General Science Gk Online Mock Test in Bengali Study 3
General Science Gk Online Mock Test in Bengali Study 3 for railway all exam, Alp, Group d, ntpc, rpf, or bank, psc, ssc, wbp quiz Update
1. একটি গােলকাকার বেলুনের পৃষ্ঠতলের সর্বত্র তড়িৎ আধান ( electric charge ) সুষমভাবে বিস্তৃত।তড়িৎ আবেশ ( electric field ) কোথায় সর্বোচ্চ ?
A. পৃষ্ঠতলের ভেতরের দিকে
B. পৃষ্ঠতলের ঠিক ওপরে
C. গােলকের কেন্দ্রে
D. পৃষ্ঠতলের থেকে সামান্য ওপরে
B. পৃষ্ঠতলের ঠিক ওপরে
2. থিওডােলাইট নিচের কোনটি মাপার জন্য ব্যবহৃত হয় ?
A. সমুদ্রের তাপমাত্রার তারতম্য
B. গ্রহনক্ষত্রের মধ্যবর্তী দূরত্ব
C. নদীজলের প্রবহমানতা
D. উল্লম্ব এবং আনুভূমিক তলের কোণ
D. উল্লম্ব এবং আনুভূমিক তলের কোণ
3. অ্যাভােগাড্রো সংখ্যা হল ?
A. NTP তে এক লিটার গ্যাসে উপস্থিত অণুর পরিমাণ
B. এক mole পরিমাণ গ্যাসে উপস্থিত অণুর পরিমাণ
C. এক গ্রাম গ্যাসে উপস্থিত অণুর পরিমাণ
D. এক কিলােগ্রাম গ্যাসে উপস্থিত অণুর পরিমাণ
B. এক mole পরিমাণ গ্যাসে উপস্থিত অণুর পরিমাণ
4. কোন ভিটামিনটি জলে দ্রবীভূত হয় ?
A. ভিটামিন A
B. ভিটামিন C
C. ভিটামিন E
D. ভিটামিন D
B. ভিটামিন C
5. বায়ুমন্ডল থাকলে ভূপৃষ্ঠের উষ্ণতা
A. বৃদ্ধি পেত
B. হ্রাস পেত
C. একই থাকত
D. উষ্ণতার অনুভূতি থাকত না
A. বৃদ্ধি পেত
6. বিভিন্ন তরলে নিমজ্জিত একটি স্টিলের গােলকের আপাত ওজন স্প্রিং তুলার মাধ্যমে মাপা হল । কোন তরলে সর্বোচ্চ পাঠ পাওয়া যাবে ?
A. সবচেয়ে কম ঘনত্বযুক্ত
B. সবচেয়ে বেশি ঘনত্বযুক্ত
C. যে তরলের গােলকটি গভীরতম নিমজ্জিত
D. সবচেয়ে বেশি আয়তনযুক্ত
C. যে তরলের গােলকটি গভীরতম নিমজ্জিত
7. ভুল বক্তব্যটি চিহ্নিত করুন :
A. সূর্য থেকে আলাে পৃথিবীতে আসতে প্রায় ৪ মিনিট 20 সেকেন্ড সময় নেয়
B. উত্তল লেন্সে যদি বস্তুকে ফোকাস এবং আলােক কেন্দ্রের মধ্যে স্থাপন করা হয় তবে নির্মিত প্রতিবিম্ব আকারে বড় হবে ।
C. উত্তল লেন্সে যদি বস্তুকে ফোকাস এবং আলােক কেন্দ্রের মধ্যে স্থাপন করা হয় তবে নির্মিত প্রতিবিম্ব আকারে ছােট হবে ।
D. সিনেমাটোগ্রাফিতে পারসিসট্যান্স অফ ভিশন ব্যবহার করা হয় ।
C. উত্তল লেন্সে যদি বস্তুকে ফোকাস এবং আলােক কেন্দ্রের মধ্যে স্থাপন করা হয় তবে নির্মিত প্রতিবিম্ব আকারে ছােট হবে ।
8. হাইপারমেট্রোপিয়ার সমস্যায় থাকা ব্যক্তির জন্য নিচের কোনটি সঠিক নয় ?
