General Knowledge Life Science Mcq Mock Test Study 2

General Knowledge Life Science Mcq Mock Test Study 2 for railway all exam, Alp, Group d, ntpc, rpf, or bank, psc, ssc, wbp quiz Update

1. নিম্নের কোনটি জীবন সৃষ্টির একেবারে প্রথমে উৎপন্ন হয়েছিল

A. প্রোক্যারিওটিক কোশ

B. ইউক্যারিওটিক কোশ

C. প্রোক্যারিওটিক কোশ ও ইউক্যারিওটিক কোশ উভয়

D. কোনোটিই নয়

A. প্রোক্যারিওটিক কোশ

2. ওপারিন কত সালে জৈব রাসায়নিক তত্ত্ব দেয়

A. ১৯৩৮

B. ১৯৪০

C. ১৯৪১

D. ১৯৪২

A. ১৯৩৮

3. কেমোজিন কি

A. ভৌত উদ্বর্তন

B. যৌগিক উদ্বর্তন

C. রাসায়নিক উদ্বর্তন

D. মৌলিক উদ্বর্তন

C. রাসায়নিক উদ্বর্তন

4. কোন রাশিয়ান বিজ্ঞানী এই বইটি লিখেছিলেন origin of Species

A. ল্যামার্ক

B. ডারউইন

C. মেন্ডেলিফ

D. গ্যাগারিন

B. ডারউইন

5. ভূতাত্বিকদের মতানুসারে পৃথিবী সৃষ্টি হয়েছিল আনুমানিক কত লক্ষ বছর আগে

A. ৩.৬ লক্ষ

B. ৪.৬ বিলিয়ন

C. ৬.৬ লক্ষ

D. ৫.৬ লক্ষ

B. ৪.৬ বিলিয়ন

6. প্রথম জীব সৃষ্টি হয়েছিল

A. বায়ুতে

B. স্থলে

C. জলে

D. কোনোটিই নয়

C. জলে

7. কোষ কথাটি প্রবর্তন করেন

A. রবার্ট হুক

B. রবার্ট ব্রাউন

C. পারকিনজি

D. স্লেইডেন ও স্বোয়ান

A. রবার্ট হুক

8. গাছের যে অংশে সূর্যালোক পায়

A. ক্রোমোপ্লাস্টিড

B. লিউকোপ্লাসট্রিড

C. ক্লোরোপ্লাস্টিড

D. এন্ডোপ্লাস্টিকড

C. ক্লোরোপ্লাস্টিড

9. সেন্ট্রোজোম থাকে

A. উদ্ভিদ কোষে

B. প্রাণী কোষে

C. আদি কোষে

D. আদর্শ কোষে

B. প্রাণী কোষে

10. আয়তনে বৃহৎ প্রাণী কোষ

A. নার্ভ কোশ

B. রেমি উদ্ভিদের তন্তু

C. উট পাখির ডিম

D. মাইকোপ্লাজমা

C. উট পাখির ডিম

11. পর্দা বিহীন কোষীয় অঙ্গাণু হলো

A. লাইসোজোম

B. সেন্ট্রোজোম

C. গলগি বডি

D. রাইবোজোম

B. সেন্ট্রোজোম

12. কোষের শক্তিঘর বলা হয়

A. মাইটোকনড্রিয়া

B. গলগি বডি

C. রাইবোজোম

D. লাইসোজোম

A. মাইটোকনড্রিয়া

13. পিনোসাইটোসিস পদ্ধতিতে গৃহীত হয়

A. কঠিন খাদ্য

B. অর্ধ তরল খাদ্য

C. তরল খাদ্য

D. কঠিন তরল খাদ্য

C. তরল খাদ্য

14. কোয়ান্টোজোম থাকে

A. লিউকোপ্লাসটিড এ

B. ক্রোমোপ্লাস্টে

C. ক্লোরোপ্লাস্ট এ

D. জ্যান্থোপ্লাস্টে

C. ক্লোরোপ্লাস্ট এ

15. স্নেহ পদার্থ সঞ্চিত থাকে

A. লিউকোপ্লাস্টে

B. অ্যামাইলোপ্লাসটে

C. অলিউরোনোপ্লাস্ট

D. এলাইওপ্লাস্ট

C. অলিউরোনোপ্লাস্ট

16. কোষের মস্তিষ্ক বলা হয়

A. নিউক্লিয়াস

B. মাইট্রোকন্ডিয়া

C. রাইবোজোম

