General Knowledge Online Mock Test in Bengali Study 2

General Knowledge Online Mock Test in Bengali Study 2 for railway all exam, Alp, Group d, ntpc, rpf, or bank, psc, ssc, wbp quiz Update

1. চিরবসন্ত দেশ বলা হয় ___ কে ।

A. আর্জেন্টিনা

B. ইকুয়েডর

C. ব্রাজিল

D. সিকিম দ্বীপপুঞ্জ

B. ইকুয়েডর

2. কোন শহরকে রাশিয়ার ম্যাঞ্চেষ্টার বলা হয় ?

A. মস্কো

B. গ্লাসকো

C. ইভেনরাে

D. কোনটিই নয়

C. ইভেনরাে

3. ইউরােপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল –

A. মাউন্ট অ্যালিনা

B. মাউন্ট অ্যাডেনডাম

C. মাউন্ট জকি

D. মাউন্ট রকফেলার

A. মাউন্ট অ্যালিনা

4. ‘বন্দেমাতরম্‌’ প্রথম কোথায় প্রকাশিত হয় ?

A. কেশরী

B. আনন্দমঠ

C. গীতাঞ্জলি

D. হরিজন

B. আনন্দমঠ

5. ভারতের কোন জাহাজ নির্মান কেন্দ্র 100 টি যুদ্ধ জাহাজ নির্মান করেছে ?

A. কোচিন শিপইয়ার্ড

B. গার্ডেনরীচ শিপইয়ার্ড

C. মাজাগাঁও ডক

D. গােয়া শিপইয়ার্ড

B. গার্ডেনরীচ শিপইয়ার্ড

6. ভারতে সর্বপ্রথম ভাষা সম্বন্ধীয় রাজ্য গঠন শুরু হয় —

A. মহারাষ্ট্র

B. কেরালা

C. হরিয়ানা

D. অন্ধ্রপ্রদেশ

D. অন্ধ্রপ্রদেশ

7. কোন্ শহর প্রথম শান্তির জন্য নােবেল পুরষ্কার পায় ?

A. ওসলাে

B. জেনিভা

C. স্টকহােম

D. রাশিয়া

A. ওসলাে

8. বাতাপী (Vatapi) কাদের রাজধানী ছিল ?

A. চালুক্য

B. রাষ্ট্রকুট

C. পল্লব

D. চোল

A. চালুক্য

9. কোন্ শহরটি ‘নিষিদ্ধ শহর’ নামে পরিচিত ?

A. ট্রিপলি

B. বাকু

C. আমন

D. লাসা

D. লাসা

10. ক্রসলি কার ছদ্মনাম ?

A. মাইকেল স্যালবুট

B. লুসি জনসন

C. লিউয়েন কাম

D. ক্যারেন জনসন

C. লিউয়েন কাম

11. 'করেঙ্গে ইয়ে মরেঙ্গে' — কোন আন্দোলনের মন্ত্র ছিল ?

A. ভারত ছাড়াে

B. আইন অমান্য

C. অসহযােগ

D. খিলাফৎ

A. ভারত ছাড়াে

12. পৃথিবীর গভীরতম মহাসাগর হল -

A. ভারত মহাসাগর

B. সুমেরু মহাসাগর

C. প্রশান্ত মহাসাগর

D. আটলান্টিক মহাসাগর

C. প্রশান্ত মহাসাগর

13. কম্পিউটার পরিভাষা অনুযায়ী ‘TB’-এর অর্থ

A. Tetrabyte

B. Terabyte

C. Terabit

D. Tetrabit

B. Terabyte

14. ‘সারে জাঁহা সে আচ্ছা’ — কার লেখা ?

A. মৌলানা আবুল কালাম

B. সরােজিনী নাইডু

C. মহম্মদ ইকবাল

D. অমৃত প্রীতম

C. মহম্মদ ইকবাল

15. পঞ্চসাগরের বন্দর কোনটিকে বলা হয় ?

A. ট্রিয়েস্ট

B. মস্কো

C. ওডেসা

D. ভেনিস

B. মস্কো

16. বাংলা ভাষায় প্রথম গদ্য সাহিত্য কি ?