A. ওই ব্যক্তি দূরের জিনিস স্পষ্টভাবে দেখতে পান
B. লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেশি
C. নিকটবর্তী বস্তুর প্রতিবিম্ব রেটিনার পেছনে তৈরি হবে
D. এই সমস্যা সমাধানে অবতল লেন্স ব্যবহার করা হয় ।
D. এই সমস্যা সমাধানে অবতল লেন্স ব্যবহার করা হয় ।
9. টেলিভিশনের রিমােট কন্ট্রোলে কোন ধরনের তড়িৎচুম্বকীয় বিকিরণ ব্যবহার করা হয় ?
A. ইনফ্রারেড
B. অতি বেগুনি
C. দৃশ্যমান
D. উপরের কোনটিই নয়
A. ইনফ্রারেড
10. লেন্সের পাওয়ার কিসের সাহায্যে পরিমাপ করা হয় ?
A. ডায়পটার
B. ইওন
C. লুমেন
D. ক্যান্ডেলা
A. ডায়পটার
11. শব্দের গতিবেগ
A. মাধ্যমের ওপর নির্ভর করে না
B. গ্যাসীয় মাধ্যমে সর্বাধিক, তরল মাধ্যমে সর্বনিম্ন
C. কঠিন মাধ্যমে সর্বাধিক, তরল মাধ্যমে সর্বনিম্ন
D. কঠিন মাধ্যমে সর্বাধিক, গ্যাসীয় মাধ্যমে সর্বনিম্ন
D. কঠিন মাধ্যমে সর্বাধিক, গ্যাসীয় মাধ্যমে সর্বনিম্ন
12. পেণ্ডুলামের দোলনকাল নির্ভর করে কিসের উপর ?
A. ভর
B. দৈর্ঘ্য
C. সময়
D. ভর এবং দৈর্ঘ্য
B. দৈর্ঘ্য
13. জেট ইঞ্জিন কিসের সংরক্ষণ নীতির উপর কাজ করে ?
A. রৈখিক ভরবেগ
B. কৌণিক ভরবেগ
C. শক্তি
D. ভর
A. রৈখিক ভরবেগ
14. 120 কিমি উচ্চতায় পৃথিবীকে প্রদক্ষিণকারী একটি কৃত্রিম উপগ্রহ থেকে একটি বা ফেলা হল । বলটি
A. ওই সময় কৃত্রিম উপগ্রহটির স্পর্শক বরাবর একটি সরলরেখায় সমগতিতে
B. কৃত্রিম উপগ্রহটির মূল কক্ষপথ বরাবর সমগতিতে চলতে থাকবে ।
C. ধীরে ধীরে পৃথিবীতে পড়বে
D. মহাকাশে হারিয়ে যাবে
B. কৃত্রিম উপগ্রহটির মূল কক্ষপথ বরাবর সমগতিতে চলতে থাকবে ।
15. একটি বস্তু একটি তরলে ভেসে থাকবে না নিমজ্জিত হবে তা নির্ভর করে
A. কেবলমাত্র বস্তুটির ভরের উপর
B. কেবলমাত্র বস্তুটির ভর ও তরলের ঘনত্বের উপর
C. বস্তু এবং তরলের ঘনত্বের পার্থক্যের উপর
D. কেবলমাত্র বস্তুটির ভর ও আকৃতির উপর
C. বস্তু এবং তরলের ঘনত্বের পার্থক্যের উপর
16. কঠিনের তুলনায় তরলের বিস্তারের গুণাঙ্ক ( Co – efficient of expansion ) পরিমাপ করা অপেক্ষাকৃত কঠিন কেন ?
