General Knowledge Gk Online Bengali Mock Test Study 8

General Knowledge Gk Online Bengali Mock Test Study 8 for railway all exam, Alp, Group d, ntpc, rpf, or bank, psc, ssc, wbp quiz Update

1. ভারতের কোন্ অঞ্চলকে রক্ষাকবচ আখ্যা দেওয়া যেতে পারে ?

A. দাক্ষিণাত্য

B. হিমালয়

C. আরাবল্লী

D. পূর্বাঞ্চল

A. দাক্ষিণাত্য

2. ভারতের একেবারে পশ্চিম প্রান্তে অবস্থিত বিন্দুটির নাম কি ?

A. কিবিথু

B. ইন্দিরা পয়েন্ট

C. ইন্দিরা কোল

D. গুহর মোতী, স্যার ক্রিক

D. গুহর মোতী, স্যার ক্রিক

3. পশ্চিমঘাট পর্বতমালা, যা‌র স্থানীয় নাম 'সহ্যাদ্রিস' কোন্ রাজ্যে অবস্থিত ?

A. তামিলনাড়ু

B. মহারাষ্ট্

C. কেরালা

D. অন্ধ্রপ্রদেশ

B. মহারাষ্ট্

4. করমণ্ডল উপকূল কোন্ ভূমিকম্প প্রবণ এলাকার আওতায় পড়ে ?

A. I

B. II

C. III

D. IV

B. II

5. ভারতীয় উপমহাদেশের যে অঞ্চল প্রায়শই ঘূর্ণবাত দ্বারা প্রভাবিত হয় তা হল-

A. গুজরাট উপকূল

B. কঙ্কোন উপকূল

C. করমণ্ডল উপকূল

D. মালাবার উপকূল

C. করমণ্ডল উপকূল

6. কোন্ ভারতীয় ভূগোলবিদ সূর্য ও চন্দ্র গ্রহণের বিষয়ে ধারণা দিয়েছিলেন?

A. আর্যভট্ট

B. বরাহমিহির

C. ব্রহ্মগুপ্ত

D. ভাস্করাচার্য

A. আর্যভট্ট

7. নিচের কোন্ রাজ্যের দীর্ঘতম উপকূল রেখা আছে?

A. তামিলনাড়ু

B. মহারাষ্ট্র

C. গুজরাট

D. কেরালা

C. গুজরাট

8. প্রাচীন ভারতীয় ভূগোলের প্রধান উৎস হল -

A. হিন্দু পুরাণ

B. পর্যটকদের বিবরণ

C. শুদ্ধ আইনসমূহ

D. সবকটি

D. সবকটি

9. হিমালয় একটি বিপর্যয় প্রবণ এলাকা হিসেবে পরিচিত কারণ—

A. দিনের পর দিন মনুষ্য কার্যকলাপ বৃদ্ধি

B. নিও টেকটনিক পর্বতের উত্থান প্রক্রিয়াধীন আছে।

C. পর্বত উৎসারণের প্রক্রিয়া সমাপ্ত

D. পর্বতের উচ্চতা

B. নিও টেকটনিক পর্বতের উত্থান প্রক্রিয়াধীন আছে।

10. কোন্ গিরিপথ অরুণাচল প্রদেশ ও তিব্বতকে যুক্ত করেছে?

A. বানিহাল গিরিপথ

B. চ্যাংলা গিরিপথ

C. বমডিলা গিরিপথ

D. আগহিল গিরিপথ

C. বমডিলা গিরিপথ

11. তাপ্তী নদীর মোহনায় কোন্ শহর অবস্থিত ?

A. আঙ্কলেশ্বর

B. আহমেদাবাদ

C. ভাদোদরা

D. সুরাট

D. সুরাট

12. প্রাচীন ভারতীয় ভূগোল___এর উপর নির্ভর করে।

A. পদ্ধতিগত পাঠ

B. পর্যবেক্ষণ

C. বর্ণ

D. বৈজ্ঞানিক সূত্রসমূহ

C. বর্ণ

13. আন্দামান ও নিকোবর কোন্ ধরনের দ্বীপ ?

A. আর্কিপেলাগো

B. কোরাল/প্রবাল

C. অগ্নুৎপাত

D. নদী

A. আর্কিপেলাগো

14. সিন্ধু কোন্ ধরনের নদী ?

A. অনুগামী নদী

B. পূর্ববর্তী নদী

C. বিপরা নদী

D. পরবর্তী নদী

B. পূর্ববর্তী নদী

15. কর্কটক্রান্তি রেখা কোন্ স্থানের ওপর দিয়ে যায়নি?

