General Knowledge Gk Online Bengali Mock Test Study 7

General Knowledge Gk Online Bengali Mock Test Study 7 for railway all exam, Alp, Group d, ntpc, rpf, or bank, psc, ssc, wbp quiz Update

1. .ভারতের কোন প্রতিবেশী দেশের সরকারি ভাত্ব বার্মিজ ?

A. তিব্বত

B. নেপাল

C. ভুটান

D. মায়ানমার

D. মায়ানমার

2. কেরালার বৃহত্তম জলপ্রপাত কোনটি?

A. দুধ সাগর জলপ্রপাত

B. কুঞ্চিকল জলপ্রপাত

C. আথিরাপিল্লি জলপ্রপাত

D. ভাঝচাল জলপ্রপাত

C. আথিরাপিল্লি জলপ্রপাত

3. খাসি পাহাড়ের___অংশে অবস্থিত মৌসিনরাম যেখানে বিশ্বের সর্বোচ্চ গড় বৃষ্টিপাত হয়

A. দক্ষিণ

B. উত্তর

C. পশ্চিম

D. পূর্ব

A. দক্ষিণ

4. নর্মদা নদীর উৎস স্থল কোনটি?

A. সাতপুরা

B. নাসিক

C. অমরকন্টক পাহাড়

D. মহাবালেশ্বর

C. অমরকন্টক পাহাড়

5. নিম্নের কোন ভারতীয় রাজ্য চীনের সাথে সীমানা ভাগ করে না?

A. সিকিম

B. অরুণাচল প্রদেশ

C. হিমাচল প্রদেশ

D. উত্তর প্রদেশ

D. উত্তর প্রদেশ

6. ভারতের পশ্চিমে অবস্থিত জলভাগটির নাম কী ?

A. আরব সাগর

B. প্রশন্ত সাগর

C. বঙ্গোপসাগর

D. ভারত মহাসাগর

A. আরব সাগর

7. কোন দেশের সাথে উত্তর প্রদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে?

A. পাকিস্তান

B. ভুটান

C. চীন

D. নেপাল

D. নেপাল

8. হঠাৎ এবং অবিরাম ঝড় বিদ্যুৎ সহ বৃষ্টিপাত কে বলা হয়?

A. মৌসুমের বিরতি

B. মৌসুমীর সূত্রপাত

C. মৌসুমির মেঘ বিস্ফোরণ

D. মৌসুমের বিস্ফোরণ

D. মৌসুমের বিস্ফোরণ

9. আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি?

A. উত্তর প্রদেশ

B. মধ্যপ্রদেশ

C. রাজস্থান

D. মহারাষ্ট্র

C. রাজস্থান

10. ভৌগোলের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি?

A. মিজোরাম

B. গোয়া

C. ত্রিপুরা

D. সিকিম

B. গোয়া

11. শিভ্রয় পাহাড় এবং জাবেদি পাহাড় কোথায় অবস্থিত--

A. পশ্চিমঘাটের উত্তর পূর্বে

B. পূর্বঘাটের দক্ষিণ পূর্বে

C. পূর্বঘাটের দক্ষিণ পশ্চিমে

D. পশ্চিমঘাটের দক্ষিণ পূর্বে

A. পশ্চিমঘাটের উত্তর পূর্বে

12. গঙ্গোত্রী হিমবাহ কোন রাজ্যে অবস্থিত?

A. অরুণাচল প্রদেশ

B. উত্তরাখন্ড

C. হিমাচল প্রদেশ

D. সিকিম

B. উত্তরাখন্ড

13. কত সালে অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয় ?

A. 2 অক্টোবর 1956

B. 26 শে জানুয়ারি 1953

C. 15ই আগস্ট 1953

D. 1 নভেম্বর 1956

D. 1 নভেম্বর 1956

14. ________ভারত থেকে শ্রীলংকা কে আলাদা করেছে --

A. ইস্থমাস অফ ক্রা

B. জিব্রাল্টাল প্রণালী

C. পক্ প্রণালী

D. পানামা খাল

C. পক্ প্রণালী

15. নিম্নলিখিত কোন নদীতে আরব সাগরে পতিত হয়েছে?

