Previous Year (2018) Railway Group D Question Paper In Gk Online Mock Test in Bengali Study 1
Previous Year (2018) Railway Group D Question Paper In Gk Online Mock Test in Bengali Study 1 for railway all exam, Alp, Group d, ntpc, rpf, or bank, psc, ssc, wbp quiz Update
1. মানব ফুসফুস যে-দুটি পাতলা পর্দা দ্বারা আবৃত তাদের বলে—
A. প্লুরা
B. ডায়াফ্রাম
C. পেরিটোনিয়াম
D. মেনিনজেস
A. প্লুরা
2. নিম্নের যে-ব্যক্তি আলিপুর বোমা মামলার সঙ্গে যুক্ত ছিলেন—
A. অরবিন্দ ঘোষ
B. এস এন ব্যানার্জী
C. বিপিনচন্দ্র পাল
D. যতীন দাস
A. অরবিন্দ ঘোষ
3. প্রিজমের মধ্য দিয়ে আলো অতিক্রম করলে ছিন্ন হয়ে যায় । একে আলোর ____ বলে ।
A. বিচ্ছুরণ
B. অপবর্তন
C. প্রতিফলন
D. এককেন্দ্রাভিমুখ
A. বিচ্ছুরণ
4. একটি বর্গাকার বাগানের পরিসীমা 444 মিটার । এর ক্ষেত্রফল কত ?
B. 12321 বর্গমিটার
C. 13244 বর্গমিটার
D. 11131 বর্গমিটার
A. ৪৪৪ বর্গমিটার
B. 12321 বর্গমিটার
5. একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 13 : 14 : 15 এবং এর পরিসীমা 94 সেমি । ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য হল—
B. 13 সেমি
C. 23 সেমি
D. 24 সেমি
A. 32 সেমি
D. 24 সেমি
6. সুপারি উৎপাদনে ভারতের যে-রাজ্যটি প্রথম স্থান দখল করেছে—
B. অন্ধ্ৰপ্ৰদেশ
C. কৰ্ণাটক
D. কেরালা
A. তামিলনাড়ু
D. কেরালা
7. কোন্ ভাষায় বৌদ্ধ সাহিত্যকর্ম লেখা হয়েছিল ?
B. সংস্কৃত
C. উর্দু
D. পালি
A. পারসি
D. পালি
8. 36 জন লোক একটি কাজ 18 দিনে সম্পূর্ণ করতে পারেন । কত দিনে 27 জন লোক ওই একই কাজ সম্পূর্ণ করবেন ?
B. 24
C. 28
D. 34
A. 36
B. 24
9. উত্তরপ্রদেশের ফিরোজাবাদ যে কারণে বিখ্যাত—
B. চর্ম শিল্পের জন্য
C. কাচ শিল্পের জন্য
D. রাবার শিল্পের জন্য
A. কার্পাস শিল্পের জন্য
C. কাচ শিল্পের জন্য
10. নর্মদা বাঁচাও আন্দোলনের একজন বিখ্যাত নেতা—
B. সুন্দরলাল বহুগুনা
C. মেধা পাটেকর
D. স্বামী অগ্নিবেশ
A. বাবা আমতে
C. মেধা পাটেকর
11. পৃথিবীর ক্ষুদ্রতম দেশ—
B. কানাডা
C. রাশিয়া
D. ভ্যাটিক্যান সিটি
A. শ্রীলঙ্কা
D. ভ্যাটিক্যান সিটি
12. হাই ভোল্টেজ ট্রান্সমিশনে তামা ব্যবহার করার পরিবর্তে অ্যালুমিনিয়াম ব্যবহৃত হয়—
B. পরিবহণের জন্য
C. নমনীয়তার জন্য
D. ঘাতসহনীয়তার জন্য
A. সস্তা ও সহজলভ্যতার জন্য
A. সস্তা ও সহজলভ্যতার জন্য
13. ‘পঞ্চতন্ত্র‘ লিখেছিলেন—
B. বাল্মীকি
C. বিঘ্ন শৰ্মা
D. বেদব্যাস
A. কৌটিল্য
C. বিঘ্ন শৰ্মা
14. যে–ব্যাকটেরিয়া কলেরা রোগ ঘটায়, সেটি হল—
B. ভিব্রিও কলেরি
C. স্পাইরিলিয়াম
D. ব্যাসিলাস
A. কক্কাস
B. ভিব্রিও কলেরি
15. একজন পুরুষের ক–টি ডিম্বাশয় থাকে ?
