন্ দুটি শহর সর্বোচ্চ পুরস্কার পেয়েছে?

A. বারানসী এবং প্রয়াগরাজ

B. কলকাতা এবং পাটনা

C. হরিদ্বার এবং হৃষিকেশ

D. কানপুর এবং এলাহাবাদ

A. বারানসী এবং প্রয়াগরাজ

17. স্বচ্ছ সুরভেক্ষণ পুরস্কার 2023 -এ Best Performing State বিভাগে প্রথম তিনটি স্থানের মধ্যে তৃতীয় স্থানাধিকারী রাজ্য কোন্টি?

A. মহারাষ্ট্র

B. ছত্তিশগড়

C. মধ্যপ্রদেশ

D. গুজরাট

B. ছত্তিশগড়

18. নরেন্দ্র মোদী সরকারের আমলে বিগত ৪-9 বছরে ভারতে কত শতাংশ Foreign Direct Investment (FDI) এসেছে?

A. 50%

B. 55%

C. 60%

D. 65%

D. 65%

19. $ 5 ট্রিলিয়নের বেশি GDP তে পৌঁছে ভারত কবে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে?

A. 2030

B. 2025

C. 2027 - 28

D. 2035

C. 2027 - 28

20. ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ওপর কে বিমান আক্রমণ চালিয়েছিল?

A. রাষ্ট্রসংঘ

B. ব্রিটেন ও আমেরিকা

C. ইরান

D. সৌদি আরব

B. ব্রিটেন ও আমেরিকা

21. বিশ্বব্যাঙ্কের তথ্য অনুযায়ী 2024 সালে বিশ্বে আনুমানিক আর্থিক বৃদ্ধির হার হবে-

A. 3.1%

B. 2.7%

C. 2.9%

D. 2.4%

D. 2.4%

22. কেন্দ্রীয় বাজেটের পূর্বে কোন্ সংস্থা আর্থিক সমীক্ষা প্রস্তুত করে থাকে?

A. প্রধানমন্ত্রীর দপ্তর

B. মুখ্য আর্থিক উপদেষ্টা এবং তাঁর দল

C. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

D. বাণিজ্য মন্ত্রক

B. মুখ্য আর্থিক উপদেষ্টা এবং তাঁর দল

23. নবম এশিয়ান উইন্টার গেমসের সরকারি স্লোগান হল-

A. 'Unity' in Winter, Strength in Asia

B. Dream of winter, Love among Asia

C. Asia's winter dream, Unity's love

D. Passion for winter, Harmony in Asia.

B. Dream of winter, Love among Asia

24. ভারতে কার সম্মানে জাতীয় যুব দিবস (National Youth Day) পালন করা হয়?

A. মহাত্মা গান্ধি

B. স্বামী বিবেকানন্দ

C. সুভাষচন্দ্র বসু

D. জওহরলাল নেহরু

B. স্বামী বিবেকানন্দ

25. ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্য হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

A. শীল বর্ধন সিং

B. UPSC -এর চেয়ারপার্সন

C. CISF-এর প্রাক্তন ডাইরেক্টর জেনারেল

D. পার্সোনেল মিনিস্ট্রি

A. শীল বর্ধন সিং

26. DRDO-র পুরো কথাটি হল-

A. Defence Research and Development Organization

B. Department of Rocket Development operation

C. Defence Robotics and deployment Office

D. Directorate Research and Defence Operations.

A. Defence Research and Development Organization

27. 'রামলালা দর্শন' স্কিম কে চালু করেন?

A. ইন্ডিয়ান রেলওয়ে

B. ছত্তিশগড় টুরিজম বোর্ড

C. অযোধ্যা টেম্পল ট্রাস্ট

D. ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই।

D. ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই।

28. Atpadi Conservation Reserve কোথায় অবস্থিত?

A. ইস্টার্ন মহারাষ্ট্র

B. সাংলি, মহারাষ্ট্র

C. মুম্বাই, মহারাষ্ট্র

D. ওয়েস্টার্ন ঘাট, কর্নাটক

B. সাংলি, মহারাষ্ট্র

29. NABARD শব্দটির সম্পূর্ণ রূপ হল-

A. National Bank for Agriculture and Rural Development.

B. National Advisory Board for Agricultural Resources and Development

C. New age Banking and Agricultural Reform Department.

D. National Asset Bank for Agricultural Resource Development.

A. National Bank for Agriculture and Rural Development.

30. ILO- এর রিপোর্ট অনুসারে 2024 এ সারা বিশ্বে প্রত্যাশিত বেকারত্ব বৃদ্ধির হার হল-

A. 0.1%

B. 0.2%

C. 0.3%

D. 0.5%

A. 0.1%