A. মহানদী

B. কৃষ্ণ

C. নর্মদা

D. গঙ্গা

C. নর্মদা

16. ভারতে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে দক্ষিণ দিকে সূর্যের আপাত চলাচলের সাথে সাথে উত্তর সমভূমিতে ___দুর্বল হয়ে পড়ে?

A. আপার লেভেল ট্রফ

B. মনসুন ট্রফ

C. লি ট্রফ

D. ইনভার্টেড ট্রফ

B. মনসুন ট্রফ

17. ভারতের একেবারে দক্ষিণে অবস্থিত বিন্দু কোনটি?

A. ইন্দিরা কোল

B. ইন্দিরা পয়েন্ট

C. পয়েন্ট ক্লাইমেট

D. কন্যাকুমারী

B. ইন্দিরা পয়েন্ট

18. আয়তনের নিরিখে ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি?

A. নেপাল

B. ভুটান

C. শ্রীলংকা

D. মালদ্বীপ

B. ভুটান

19. নিম্নের কোন পর্বতমালা সাইবেরিয়া ঠান্ডা বায়ুকে ভারতে প্রবেশ করতে বাধা দেয় ?

A. হিমালয়

B. সাতপুরা

C. আরাবল্লি

D. পশ্চিমঘাট পর্বত মালা

A. হিমালয়

20. ভারতের কোন নদী দক্ষিণ গঙ্গা নামে পরিচিত ?

A. গোদাবরী

B. কৃষ্ণা

C. নর্মদা

D. মহানদী

A. গোদাবরী

21. দক্ষিণ ভারতের____ টি প্রতিবেশি দ্বীপ রাষ্ট্র রয়েছে।

A. তিন

B. চার

C. পাঁচ

D. দুই

D. দুই

22. ভারতে, শক্ত এবং স্থিতিশীল উচ্চ জমি, বিকৃত শিলা এবং পর্বতের ঢাল নিম্নের কোনটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য?

A. উত্তরের পার্বত্য অঞ্চল

B. পেনিনসুলা মালভূমি

C. উত্তরের সমভূমি অঞ্চল

D. উপকূলবর্তী সমভূমি অঞ্চল

B. পেনিনসুলা মালভূমি

23. টেকটোনিক ক্রিয়ার ফলে ভারতে কোন্ হ্রদের সৃষ্টি হয়েছে?

A. উলার হ্রদ

B. বারপানি হ্রদ

C. ডাল লেক

D. লোকটাক হ্রদ

A. উলার হ্রদ

24. 2022 সাল অনুযায়ী ভারতের দীর্ঘতম সুড়ঙ্গ কোটি ?

A. পীর পাঞ্জল সুড়ঙ্গ

B. সঙ্গলদান সুড়ঙ্গ

C. বাপুরু সুড়ঙ্গ

D. মালিগুড়া সুড়ঙ্গ

A. পীর পাঞ্জল সুড়ঙ্গ

25. পূর্বঘাট পর্বতমালা ও পশ্চিমঘাট পর্বতমালা মিলিত হয়েছে,যেখানে---

A. কার্ডামম পর্বত

B. পালনী পর্বত

C. নীলগিরি পর্বত

D. আন্নামালাই পৰ্বত

C. নীলগিরি পর্বত

26. নিম্নে উল্লিখিত কোনগুলি গঙ্গার ডানতীরের উপনদী ?

A. যমুনা, চম্বল এবং শোন

B. যমুনা, শোন এবং দামোদর

C. যমুনা, গভক এবং শোন

D. যমুনা, চম্বল এবং দামোদর

B. যমুনা, শোন এবং দামোদর

27. কুমারী নদীটি কোন নদীর উপনদী?