D. লাইসোজোম

A. নিউক্লিয়াস

17. আত্মঘাতী থলি বলে

A. রাইবোজোমকে

B. লাইসোজোমকে

C. মাইটোকন্ডিয়াকে

D. সেন্ট্রোজোমকে

B. লাইসোজোমকে

18. RNA এর একটি বেস হল

A. ইউরাসিল

B. সাইটোসিন

C. গুয়ানিন

D. অ্যাডেনাইন

A. ইউরাসিল

19. প্রোটিন সংশ্লেষের সাহায্যকারী কোষ অঙ্গাণু টি হল

A. মেসোজোম

B. লাইসোজোম

C. ডিকটিওজোম

D. রাইবোজোম

D. রাইবোজোম

20. ক্যান্সার প্রতিরোধ ক্রোমোজোমীয় অংশটি হল

A. টেলোমিয়ার

B. সেন্ট্রোমিয়ার

C. স্যাটেলাইট

D. ক্রোমাটিড

C. স্যাটেলাইট

21. কোষ চক্রের বিভিন্ন দশা গুলির ক্রমপর্যয় হলো

A. G1,G2,M,S

B. G1,S,G2,M

C. G2,G1,S,M

D. G1,G2,S,M

B. G1,S,G2,M

22. ক্যান্সার কোষের কারণ

A. হেলা কোষ

B. সারকোমা

C. প্রোটোওঙ্কোজিন

D. ওঙ্কোজিন

C. প্রোটোওঙ্কোজিন

23. অনিয়ন্ত্রিত কোষগুচ্ছের বিভাজনকে বলে

A. হাইপারট্রফি

B. হাইপারপ্লাসিয়া

C. মেটাপ্লাসিয়া

D. ক্যান্সার কোষ

A. হাইপারট্রফি

24. একটি কোষের একবার মাইটোসিসের পর কতগুলো উপত্য কোষের সৃষ্টি হয়

A. দুটি

B. চারটি

C. আটটি

D. ছয়টি

A. দুটি

25. কোষে জল ছাড়া সর্বাধিক পরিমাণে থাকে

A. কার্বোহাইড্রেট

B. স্নেহ পদার্থ

C. প্রোটিন

D. ভিটামিন

C. প্রোটিন

26. আদর্শ ক্যান্সার কোষের নিদর্শন হলো

A. মেলা কোষ

B. হেলা কোষ

C. ভেলা কোষ

D. কলা কোষ

B. হেলা কোষ

27. হরমোনের আধিক্য হলে কি হয়

A. সাদা দাগ

B. শ্বেতী

C. হাইপার ট্রফি

D. হাইপারপ্লাসিয়া

D. হাইপারপ্লাসিয়া

28. কোষ চক্র নিয়ন্ত্রণে কয়টি ব্যবস্থা রয়েছে

A. একটি

B. চারটি

C. দুটি

D. তিনটি

C. দুটি

29. কোন কারণে কোষের গঠন ও আয়তনের পরিবর্তন ঘটলে তাকে বলে

A. হাইপারপ্লাসিয়া

B. মেটাপ্লাসিয়া

C. হাইপার ট্রফি

D. সারকোমা

B. মেটাপ্লাসিয়া

30. যে অবস্থায় কোষ বিভাজন হতে পারে না তাকে বলে

A. G1 দশা

B. G2 দশা

C. G3 দশা

D. G0 দশা

D. G0 দশা

31. M দশার কয়টি ভাগ

A. দুটি

B. তিনটি

C. চারটি

D. ছয়টি

C. চারটি

32. একটি মাতৃ কোষ থেকে চারটি আপত্য কোষ সৃষ্টি হয়

A. অ্যামাইটোসিস

B. মাইটোসিস

C. সমবিভাজন

D. মিয়োসিসমিয়োসিস

D. মিয়োসিসমিয়োসিস

33. ক্রোমোজোমগুলি বেমের দুই প্রান্তে গমন করে

A. প্রফেস দশা

B. মেটাফেজ দশা

C. অ্যানাফেজ দশায়

D. টেলোফেজ দশা

C. অ্যানাফেজ দশায়

34. ক্রোমোজোম যে দুটি তন্তু দ্বারা গঠিত তা হল

A. ক্রোমোনিকামা

B. ক্রোমাটিড

C. পলিপেপটাইড

D. DNA তন্তু

B. ক্রোমাটিড

