General Science Gk Online Mock Test in Bengali Study 14
General Science Gk Online Mock Test in Bengali Study 14 for railway all exam, Alp, Group d, ntpc, rpf, or bank, psc, ssc, wbp quiz Update
1. সর্বাধিক সক্রিয় ধাতব পরমাণুর সর্ববহিঃস্থ কক্ষে ক'টি ইলেকট্রন থাকে?
A. ২টি
B. ১টি
C. ৪টি
D. ৭টি
B. ১টি
2. নীচের গ্যাসগুলির মধ্যে কোনটি জলে সর্বাধিক দ্রাব্য?
A. SO2
B. Cl2
C. CO2
D. HCI
D. HCI
3. হাইড্রোজেনের লঘুতম আইসোটোপ সম্মন্ধে কোনটি সত্য?
A. প্রকৃতিতে পাওয়া যায় না
B. তেজস্ক্রিয়
C. নাম প্রোটিয়াম
D. নাম ট্রিটিয়াম
C. নাম প্রোটিয়াম
4. নীচের কোন্টিতে গাঢ় H₂SO₄ দ্বারা নিরুদিত হয়?
A. ফরমিক অ্যাসিড
B. অক্সালিক অ্যাসিড
C. সোডিয়াম কার্বনেটের কেলাস
D. none
C. সোডিয়াম কার্বনেটের কেলাস
5. নীচের কোন্ জ্বালানিতে কার্বন মনোক্সাইড থাকে না?
A. কোল গ্যাস
B. প্রাকৃতিক গ্যাস
C. প্রডিউসার গ্যাস
D. none
B. প্রাকৃতিক গ্যাস
6. কোন উক্তটি সত্য নয়?
A. জলের নিজস্ব রঙ আছে।
B. জলের নিজস্ব রঙ নেই।
C. লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি।
D. শীতকালের আবহাওয়া শুষ্ক হয়।
A. জলের নিজস্ব রঙ আছে।
7. সব প্রোটিনে কোন্ মৌলটি থাকে না?
A. হাইড্রোজেন
B. নাইট্রোজেন
C. সালফার
D. none
C. সালফার
8. সোনার গহনা তৈরী করতে নীচের কোনটি খাদ হিসাবে ব্যবহার করা হয়?
A. দস্তা
B. তামা
C. সীসা
D. অ্যান্টিমনি
B. তামা
9. মৌলের চিহ্নের ক্ষেত্রে কোনটি ভুল?
A. গোল্ড: Au
B. সিলভার: Ag
C. সীসা: Sb
D. পটাসিয়াম: K
C. সীসা: Sb
10. গ্রিক ভাষায় 'অ্যাটমস্' শব্দের অর্থ কি?
A. অবিভাজ্য
B. বায়ুমন্ডল
C. পরমাণু
D. বিভাজ্য
A. অবিভাজ্য
11. H₂N₂O₂ কোন্ অ্যাসিডের আণবিক সংকেত?
A. নাইট্রাস অ্যাসিড
B. হাইপোনাইট্রাস অ্যাসিড
C. বাই হাইপো নাইট্রাস অ্যাসিড
D. none
B. হাইপোনাইট্রাস অ্যাসিড
12. নীচের বিক্রিয়ায় কোন্ যৌগটি অধঃক্ষিপ্ত হয়?
AgNO3+ NaCl = AgCl + NaNO3
A. AgNO3
B. NaNO3
C. AgCl
D. NaCl
C. AgCl
13. নীচের কোনটি বায়ুতে স্বতঃস্ফূর্তভাবে জ্বলে উঠে?
A. P2O5
B. P2O4
C. C2H2
D. CH4
C. C2H2
14. নীচের কোন দ্রাবকে মোম দ্রবীভূত হয়?
A. জল
B. লঘু HCL
C. ক্লোরোফর্ম
D. ক্যাস্টল অয়েল
C. ক্লোরোফর্ম
15. পার্টিংটন-এর মোমবাতি দহন প্ররীক্ষা দ্বারা নীচের কোন্ সুত্রটি প্রমাণ করা হয়?