A. অভিজ্ঞান শকুন্তলম্

B. হুতােম প্যাচার নকশা

C. রাজতরঙ্গিনী

D. প্রতাপাদিত্য চরিত্র

D. প্রতাপাদিত্য চরিত্র

17. ডন সােসাইটির প্রতিষ্ঠাতা কে ?

A. অরবিন্দ ঘােষ

B. অশ্বিনীকুমার দত্ত

C. লালা লাজপত রায়

D. সতীশচন্দ্র মুখােপাধ্যায়

D. সতীশচন্দ্র মুখােপাধ্যায়

18. ‘বীরবল' কোন্ লেখকের ছদ্মনাম ?

A. প্রমথ চৌধুরী

B. কেদারনাথ ব্যানার্জী

C. নলিনীকান্ত সরকার

D. শিবরাম চক্রবর্তী

A. প্রমথ চৌধুরী

19. 'ক্লডিয়াস’ চরিত্রটি কোন গ্রন্থের ?

A. রােমিও এবং জুলিয়েট

B. হ্যামলেট

C. ওথেলাে

D. দি টেমপেষ্ট

B. হ্যামলেট

20. মিজোরাম -এর রাজধানী হল –

A. ব্যানাের

B. ইম্ফল

C. কোহিমা

D. আইজল

D. আইজল

21. 'ফলকেটিং’ কোন দেশের পার্লামেন্টের নাম ?

A. ইজরায়েল

B. ইথিওপিয়া

C. ডেনমার্ক

D. সুজারল্যান্ড

C. ডেনমার্ক

22. ক্ষীরের পুতুল কার রচনা ?

A. প্রেমেন্দ্র মিত্র

B. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

C. রবীন্দ্রনাথ ঠাকুর

D. অবনীন্দ্রনাথ ঠাকুর

D. অবনীন্দ্রনাথ ঠাকুর

23. ‘হাজার চুরাশীর মা’ সিনেমাটি কার উপন্যাসের অবলম্বনে তৈরী ?

A. আশাপূর্ণা দেবী

B. সমরেশ বসু

C. মহাশ্বেতা দেবী

D. সুনীল গাঙ্গুলি

C. মহাশ্বেতা দেবী

24. কোন দেশ 2019 সালের সুলতান আজলানশাহ হকি টুর্নামেন্ট জিতেছে ?

A. পােল্যান্ড

B. দক্ষিণ কোরিয়া

C. ভারত

D. জাপান

B. দক্ষিণ কোরিয়া

25. ভারতের প্রবালদ্বীপ কোনটি ?

A. নিকোবর

B. মিনিকয়

C. লাক্ষা

D. অখিনাদিভি

C. লাক্ষা

26. মানবদেহের কোন গ্রন্থিকে তাপমাত্রা নিয়ন্ত্রক হিসাবে গণ্য করা হয় ?

A. পিটুইটারী

B. থাইরয়েড

C. হাইপােথ্যালামাস

D. এদের কোনটিই নয়

C. হাইপােথ্যালামাস

27. ‘মীনাক্ষী’ মন্দির কোথায় অবস্থিত ?

A. উড়িষ্যা

B. মহারাষ্ট্র

C. গুজরাট

D. তামিলনাড়ু

D. তামিলনাড়ু

28. ভারতের কোন রাজ্যে মধুবনী নামক লােকচিত্রকলা দেখা যায় ?

A. মহারাষ্ট্র

B. ওড়িশা

C. অসম

D. বিহার

D. বিহার

29. ‘সনাতন পাঠক’ কার ছদ্মনাম ?

A. সুনীল গঙ্গোপাধ্যায়

B. শীর্ষেন্দু মুখােপাধ্যায়

C. শক্তি চট্টোপাধ্যায়

D. সৈয়দ মুস্তাফা সিরাজ

A. সুনীল গঙ্গোপাধ্যায়

30. সুপ্রীম কোর্টের প্রথম মহিলা বিচারক কে ?

A. মালবিকা দুন্ডে

B. নইমালা গােখলে

C. ফাতিমা বিবি

D. কাঞ্চন গিরি

C. ফাতিমা বিবি