General Knowledge Online Mock Test in Bengali Study 6

General Knowledge Online Mock Test in Bengali Study 6 for railway all exam, Alp, Group d, ntpc, rpf, or bank, psc, ssc, wbp quiz Update

1. “The Last Supper’ চিত্রটি এঁকেছিলেন-

A. রাবেলে

B. মিকোলেঞ্জোলো

C. বত্তিচেল্লি

D. লিওনার্দো-দ্যভিস্টি

D. লিওনার্দো-দ্যভিস্টি

2. 20 কিগ্রা ভরের একটি বস্তু 0.5 মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হল। যদি ‘g’ -এর মান 10 m/s2 হয়, তাহলে বস্তুটির স্থিতিশন্তি হ্রাস কত হবে?

A. 980 জ্বল

B. 400 জ্বল

C. 100 জ্বল

D. 200 জ্বল

C. 100 জ্বল

3. 10 কিগ্রা চুণাপাথরে কি পরিমান CO2 পাওয়া যাবে?

A. 2.2 কিগ্রা

B. 4.4 কিগ্রা

C. 22 কিগ্রা

D. 44 কিগ্রা

B. 4.4 কিগ্রা

4. 11 জন প্লেয়ার নিয়ে তৈরি এক ক্রিকেট টিমের অধিনায়ক ও উইকেট কিপারের গড় বয়স যথাক্রমে 26 বছর ও 29 বছর। এই দুজনের বয়স বাদ দিলে টিমের বাকি প্লেয়ারদের গড় বয়স গোটা টিমের গড় বয়সের চেয়ে 1 বছর কম। গোটা টিমের গড় বয়স কত?

A. 24 বছর

B. 23 বছর

C. 28 বছর

D. 30 বছর

B. 23 বছর

5. নিম্নলিখিত কোন প্রাচীন ভারতীয় লিপি ডানদিক থেকে বাঁদিকে লেখা হত?

A. ব্রাহ্মী

B. খরোষ্টি

C. নন্দনগরী

D. শারদা

B. খরোষ্টি

6. Na2 SO2 একটি-

A. একটি আ্যাসিড লবণ

B. একটি প্রশম লবণ

C. একটি ক্ষারকীয় লবণ

D. কোনোটিই নয়

B. একটি প্রশম লবণ

7. একটা ঘড়িতে ঘণ্টার কাঁটা গুলিতে সংখ্যার পরিবর্তে ইংরাজী Alphabet দিয়ে শুরু 1 টার পরিবর্তে C লেখা থেকে শুরু হলে 9 টার পরিবর্তে ইংরাজী বর্ণমালার কোন Alphabet বসবে?

A. K

B. L

C. F

D. G

A. K

8.

A. 2

B. 3/2

C. 4/13

D. 3+6/13

A. 2

9. x মানে '+', < মানে '-', + মানে '÷', > মানে 'x’, - মানে ‘=', ÷ মানে '>’ এবং = মানে '<' হলে নীচের কোনটি সঠিক?

A. 5 x 3 < 7 ÷ 8 + 4 x 1

B. 3 x 4 > 2 - 9 + 3 < 3

C. 5 > 2 + 2 = 10 < 4 x 8

D. 3 x 2 < 4 ÷ 16 > 2 + 4

C. 5 > 2 + 2 = 10 < 4 x 8

10. আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন?

A. ডঃ সৈফুদ্দিন কিচলু

B. মহম্মদ আলি জিন্নাহ

C. স্যার সৈয়দ আহমেদ খান

D. মৌলানা মহম্মদ আলি

C. স্যার সৈয়দ আহমেদ খান

11. নীচের কোনটি তড়িতের সুপরিবাহী ?

A. গ্রাফাইট

B. হীরক

C. পিট

D. চারকোল

A. গ্রাফাইট

12. এক ব্যক্তি স্থির জলে এক ঘণ্টায় 7+1/2 কিমি নৌকা বাইতে পারে। সেই ব্যক্তির স্রোতের বিপরীতে যেতে দ্বিগুণ সময় লাগে স্রোতের অভিমুখে যেতে যে সময় লাগে তার চেয়ে। তাহলে স্রোতের গতি হল:

A. 2 প্রতি/ঘণ্টা

B. 3 প্রতি/ঘণ্টা

C. 2.5 প্রতি/ঘণ্টা

D. 4 প্রতি/ঘণ্টা

C. 2.5 প্রতি/ঘণ্টা

13. A, B, C, D, E, F, G এবং H একটি সারিতে উত্তর দিকে মুখ করে বসে আছে। A, E-এর ডানদিকে চতুর্থ স্থানে বসেছে। H বসেছে D-এর বাঁদিকে চতুর্থ স্থানে। C এবং F প্রান্তে বসে নেই এবং তারা যথাক্রমে B এবং E-এর পাশে বসেছে। H বসেছে A-এর বীদিকে এবং B বসেছে A এর পাশে।
F কোন খানে বসেছে?

A. E এর ডানদিকে

B. G এর ডানদিকে

C. H এর ডানদিকে পাশে

D. C এর ডানদিকে

A. E এর ডানদিকে

14. A, B, C, D, E, F, G এবং H একটি সারিতে উত্তর দিকে মুখ করে বসে আছে। A, E-এর ডানদিকে চতুর্থ স্থানে বসেছে। H বসেছে D-এর বাঁদিকে চতুর্থ স্থানে। C এবং F প্রান্তে বসে নেই এবং তারা যথাক্রমে B এবং E-এর পাশে বসেছে। H বসেছে A-এর বীদিকে এবং B বসেছে A এর পাশে।
নিচের কোনটি ভুল?

A. H, F এর ডানদিকে দ্বিতীয় স্থানে

B. E, A -এর বীদিকে চতুর্থ স্থানে

C. D, 11-এর ডানদিকে চতুর্থ স্থানে

D. A, D এর ডানদিকে তৃতীয় স্থানে

D. A, D এর ডানদিকে তৃতীয় স্থানে