A. তরল সমস্ত তাপমাত্রাতেই বাষ্পীভূত হতে থাকে
B. তরল অধিকতর তাপ পরিবাহিত করে
C. তাপ প্রযুক্ত হলে তরলের আধারটিও প্রসারিত হয়
D. তাপ প্রযুক্ত হলে তরল অত্যধিক প্রসারিত হয়
D. তাপ প্রযুক্ত হলে তরল অত্যধিক প্রসারিত হয়
17. সি.জি.এস পদ্ধতিতে সান্দ্রতাঙ্কের ( viscosity ) একক হল
A. Gabriel
B. Poise
C. Gauss
D. Gilbert
B. Poise
18. Erythropoesis কিসের অভাবজনিত কারণে হয় ?
A. অক্সিজেন
B. নাইট্রোজেন
C. আয়রন
D. ক্যালশিয়াম
A. অক্সিজেন
19. নিম্নিলিখিত কোন পদার্থের স্থিতিস্থাপকতা ( elasticity ) শূন্য ?
A. রাবার
B. কোয়ার্টজ
C. ইস্পাত
D. টাংস্টেন
B. কোয়ার্টজ
20. নাইট্রোজেন অণু রাসায়নিক ভাবে কম সক্রিয় কেন ?
A. এর পারমাণবিক ব্যাস ক্ষুদ্রতর
B. এটি অত্যধিক তড়িৎ ঋণাত্মক
C. এর বিচ্ছিন্নকরণ শক্তি অতি উচ্চচ
D. এর ইলেকট্রনিক গঠন স্থিতিশীল
C. এর বিচ্ছিন্নকরণ শক্তি অতি উচ্চচ
21. একটি নিউক্লিয় রিঅ্যাক্টর ও অ্যাটমিক বম্বের মধ্যে পার্থক্য হল –
A. নিউক্লিয় রিতাক্টরে কোনও চেন বিক্রিয়া হয় না কিন্তু অ্যাটম বম্বে চেন বিক্রিয়া ঘটে
B. নিউক্লিয় রিঅ্যাক্টরে চেন বিক্রিয়া নিয়ন্ত্রণাধীন
C. অ্যাটম বন্ধে কোনও চেন বিক্রিয়া ঘটে না কিন্তু নিউক্লিয় রিঅ্যাক্টরে ঘটে ।
D. নিউক্লিয় রিঅ্যাক্টরে চেন বিক্রিয়া নিয়ন্ত্রণাধীন নয়
B. নিউক্লিয় রিঅ্যাক্টরে চেন বিক্রিয়া নিয়ন্ত্রণাধীন
22. মেটালয়েড হল
A. অন্য ধাতুর সাথে অ্যালকালি ধাতুর অ্যালয়
B. ধাতুর কলয়েড
C. লেডের চেয়ে ভারী ধাতু
D. ধাতু ও অধাতু উভয়ের ধর্মযুক্ত মৌল
D. ধাতু ও অধাতু উভয়ের ধর্মযুক্ত মৌল
23. কেরােসিন কিসের মিশ্রণ ?
A. বিভিন্ন অ্যারােম্যাটিক হাইড্রোকার্বন
B. বিভিন্ন অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন
C. বিভিন্ন সম্পৃক্ত হাইড্রোকার্বন
D. বিভিন্ন অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন
B. বিভিন্ন অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন
24. নিচের কোনটি একটি বিস্ফোরক দ্রব্য নয় ?
A. ট্রাই নাইট্রো টলুইন
B. ডাই নাইট্রো গ্লিসারিন
C. সাইক্লো ট্রাইমিথিলিন ট্রাইনাইট্রামাইন
D. নাইট্রোক্লোরােফর্ম
D. নাইট্রোক্লোরােফর্ম
25. খর জল সাবানের সংস্পর্শে ফেনা তৈরি করে না কেন ?
B. খর জলে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম আয়ন থাকে যা সাবানের সাথে অধঃক্ষেপ তৈরি করে ।
C. খর জলে সালফেট ক্লোরাইড আয়ন থাকে যা অধঃক্ষেপ তৈরি করে ।
D. খর জ্বলের pH খুব কম বলিত
A. খর জলের pH খুব বেশি
B. খর জলে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম আয়ন থাকে যা সাবানের সাথে অধঃক্ষেপ তৈরি করে ।