B. দুই
C. এক
D. তিন
A. উপরের কোনোটিই নয়
A. উপরের কোনোটিই নয়
16.
B. 60 টাকা
C. 90 টাকা
D. 135 টাকা
A. 189 টাকা
C. 90 টাকা
17. তড়িৎশক্তি উৎপাদনে নিম্নের যে শক্তির সবচেয়ে বেশি প্রয়োজন—
B. জলশক্তি
C. বায়ুশক্তি
D. তাপীয় শক্তি
A. পারমাণবিক শক্তি
D. তাপীয় শক্তি
18. ছত্রাকবিদ্যা–র আরেক নাম—
B. মাইকোলজি
C. ফাংগালজি
D. বায়োলজি
A. প্যাথোলজি
B. মাইকোলজি
19. গ্রীষ্মকালের স্বল্প সময়ে এস্কিমোদের প্রধান কাজ—
B. শিকার
C. কৃষিকাজ
D. কাঠ কাটা
A. পশুচারণ
B. শিকার
20. নীচের কোন্টি কঠিনতম ধাতু ?
B. লৌহ
C. স্বর্ণ
D. প্ল্যাটিনাম
A. টাংস্টেন
A. টাংস্টেন
21. রাশিয়ান বিপ্লবে কমিউনিস্ট পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন ?
B. লেনিন
C. মার্ক্স
D. স্টালিন
A. ট্রটস্কি
B. লেনিন
22. যে–বিল দেনা অথবা করের নিয়মকানুন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনা করে, তাকে বলে—
B. মুলতুবি
C. মানি বিল
D. প্রস্তাব
A. জরুরি বিধি
C. মানি বিল
23. মঙ্গলগ্রহে প্রেরিত মঙ্গলযান যাত্রা করে—
B. 5-10-2012 তে
C. 5-11-2013 তে
D. 5-12-2012 তে
A. 5-9-2014 তে
C. 5-11-2013 তে
24. কোন্ কাল্পনিক বীরযোদ্ধা বা সুপার হিরোর প্রকৃত নাম পিটার পার্কার ?
B. ফ্যানটম্
C. ব্যাটম্যান
D. সুপারম্যান
A. স্পাইডারম্যান
A. স্পাইডারম্যান
25. সব দেশের সঙ্গে ভারতের একটি সাধারণ সীমানা আছে, ______ ছাড়া ।
B. নেপাল
C. ভুটান
D. থাইল্যান্ড
A. মায়ানমার
D. থাইল্যান্ড
26. পিম্পরি যার সঙ্গে সংযুক্ত তা হল—
B. খবর মুদ্রণ
C. সার
D. ম্যাঙ্গানিজ
A. অ্যান্টিবায়োটিক
A. অ্যান্টিবায়োটিক
27. বৈদ্যুতিক রোধের একক—
B. জুলস্
C. অ্যাম্পিয়ার
D. ওহম
A. ভোল্ট
D. ওহম
28. স্টেইনলেস স্টিল নামক সংকর ধাতুটি স্টিল এবং _____ দিয়ে তৈরি ।
B. ক্রোমিয়াম
C. তামা
D. প্লাটিনাম
A. রুপো
B. ক্রোমিয়াম
29. গ্রাফাইট ও হীরা কোন্ পদার্থের রূপভেদ ?
B. আর্সেনিক
C. কার্বন
D. সেলেনিয়াম
A. জার্মেনিয়াম
C. কার্বন
30. নিম্নের যে চলচ্চিত্রটি 2018 খ্রিস্টাব্দে সবচেয়ে বেশি অর্থ উপার্জন করেছে—
B. 2.0
C. সঞ্জু
D. পদ্মাবত
A. অন্ধাধুন
B. 2.0
31. শূন্য হল—
B. ধনাত্মক
C. ঋণাত্মক
D. না ধনাত্মক না ঋণাত্মক
A. উপরের কোনোটিই নয়
D. না ধনাত্মক না ঋণাত্মক
32. 6897 কত দ্বারা বিভাজ্য ?
