Group D Science Gk Online Mock Test in Bengali Study 11

Group D Science Gk Online Mock Test in Bengali Study 11 for railway all exam, Alp, Group d, ntpc, rpf, or bank, psc, ssc, wbp quiz Update

1. কোন্ বায়ুমণ্ডলীয় স্তরে কৃত্রিম উপগ্রহ পাঠানো হয় ?

A. স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল

B. আয়নোস্ফিয়ার বা আয়নমণ্ডল

C. ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল

D. এক্সোস্ফিয়ার বা বহিঃমণ্ডল

B. আয়নোস্ফিয়ার বা আয়নমণ্ডল

2. ট্রাফিক সিগন্যালে লাল আলো ব্যবহারের কারণ হল—

A. দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্যের জন্য অনেক দূর থেকে দৃশ্যমান হয়

B. খুব ক্ষীণ দৃষ্টির ব্যক্তিও সহজে দেখতে পায়

C. দেখতে সুন্দর

D. কোনোটিই নয়

A. দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্যের জন্য অনেক দূর থেকে দৃশ্যমান হয়

3. রামধনু সৃষ্টির কারণ, আলোর—

A. প্রতিফলন

B. বিচ্ছুরণ

C. প্রতিসরণ

D. বিক্ষেপণ

B. বিচ্ছুরণ

4. নিম্নোক্ত কোনটি গ্রিন হাউস গ্যাস নয় ?

A. অক্সিজেন

B. মিথেন

C. ওজোন

D. জলীয়বাষ্প

A. অক্সিজেন

5. হাতে স্পিরিট ঢাললে ঠান্ডা লাগে, কারণ—

A. লীনতাপ হ্রাস করে

B. তাপীয় বিকিরণ কমায়

C. বায়ু চলাচল বৃদ্ধি করে

D. বাষ্পায়নের হার বৃদ্ধি করে

D. বাষ্পায়নের হার বৃদ্ধি করে

6. নীচের কোন্‌টি একমাত্র তড়িৎ পরিবাহী অধাতু ?

A. গ্রাফাইট

B. ফসফরাস

C. সালফার

D. হাইড্রোজেন

A. গ্রাফাইট

7. বায়ুমণ্ডলের যে স্তরে আমরা বাস করি, তার নাম—

A. শান্তমণ্ডল

B. ক্ষুষ্কমণ্ডল

C. আয়নমণ্ডল

D. ওজোনমণ্ডল

B. ক্ষুষ্কমণ্ডল

8. কাঁসায় মিশ্রিত থাকে—

A. তামা ও দস্তা

B. তামা ও সোনা

C. তামা ও টিন

D. তামা ও রুপো

C. তামা ও টিন

9. একটি আলোকরশ্মি দর্পণের তলের সঙ্গে 30° কোণ করে আপতিত হলে, প্রতিফলন কোণের মান হবেে—

A. 30°

B. 0°

C. 60°

D. 90°

C. 60°

10. বিক্ষিপ্ত প্রতিফলনে—

A. প্রতিবিম্ব গঠিত হয়

B. সদ্‌বিম্ব গঠিত হয়

C. প্রতিবিম্ব গঠিত হয় না

D. কোনোটিই নয়

C. প্রতিবিম্ব গঠিত হয় না

11. প্রদত্ত কোনটি তড়িদবিশ্লেষ্য পদার্থ নয় ?

A. চিনির জলীয় দ্রবণ

B. অ্যাসিটিক অ্যাসিড

C. অ্যাসিড মিশ্রিত জল

D. গলিত খাদ্যলবণ

A. চিনির জলীয় দ্রবণ

12. জলের তড়িদবিশ্লেষণে হাইড্রক্সিল আয়ন কোন্ তড়িদারে কী প্রক্রিয়ায় মুক্ত হয় ?

A. ক্যাথোডে জারণ প্রক্রিয়ায়

B. ক্যাথোডে বিজারণ প্রক্রিয়ায়

C. অ্যানোডে বিজারণ প্রক্রিয়ায়

D. অ্যানোডে জারণ প্রক্রিয়ায়

D. অ্যানোডে জারণ প্রক্রিয়ায়

13. মিউরিয়েটিক অ্যাসিড নামে পরিচিত অ্যাসিডটিে—

A. H2SO4

B. HNO3

C. H3PO4

D. HCl

D. HCl

14. অসওয়াল্ড পদ্ধতিতে কী প্রস্তুত করা হয় ও কোন্ গ্যাস থেকে প্রস্তুত করা হয় ?

A. HNO3, NH3

B. HCl, Cl2

C. H2SO4, SO2

D. H3PO4, PH3

A. HNO3, NH3

15. পাকস্থলী থেকে HCI ক্ষরণে বাধা সৃষ্টিকারী হরমোনটি হল—

A. প্রোজেস্টেরন

B. প্রোস্টোগ্ল্যান্ডিন

C. ইনসুলিন

D. ইস্ট্রোজেন

B. প্রোস্টোগ্ল্যান্ডিন

16. চোখের যে অংশটি তারারন্ধ্র ছোটো–বড়ো করতে সাহায্য করে, সেটি হল—

A. লেন্স

B. কর্নিয়া

C. আইরিশ

D. সিলিয়ারি বডি

C. আইরিশ

17. মানুষের শরীরের মেরুদণ্ডের সঙ্গে করোটির সংযোগস্থলে থাকে—

A. কব্‌জা সন্ধি

B. অচল সন্ধি

C. বল ও সকেট সন্ধি

D. পিভট সন্ধি

D. পিভট সন্ধি

18. নিম্নের কোন্ জীবের গমন প্রক্রিয়া সূর্যালোক দ্বারা নিয়ন্ত্রত হয় ?

A. ইউগ্লিনা

B. অ্যামিবা

C. প্যারামেসিয়াম

D. কোনোটিই নয়

A. ইউগ্লিনা

19. DNA অণুর গুয়ানিন–এর পরিপূরক ক্ষারকমূলকটি হল—

A. অ্যাডিনিন

B. থাইমিন

C. সাইটোসিন

D. ইউরাসিল

C. সাইটোসিন

20. যে প্রাণীটি অপুংজনি বা পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয়, তা হল—

A. রানি মৌমাছি

B. শ্রমিক মৌমাছি

C. পুরুষ মৌমাছি বা ড্রোন

D. সকল প্রকার মৌমাছি

C. পুরুষ মৌমাছি বা ড্রোন

21. আদর্শ গ্যাসের PV বনাম P লেখচিত্রটি হল—

A. P অক্ষের সমান্তরাল সরলরেখা

B. PPV অক্ষের সমান্তরাল সরলরেখা

C. মূলবিন্দুগামী সরলরেখা

D. সমপরাবৃত্ত

A. P অক্ষের সমান্তরাল সরলরেখা

22. লিটার–অ্যাটমোস্ফিয়ার এককে R-এর মান—

A. 0.082

B. 1.987

C. 1

D. 4

A. 0.082

23. t°C উন্নতা বৃদ্ধি = কত কেলভিন উন্নতা বৃদ্ধি ?

A. t

B. t + 273

C. t - 273

D. t x 1/273

A. t

24. কোন্‌টি সবচেয়ে ভালো বিজারক পদার্থ ?

A. Na

B. Mg

C. Al

D. Si

A. Na

25. পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে—

A. ক্ষার ধাতু

B. ক্ষারীয় মৃত্তিকা ধাতু

C. সন্ধিগত মৌল

D. চ্যালকোজেন মৌল

C. সন্ধিগত মৌল