Group D Science Gk Online Mock Test in Bengali Study 8

Group D Science Gk Online Mock Test in Bengali Study 8 for railway all exam, Alp, Group d, ntpc, rpf, or bank, psc, ssc, wbp quiz Update

1. রেডিয়ো যোগাযোগ ব্যবস্থায় বিশেষভাবে ব্যবহৃত করা হয়—

A. মেসোস্ফিয়ার

B. স্ট্র্যাটোস্ফিয়ার

C. ট্রপোস্ফিয়ার

D. থার্মোস্ফিয়ার

D. থার্মোস্ফিয়ার

2. বায়ুমণ্ডলের কোন স্তরটিতে অধিকতর বায়ুদূষণ ঘটে ?

A. ট্রপোস্ফিয়ার

B. মেসোস্ফিয়ার

C. স্ট্র্যাটোস্ফিয়ার

D. থার্মোস্ফিয়ার

A. ট্রপোস্ফিয়ার

3. সৌরকোশ তৈরি করা হয়—

A. কয়লা দিয়ে

B. ডিজেল দিয়ে

C. অর্ধপরিবাহী দিয়ে

D. অতিপরিবাহী দিয়ে

C. অর্ধপরিবাহী দিয়ে

4. নিউক্লিয়ার রিঅ্যাকটরে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়—

A. সিসা

B. ইউরেনিয়াম

C. রেডিয়াম

D. রেডন

B. ইউরেনিয়াম

5. I amu ( atmic mass unit ) ভর শক্তি উৎপন্ন করে প্রায়—

A. 800 MeV

B. 931 MeV

C. 391 MeV

D. 139 MeV

B. 931 MeV

6. নিম্নের কোন্ শ্রেণিতে কঠিন , তরল এবং গ্যাসীয় মৌল বর্তমান ?

A. Gr-17

B. Gr-18

C. Gr-16

D. Gr-15

A. Gr-17

7. প্রদত্ত কোন্‌টি নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস ?

A. 2, 8

B. 2, 8, 1

C. 2, 8, 2

D. 2, 8, 3

A. 2, 8

8. নীচের কোন্‌টি মৌলের পর্যায়গত ধর্ম নয় ?

A. পারমাণবিক ব্যাসার্ধ

B. তেজস্ক্রিয়তা

C. আয়নন বিভব

D. তড়িৎ - ঋণাত্মকতা

B. তেজস্ক্রিয়তা

9. হরমোন জীবদেহে কাজ করে—

A. ভৌত সমন্বয়করূপে

B. রাসায়নিক সমন্বয়করূপে

C. উদ্দীপকরূপে

D. উৎসেচকরূপে

B. রাসায়নিক সমন্বয়করূপে

10. মানব মস্তিষ্কের ত্রিস্তরীয় আবরণীকে বলে—

A. পেরিকার্ডিয়াম

B. পেরিনিউরিয়াম

C. নিউরিলেমা

D. মেনিনজেস

D. মেনিনজেস

11. মস্তিষ্ক প্রকোষ্ঠ বা ভেট্রিকলের সংখ্যা—

A. 3টি

B. 2টি

C. 4টি

D. 5টি

C. 4টি

12. কোন্ শ্রেণির মৌলের যোজন কক্ষে 5 টি ইলেকট্রন থাকে ?

A. 1

B. 2

C. 15

D. 17

C. 15

13. নাইট্রোজেন অণুতে উপস্থিত বন্ধন ইলেকট্রন জোড় এবং নিঃসঙ্গ ইলেকট্রন–জোড় যথাক্রমে—

A. 3, 2

B. 2, 3

C. 3, 3

D. 2, 2

A. 3, 2

14. BOT কীসের একক ?

A. তড়িৎ প্রবাহমাত্রা

B. তড়িৎ ক্ষমতা

C. তড়িৎ শক্তি

D. তড়িৎ আধান

C. তড়িৎ শক্তি

15. ফিউজ তারের বৈশিষ্ট্য হল—

A. উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্ক

B. উচ্চ রোধ ও উচ্চ গলনাঙ্ক

C. নিম্ন রোধ ও উচ্চ গলনাঙ্ক

D. নিম্ন রোধ ও নিম্ন গলনাঙ্ক

A. উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্ক

16. প্রকৃতিতে প্রাপ্ত কঠিনতম মৌলিক পদার্থ হীরের মধ্যে কী ধরনের বন্ধন বর্তমান ?

A. সমযোজী

B. তড়িৎযোজী

C. তড়িৎযোজী ও সমযোজী

D. সমযোজী ও অসমযোজী

A. সমযোজী

17. কোন্ তড়িৎযোজী যৌগে অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটে—

A. LiH

B. CaO

C. MgCl2

D. NaF

A. LiH

18. কোন্‌টি তড়িৎ পরিবহণ করে না ?

A. গলিত NaCl

B. NaCl- এর লঘু জলীয় দ্রবণ

C. NaCl- এর কেলাস

D. NaCl- এর গাঢ় জলীয় দ্রবণ

C. NaCl- এর কেলাস

19. চক্ষুদান করার পরও চোখের যে–অংশটি পুনরায় ব্যবহার করা সম্ভব, তা হল—

A. কর্নিয়া

B. কনজাংটিভা

C. কোরয়েড

D. ককলিয়া

A. কর্নিয়া

20. DNA-এর গঠনগত এককটি হল—

A. নিউক্লিয়োসাইড

B. নিউক্লিয়োলাস

C. নিউক্লিয়োটাইড

D. নিউক্লিয়োজোম

C. নিউক্লিয়োটাইড

21. নিউক্লিয় সংযোজনের ফলে সৃষ্টি হয়—

A. হাইড্রোজেন বোমা

B. অ্যাটম বোমা

C. হাত বোমা

D. পেট্রোল বোমা

A. হাইড্রোজেন বোমা

22. প্রতিসরণের ফলে কোন্‌টি অপরিবর্তিত থাকে ?

A. তরঙ্গদৈর্ঘ্য

B. কম্পাঙ্ক

C. তীব্রতা

D. আলোর বেগ

B. কম্পাঙ্ক

23. যে যন্ত্রে তড়িদবিশ্লেষণ করা যায়, তা হল

A. ভোল্টমিটার

B. ভোল্টামিটার

C. অ্যামিটার

D. পোটেনসিওমিটার

B. ভোল্টামিটার

24. কোনটি তীব্র তড়িদবিশ্লেষ্য নয় ?

A. NH₂OH

B. NaCl

C. KNO3

D. MgCl2

A. NH₂OH

25. ডিম্বাণুতে উপস্থিত ক্রোমোজোমের প্রকৃতি হল—

A. হ্যাপ্লয়েড (n)

B. ডিপ্লয়েড (2n)

C. ট্রিপ্লয়েড (3n)

D. টেট্রাপ্লয়েড (4n)

B. ডিপ্লয়েড (2n)