A. আমেদাবাদ

B. ভোপাল

C. প্রয়াগরাজ

D. রাঁচি

C. প্রয়াগরাজ

16. কত সালে ভারতীয় রাজ্যগুলির ভাষাভিত্তিক সীমানির্ধারণ হয়?

A. 1947

B. 1952

C. 1956

D. 1966

C. 1956

17. পীর পাঞ্জাল পর্বত কোথায় অবস্থিত ?

A. বহিঃ হিমালয়

B. ট্রান্স হিমালয়

C. বৃহত্তর হিমালয়

D. মধ্যবর্তী হিমালয়

D. মধ্যবর্তী হিমালয়

18. বিয়স নদী যে রাজ্যগুলির ওপর দিয়ে বয়ে যায় সেগুলি হল—

A. রাজস্থান, পাঞ্জাব

B. পাঞ্জাব ,হিমাচল প্রদেশ

C. হরিয়ানা, উত্তরপ্রদেশ

D. হরিয়ানা, রাজস্থান

B. পাঞ্জাব ,হিমাচল প্রদেশ

19. গঙ্গা বিধৌত সমভূমির পাললিক মৃত্তিকা উৎসগতভাবে—

A. জোনাল

B. ইনট্রাজোনাল

C. অ্যাজোনাল

D. কোনোটিই নয়

C. অ্যাজোনাল

20. কোন্ কোন্ মাস জুড়ে শরৎকাল হয় ?

A. জুন থেকে সেপ্টেম্বর

B. ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি

C. অক্টোবর থেকে নভেম্বর

D. মার্চ থেকে মে

C. অক্টোবর থেকে নভেম্বর

21. লু (Loo) কোন্ ঋতুর বৈশিষ্ট্য ?

A. গ্রীষ্মকাল

B. শীতকাল

C. বসন্তকাল

D. শরৎকাল

A. গ্রীষ্মকাল

22. নিম্নের কোন্ জায়গা থেকে ভারতে ক্রান্তীয় ঝঞ্ঝার সৃষ্টি হয় ?

A. আরব সাগর এবং প্রশান্ত মহাসাগর

B. বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর

C. প্রশান্ত মহাসাগর

D. সুমেরু মহাসাগর

B. বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর

23. শীতকালীন বৃষ্টিপাতের স্থানীয় নাম কোটি ?

A. তাহিতি

B. কালবৈশাখী

C. মাহুত

D. লু

C. মাহুত

24. ভারতে কোন্ ঋতুতে উত্তর-পূর্ব বাণিজ্য বায়ু প্রবাহিত হয়?

A. শরৎ

B. বর্ষা

C. গ্রীষ্ম

D. শীত

D. শীত

25. তামিলনাড়ুতে ____এর কারণে শীতকালীন বৃষ্টিপাত হয়।

A. আঞ্চলিক বায়ু

B. উত্তরপূর্ব বাণিজ্য বায়ু

C. দক্ষিণ-পশ্চিম বাণিজ্য বায়ু

D. ক্রান্তীয় ঝঞ্ঝা

B. উত্তরপূর্ব বাণিজ্য বায়ু

26. নিম্নের কোন্ অক্ষাংশ রেখাটি ভারতের মাঝ বরাবর অবস্থিত যা ভারতের জলবায়ুকে প্রভাবিত করে?

A. নিরক্ষীয় রেখা

B. মকরক্রান্তি রেখা

C. কর্কটক্রান্তি রেখা

D. আন্টার্কটিকা রেখা

C. কর্কটক্রান্তি রেখা

27. 1962 সালে ম্যাকমোহন লাইনে ভারতের সাথে কোন্ দেশের যুদ্ধ হয় ?

A. চীন

B. ভূটান

C. পাকিস্তান

D. নেপাল

A. চীন

28. ভারতের উত্তর-পশ্চিম অংশে শীতকালীন বৃষ্টিপাতের কারণ কি?

A. দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু

B. উত্তর-পশ্চিম মৌসুমী বায়ু

C. পশ্চিমী ঝঞ্ঝা

D. মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন

C. পশ্চিমী ঝঞ্ঝা

29. মে 2021 সালে ভারতের পূর্ব উপকূলে নিম্নের কোন্ ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ে?

A. বারদাহ

B. তোকটা

C. তিতলি

D. হুদহুদ

A. বারদাহ

30. ভারতে খরার জন্য এল-নিনো ঘটনা কত শতাংশ দায়ী--

A. 10 শতাংশ

B. 20 শতাংশ

C. 37 শতাংশ

D. 43 শতাংশ

D. 43 শতাংশ