B. শুধুমাত্র 11
C. না 11 না 19
D. শুধুমাত্র 19
A. 11 ও 19 উভয়ই
A. 11 ও 19 উভয়ই
33. সুপ্রিমকোর্টে বিচারক নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা হল—
B. 58 বছর
C. 60 বছর
D. 62 বছর
A. 65 বছর
A. 65 বছর
34. 0.000805 কে 0.007 দ্বারা ভাগ করলে পাব—
B. 1.15
C. 115
D. 0.115
A. 0.000115
D. 0.115
35. একটি অর্ধবৃত্তাকার চাঁদার ব্যাস 7 সেমি । এর পরিধি কত ?
B. 11 সেমি
C. 18 সেমি
D. 21 সেমি
A. 24 সেমি
C. 18 সেমি
36.
B. 18.4 মিনিট
C. 12.3 মিনিট
D. 16.5 মিনিট
A. 17.2 মিনিট
D. 16.5 মিনিট
37. একজন ব্যাটসম্যান 17 তম ম্যাচে 87 রান স্কোর করেন । এভাবে তিনি তাঁর গড় রান ও বাড়ালেন । 17 তম ম্যাচের পর তাঁর গড় রান কত হবে ?
B. 36
C. 37
D. 38
A. 39
A. 39
38. 3 –এর প্রথম পাঁচটি গুণিতকের গড় হল—
B. 9
C. 11
D. 13
A. 15
B. 9
39. নীচের কে গজনির সুলতান মামুদের সঙ্গে ভারতে এসেছিলেন ?
B. অলবেরুনি
C. ইবন বতুতা
D. ইবন হোগল
A. মাস’উদি
B. অলবেরুনি
40. 2014 –র কমনওয়েলথ গেমস্ অনুষ্ঠিত হয়েছিল—
B. চিকাগোতে
C. গ্লাসগোতে
D. মেলবোর্নে
A. অসলোতে
C. গ্লাসগোতে
41. প্রাচীন পবিত্র গ্রন্থ ‘জাতক‘ সংযুক্ত–
B. শৈশব ধর্মের সঙ্গে
C. বৈষুবধর্মের সঙ্গে
D. বৌদ্ধধর্মের সঙ্গে
A. সর্বপ্রাণবাদের সঙ্গে
D. বৌদ্ধধর্মের সঙ্গে
42. কোন অঙ্গটি ফিটাস ধারণ করে ?
B. ডিম্বাশয়
C. জরায়ু
D. বৃক্ক
A. ভ্রূণ
C. জরায়ু
43. দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় সর্বোত্তম _____ কে ।
B. তীরন্দাজ
C. দাবা খেলোয়াড়
D. টেনিস প্লেয়ার
A. প্রশিক্ষক
A. প্রশিক্ষক
44. ভারতের সর্বোচ্চ সেনাসম্মান কোন্টি ?
B. ভারতরত্ন
C. পরমবীর চক্র
D. শৌর্য চক্র
A. পদ্মভূষণ
C. পরমবীর চক্র
45. মেরামতির জন্য 24,500 টাকা থেকে ছাদ তৈরি করতে 25% দেওয়া হয় । অন্যান্য কাজের জন্য কত টাকা বাকি আছে ?
B. 6,125 টাকা
C. 18,375 টাকা
D. 18,357 টাকা
A. 6,152 টাকা
C. 18,375 টাকা
46. ভারতের যে–রাজ্যে প্রথম ফরাসীদের আগমন ঘটে—
B. পাঞ্জাব
C. রাজস্থান
D. গোয়া
A. পণ্ডিচেরি
A. পণ্ডিচেরি
47. নীচের কোন্টি একটি মেট্রোপলিস ?
B. নাগপুর
C. মুম্বাই
D. কোয়েম্বাটুর
A. ভোপাল
C. মুম্বাই
48. নীচের নদীগুলির কোন্টির উৎসস্থল আজমীরের নিকট আরাবল্লি পর্বতমালা ?