A. মহানদী

B. দামোদর

C. কংসাবতী

D. অজয়

C. কংসাবতী

28. দক্ষিণ ভারতের গান্ডিকোটা ক্যানিয়ন নিচের কোন নদী দ্বারা সৃষ্টি হয়েছে?

A. কাবেরী

B. মঞ্জিরা

C. পিনার

D. তুঙ্গভদ্র

C. পিনার

29. অলকানন্দা ও ভাগীরথী নদী দুটি মিলিত হয়েছে কোথায়?

A. দেবপ্রয়াগে

B. কর্নপ্রয়াগে

C. রুদ্রপ্রয়াগে

D. বিষ্ণুপ্রয়াগে

A. দেবপ্রয়াগে

30. হিমালয় বেশ কয়েকটি সমান্তরাল (ভাঁজযুক্ত) পর্বতশ্রেণি নিয়ে গঠিত। এর মধ্যে কোন্ পর্বতশ্রেণিটি প্রাচীনতম ?

A. শিবালিক পর্বতশ্রেণি

B. অবহিমালয় পর্বতশ্রেণি

C. হিমাদ্রি পর্বতশ্রেণি

D. ধৌলাধর পর্বতশ্রেণি

C. হিমাদ্রি পর্বতশ্রেণি

31. ‘র‍্যাডক্লিফ লাইন' যে দু'টি দেশের সীমানা নির্দেশ করছে—

A. ভারত ও চিন

B. ভারত ও বাংলাদেশ

C. ভারত ও ভুটান

D. ভারত ও পাকিস্তান

D. ভারত ও পাকিস্তান

32. তিস্তা নদীর পশ্চিম অংশকে পশ্চিমবঙ্গে কী বলে ?

A. তরাই

B. ডুয়ার্স

C. বাগার

D. ভাবর

A. তরাই

33. লোকটাক হ্রদটি কোন রাজ্য অবস্থিত ?

A. কর্ণাটক

B. অরুণাচলপ্রদেশ

C. মণিপুর

D. বিহার

C. মণিপুর

34. নিম্নলিখিত কোন স্থান থেকে প্রাচীন হোমো স্যাপিয়েন্সের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে?

A. শিবালিক পাহাড়

B. নর্মদা উপত্যকা

C. আনাল্লামালাই পাহাড়

D. ছোটনাগপুর মালভূমি

B. নর্মদা উপত্যকা

35. আন্দামান দ্বীপপুঞ্জ থেকে নিকোবর দ্বীপপুঞ্জকে বিচ্ছিন্ন করেছে-

A. নয় ডিগ্রি চ্যানেল

B. দশ ডিগ্রি চ্যানেল

C. আট ডিগ্রি চ্যানেল

D. সাত ডিগ্রি চ্যানেল

B. দশ ডিগ্রি চ্যানেল

36. কোন্ রাজ্যটি 'Molassis basin' নামে পরিচিত ?

A. বিহার

B. রাজস্থান

C. মিজোরাম

D. আসাম

C. মিজোরাম

37. কোয়েল কোন্ নদীর উপনদী ?

A. শোন

B. চম্বল

C. যমুনা

D. গঙ্গা

A. শোন

38. নিম্নের কোন রাজ্যে নর্মদা উৎপত্তি লাভ করেছে?

A. মহারাষ্ট্র

B. অন্ধ্রপ্রদেশ

C. কর্ণাটক

D. মধ্যপ্রদেশ

D. মধ্যপ্রদেশ

39. হিমালয় কী ধরনের পর্বতমালা ?

A. উপরিভাগ হতে অভিক্ষিপ্তাবস্থাজাত

B. সমুদ্র গৰ্ভস্তজাত

C. আগ্নেয়জাত

D. টেকটনিক পাত ও ভাঁজের ফলে সৃষ্ট

D. টেকটনিক পাত ও ভাঁজের ফলে সৃষ্ট

40. কোন্ রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক নদী আছে?

A. উত্তরপ্রদেশ

B. কর্ণাটক

C. অন্ধ্রপ্রদেশ

D. পাঞ্জাব

C. অন্ধ্রপ্রদেশ