35. ক্রোমোজোমের স্বতন্ত্র মেরু যুক্ত প্রান্ত কে বলে

A. ক্রোমোমিয়ার

B. সেন্ট্রোমিয়ার

C. টেলোমিয়ার

D. কাইনেটোকর

C. টেলোমিয়ার

36. একটি ক্রোমাটিডে যে কটি দ্বিতন্ত্রী DNA থাকে তাদের সংখ্যা কত

A. ছয়টি

B. দুটি

C. চারটি

D. আটটি

B. দুটি

37. সমসংস্থ ক্রোমোজোমের জোড় বাঁধা কে বলে

A. বোকে দশা

B. বাইভ্যালেন্ট

C. টেট্রাড অবস্থা

D. সিন্যাপসিস

B. বাইভ্যালেন্ট

38. মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা

A. ৪৬ জোড়া

B. ২৩ জোড়া

C. ১২ জোড়া

D. ২৪ জোড়া

B. ২৩ জোড়া

39. গোনাডস এর বৃদ্ধিতে কিরূপ কোষ বিভাজন দেখা যায়

A. দ্বিবিভাজন

B. অ্যামাইটোসিস

C. মাইটোসিস

D. মিয়োসিস

D. মিয়োসিস

40. কোষ বিভাজনের প্রস্তুতি পর্বকে বলে

A. প্রফেজ

B. মেটাফেজ

C. ইন্টারফেজ

D. অ্যানাফেজ

C. ইন্টারফেজ

41. সমসংস্থ ক্রোমোজোমের জোড় বাঁধার ঘটনাকে বলে

A. সাইন্যাপস

B. বাইভ্যালেন্ট

C. সাইন্যাপসিস

D. সাইন্যাপটোমিয়াল কমপ্লেক্স

C. সাইন্যাপসিস

42. সমসংস্থ ক্রোমোজোমের খণ্ডক বিনিময়ের ঘটনাকে বলে

A. কায়াজমা

B. ক্রসিং ওভার

C. সাইন্যাপসিস

D. ট্রান্সলোকেসান

B. ক্রসিং ওভার

43. উদ্ভিদ কোষে বেম তন্তু গঠিত হয়

A. নিউক্লিওরস থেকে

B. মাইক্রোবডি থেকে

C. মাইক্রোফিলামেন্ট থেকে

D. মাইক্রোটিউবিউল থেকে

D. মাইক্রোটিউবিউল থেকে

44. ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখতে সাহায্য করে

A. মাইটোসিস বিভাজন

B. মিয়োসিস বিভাজন

C. অ্যামাইটোসিস বিভাজন

D. প্রফেজ

B. মিয়োসিস বিভাজন

45. DNA তে থাকে

A. রাইবোজ শর্করা

B. ডি অক্সিরাইবোজ শর্করা

C. ইক্ষু শর্করা

D. দ্রাক্ষা শর্করা

B. ডি অক্সিরাইবোজ শর্করা

46. নিউক্লিক এসিডে যে অ্যাসিড টি থাকে

A. নাইট্রিক অ্যাসিড

B. ফসফরিক অ্যাসিড

C. হাইড্রোক্লোরিক অ্যাসিড

D. সালফিউরিক অ্যাসিড

A. নাইট্রিক অ্যাসিড

47. কেবলমাত্র RNA তে থাকে এমন একপ্রকার N2 যুক্ত ক্ষার মূলক হলো

A. গুয়ানিন

B. সাইটোসিন

C. ইউরাসিল

D. অ্যাডেনিন

C. ইউরাসিল

48. কোন মৌলটি DNA এর গঠনে ব্যবহৃত হয় না

A. কার্বন

B. ফসফরাস

C. নাইট্রোজেন

D. সালফার

D. সালফার

49. ক্রোমোজোম সংখ্যার গুণিতক হারে বৃদ্ধিকে বলে

A. ডিপ্লয়ডি

B. মনোপ্লয়ডি

C. হ্যাপ্লয়েডি

D. পলিপ্লয়ডি

D. পলিপ্লয়ডি

50. DNA এর দ্বিতন্ত্রী গঠন আবিষ্কার করে

A. লিনিয়াস

B. ওয়াটসন ও ক্রিক

C. রবার্ট ব্রাউন

D. রবার্ট হুক

B. ওয়াটসন ও ক্রিক