A. ভরের নিত্যতা সূত্র
B. গুণানুপাত সূত্র
C. মিথোনুপাত সূত্র
D. অ্যাভোগাড্রোর সূত্র
A. ভরের নিত্যতা সূত্র
16. ক্যালসিয়াম অ্যাসিটেন্ট লবণকে শুষ্ক অবস্থায় পাতিত করলে নীচের কোনটি পাওয়া যায়?
A. হাইড্রোকার্বন
B. কিটোন
C. অ্যাসিড
D. অ্যালকোহল
B. কিটোন
17. সাবানকে নীচের কোনটি বলা হয়?
A. একটি জৈব অ্যাসিড
B. একটি অজৈব অ্যাসিড
C. একটি ফ্যাটি অ্যাসিড
D. একটি অ্যালডিহাইড
C. একটি ফ্যাটি অ্যাসিড
18. নীচের যৌগগুলির মধ্যে কোনটির সঙ্গে কেলাসজল অণু বেশি সংখ্যায় থাকে?
A. CuSO4
B. ZnSO4
C. Na2CO3
D. none
C. Na2CO3
19. কোন নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে এক গ্রাম অণু বেশি সংখ্যায় থাকে?
A. আণবিক আয়তন
B. মোলার আয়তন
C. পারমাণবিক আয়তন
D. প্রকৃত আয়তন
B. মোলার আয়তন
20. নীচের কোন্টির মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক Mg পরমাণু আছে?
A. 0.5 গ্রাম পরমাণু ম্যাগনেসিয়াম
B. 12 গ্রাম ম্যাগনেসিয়াম
C. 5 x 1023 পরমাণু ম্যাগনেসিয়ামে
D. none
C. 5 x 1023 পরমাণু ম্যাগনেসিয়ামে
21. 'বারুদ' নীচের কোন্ মিশ্রণ?
A. সালফার, কার্বন, ফসফরাস
B. সালফার, কার্বন, নাইটার
C. সালফার, কার্বন, কপার চুর্ণ
D. কার্বন, নাইট্রোজেন, ক্লোরিন
B. সালফার, কার্বন, নাইটার
22. বিশুদ্ধ জলের মোলারিটি কত?
A. ১০০
B. ৬০
C. ১৮
D. ৫৬.৫
C. ১৮
23. নীচের কোনটি সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল?
A. অক্সিজেন
B. ক্লোরিন
C. নাইট্রোজেন
D. ফ্লুওরিন
D. ফ্লুওরিন
24. ব্লিচিং পাউডারের সঙ্গে নিচের কোনটির বিক্রিয়ায় ক্লোরোফর্ম উৎপন্ন হয়?
A. কার্বন টেট্রাক্লোরাইড
B. ফরম্যালডিহাইড
C. মিথানল
D. ইথানল
D. ইথানল
25. গ্যাসের বাষ্পে ঘনত্ব ২৪ হলে ঐ গ্যাসটি কোন গ্যাস?
A. অক্সিজেন
B. ওজোন
C. নাইট্রোজেন
D. নাইট্রিক অ্যাসিড
B. ওজোন
26. ক্রিপটন মৌলের ইলেকট্রন বিন্যাস নিচের কোনটি?
A. ২,৮,৮
B. ২,৮
C. ২,৮,১৮,৮
D. none
C. ২,৮,১৮,৮
27. তীব্র অ্যাসিড রাখার পাত্র হিসাবে কোন্ ধাতুর পাত্র উপযোগী?
A. প্লাটিনাম
B. পিতল
C. তামা
D. সীসা
D. সীসা
28. যে জলে সাবান ঘষলে বেশি ফেনা উৎপন্ন হয় না তাকে বলে:
A. মৃদু জল
B. খর জল
C. মিষ্ট জল
D. none
B. খর জল
29. বর্জন নীতি (Exclution Principle)-এর প্রবক্ত কে?
A. নিউটন
B. ডারউইন
C. পাউলি
D. আইনস্টাইন
C. পাউলি
30. 'মারকিউরাস নাউট্রাইট' যৌগের আবিষ্কর্তা কে?
A. হেবার
B. ভোলার
C. প্রফুল্লচন্দ্র রায়
D. অসীমা চট্টোপাধ্যায়
C. প্রফুল্লচন্দ্র রায়