B. লুনি
C. নর্মদা
D. মাহি
A. কোনোটিই নয়
B. লুনি
49. 110 কিমি/ঘণ্টা বেগের একটি গাড়ির গতি 20% বাড়ানো হয় । নতুন গতিবেগ কত হবে ?
B. 120 কিমি/ঘণ্টা
C. 132 কিমি/ঘণ্টা
D. 136 কিমি/ঘণ্টা
A. 150 কিমি/ঘণ্টা
C. 132 কিমি/ঘণ্টা
50. 792.02 + 101.32 - 206.76 ?
B. 676.58
C. 687.58
D. 686.58
A. 586.58
D. 686.58
51. নীচের কোনটি একটি মাছ ?
B. ডলফিন
C. তিমি
D. কাছিম
A. হাঙর
A. হাঙর
52. সবচেয়ে নতুন গঠিত রাজ্য হল—
B. গোয়া
C. তেলেঙ্গানা
D. ছত্তিশগড়
A. উত্তরাখণ্ড
C. তেলেঙ্গানা
53. এক ব্যক্তি একটি দ্রব্য 1,200 টাকায় ক্রয় করেন এবং 20 শতাংশ ক্ষতিতে বিক্রয় করেন । ওই দ্রব্যের বিক্রয়মূল্য কত ?
B. 660 টাকা
C. 760 টাকা
D. 860 টাকা
A. 960 টাকা
A. 960 টাকা
54. নীচের কোনটি প্রাথমিক জীবিকা ?
B. যোগাযোগ
C. হীরে কাটা
D. কাঠ কাটা
A. কোনোটিই নয়
D. কাঠ কাটা
55. অম্লরাজ হল—
B. মিনারাল ওয়াটার
C. জল ক্রীড়া
D. নাইট্রিক অ্যাসিড ও হাইড্রোক্লোরিক অ্যাসিড
A. ডিওডোর্যান্ট
D. নাইট্রিক অ্যাসিড ও হাইড্রোক্লোরিক অ্যাসিড
56. যদি 2 : 9 :: x : 18, তবে x- এর মান হবে—
B. 2
C. 3
D. 4
A. 6
D. 4
57. নীচের কোন্টি ভারতের ক্লাসিক্যাল নৃত্য নয় ?
B. ওডিসি
C. কুচিপুরি
D. মনিপুরী
A. রাসলীলা
A. রাসলীলা
58. 'Little Corporal‘ নামে কে খ্যাত ?
B. অ্যাডলফ হিটলার
C. নেপোলিয়ন বোনাপার্টে
D. ইউলিয়াম গ্ল্যাডস্টোন
A. কোনোটিই নয়
C. নেপোলিয়ন বোনাপার্টে
59. সাংবিধানিক সংশোধনের অধিকার আছে—
B. একমাত্র লোকসভার
C. একমাত্র রাজ্যসভার
D. একমাত্র বিধানসভার
A. একমাত্র পার্লামেন্টের
A. একমাত্র পার্লামেন্টের
60. ______ কমিশনকে পাঠানো হয়েছিল 1919 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন পর্যালোচনার করার জন্য ।
B. সাইমন
C. মনটেগ্
D. ডোমিনিয়ন
A. চেমসফোর্ড
B. সাইমন
61. 2014 –র FIFA বিশ্বকাপে জার্মানি ______কে সেমিফাইনালে পরাজিত করে ফাইনালে পৌঁছায় ।
B. আর্জেন্টিনা
C. নেদারল্যান্ডস্
D. ব্রাজিল
A. ইংল্যান্ড
D. ব্রাজিল
62. নীচের কোন্টি সর্বাপেক্ষা দ্রুতগতিশীল ?
B. বুলেট ট্রেন
C. শব্দ
D. সুপারসনিক জেট প্লেন
A. GSLV রকেট
D. সুপারসনিক জেট প্লেন
63. দুটি বৃত্তের ব্যাসার্ধ 19 সেমি ও 9 সেমি । এমন একটি বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো, যার পরিধি ওই দুই বৃত্তের পরিধির যোগফলের সমান হবে ।
B. 22 সেমি
C. 25 সেমি
D. 27 সেমি
A. 28 সেমি
A. 28 সেমি
64. কোন্ মোগল সম্রাট ‘জিজিয়া কর’ পুনঃপ্রচলন করেন ?
B. ঔরঙ্গজেব
C. আকবর
D. জাহাঙ্গির
A. হুমায়ুন
B. ঔরঙ্গজেব
65. মেরিনো মেষপালন একটি প্রধান গ্রাম্য কাজ—
B. অস্ট্রেলিয়ায়
C. তুর্কিতে
D. ডেনমার্কে
A. কোনোটিই নয়
B. অস্ট্রেলিয়ায়
66. যে–গ্রহে দিন সংক্ষিপ্ততম—
B. বৃহস্পতি
C. শনি
D. শুক্র
A. বুধ
B. বৃহস্পতি
67. NASA-র বিখ্যাত স্পেস টেলিস্কোপের নাম কী ?
B. BUBBLE
C. RUBBLE
D. HUBBLE
A. STUBBLE
D. HUBBLE
68. 100 জন ছাত্রছাত্রী পরীক্ষায় বসেন । ছাত্রের সংখ্যা থেকে ছাত্রীর সংখ্যা যদি 40 জন বেশি হয়, তবে কতজন ছাত্র পরীক্ষায় বসেছেন ?
B. 60
C. 30
D. 15
A. 10
C. 30
69. A ও B-এর বয়সের সমষ্টি 55 বছর । যদি তাদের বয়সের অনুপাত 6 : 5 হয়, তবে A-এর বয়স কত বছর ?
B. 25
C. 30
D. 35
A. 40
C. 30
70. ভারতের রাষ্ট্রপতিকে শপথগ্রহণ করান—
B. সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি
C. লোকসভার অধ্যক্ষ
D. প্রধানমন্ত্রী
A. উপ–রাষ্ট্রপতি
B. সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি
71. অ্যান্টিমনির সংকেত কী ?
B. Au
C. Al
D. Ag
A. Sb
A. Sb
72. কোন্টি একটি প্রাকৃতিক তন্তু নয় ?
B. কার্পাস
C. পশম
D. রেয়ন
A. পাট
D. রেয়ন
73. সুমন 120 টাকা দরে 60 টি মেষ ক্রয় করল এবং 150 টাকা দরে 40 টি মেষ বিক্রয় করল, 10 টি মেষ মারা গেল । বাকি মেষগুলি কত টাকা দরে বিক্রি করলে তার ৪০০ টাকা লাভ হবে ?
B. 150 টাকা
C. 200 টাকা
D. 150 টাকা
A. 180 টাকা
C. 200 টাকা
74. কোন দেশের সংবিধান থেকে ভারতে মৌলিক অধিকারগুলি সংগৃহীত হয়েছে ?
B. রাশিয়া
C. জার্মানি
D. ইউএসএ
A. কানাডা
B. রাশিয়া
75. বার্ষিক 5% সরল সুদের হারে রাহুল 500 টাকা ধার করে । 4 বছর পরে ধার শোধ করার জন্য তাকে কত টাকা দিতে হবে ?
B. 750 টাকা
C. 700 টাকা
D. 650 টাকা
A. 600 টাকা
A. 600 টাকা
76. বায়ু দ্বারা ছড়ানো বীজের আছে—
B. ডানা ও লোম
C. আঁকুশি
D. কণ্টক
A. তন্তুময় বহিরাবরণ
B. ডানা ও লোম
77. 552 কিমির একটি যাত্রা 6 দিনে শেষ হয় । তবে 1012 কিমির একটি যাত্রা শেষ করতে কত দিন লাগবে ?
B. 9 দিন
C. 11 দিন
D. 13 দিন
A. 15 দিন
B. 9 দিন
78. ভারতছাড়ো আন্দোলন শুরু হয়—
B. 1942 খ্রিস্টাব্দে
C. 1945 খ্রিস্টাব্দে
D. 1947 খ্রিস্টাব্দে
A. 1919 খ্রিস্টাব্দে
B. 1942 খ্রিস্টাব্দে
79. একটি টাওয়ার 432 মিটার দৈর্ঘ্যের একটি ছায়া ফেলে । একই সময়ে 2 মিটার লম্বা একটি ব্যক্তি 6 মিটার দৈর্ঘ্যের একটি ছায়া ফেলে । টাওয়ারের উচ্চতা কত ?
B. 216 মিটার
C. 144 মিটার
D. 108 মিটার
A. 72 মিটার
D. 108 মিটার
80. নিম্নের যে–শহরটির বন্দর নেই—
B. চেন্নাই
C. কোচি
D. ভাইজ্যাগ
A. ব্যাঙ্গালোর
A. ব্যাঙ্গালোর
81. অ্যাকুস্টিক্স যে–বিদ্যা সম্পর্কিত—
B. আলো
C. চৌম্বকীয়তা
D. তাপ
A. শব্দ
A. শব্দ
82. ভারতে যে–রাজ্যটি চা উৎপাদনে প্রথম স্থান দখল করেছে—
B. অসম
C. তামিলনাড়ু
D. কর্ণাটক
A. অন্ধ্ৰপ্ৰদেশ
B. অসম
83. 43,596 –এ অযুত স্থানে কোন অঙ্ক আছে ?
B. 4
C. 5
D. 9
A. 6
B. 4
84. চাল ও গম হল—
B. মিলেট
C. ডালশস্য
D. দানাশস্য
A. তৈলবীজ
D. দানাশস্য
85. শিখধর্ম প্রতিষ্ঠিত হয়—
B. 1500 খ্রিস্টাব্দে
C. 1000 খ্রিস্ট পূর্বাব্দে
D. 300 খ্রিস্ট পূর্বাব্দে
A. 700 খ্রিস্টাব্দে
B. 1500 খ্রিস্টাব্দে
86. বছরে কতবার বিষুব অর্থাৎ সূর্য নিরক্ষরেখার ওপর লম্বভাবে কিরণ দেওয়ার ফলে দিন ও রাত সমান হয় ?
B. দুই
C. তিন
D. অনির্দিষ্ট
A. চার
B. দুই
87. বিখ্যাত সমাজসেবক বাবা আমতে যিনি প্রাথমিকভাবে জনকল্যাণের সঙ্গে যুক্ত তিনি কোন্ রোগে আক্রান্ত হয়েছিলেন ?
B. যক্ষ্মা
C. কুষ্ঠ
D. বধিরতা
A. কৰ্কট
C. কুষ্ঠ
88. নিম্নের কোন্টি ঠান্ডা জলবায়ুর অভিযোজন—
B. পুরু লোম
C. লম্বা কান
D. ঘর্মগ্রন্থি
A. হাল্কা অস্থি
B. পুরু লোম
89. ফুসফুস যে-প্রাণীর শ্বসন অঙ্গ—
B. মাছ
C. কেঁচো
D. আরশোলা
A. কাক
A. কাক
90. পৃথিবীর সর্ববৃহৎ মহাদেশ কোনটি ?
B. আন্টার্কটিকা
C. এশিয়া
D. আফ্রিকা
A. অস্ট্রেলিয়া
C. এশিয়া
91. যেটি রাসায়নিক আবহবিকারের জন্য সবচেয়ে আদর্শ শর্ত—
B. উষ্ন ও আর্দ্র
C. উষ্ন ও শুষ্ক
D. শীতল ও শুষ্ক
A. শীতল ও আর্দ্র
C. উষ্ন ও শুষ্ক
92. নীচের কোন সংখ্যাটি 223*431 –এর মধ্যে *-এর জায়গায় বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে ?
B. 3
C. 4
D. 6
A. 5
B. 3
93. 22 ডিসেম্বরে নীচের কোন্ জায়গাটিতে দীর্ঘতম দিন ও সংক্ষিপ্ততম রাত্রি হয় ?
B. মেলবোর্ন
C. মস্কো
D. মাদ্রিদ
A. মাদ্রাজ
B. মেলবোর্ন
94. উন্নতম নক্ষত্রের রং কী ?
B. লাল
C. সাদা
D. বেগুনি
A. নীল
D. বেগুনি
95. পৃথিবীর বায়ুমণ্ডলে মূলত কোন্ গ্যাস পাওয়া যায় ?
B. অক্সিজেন
C. কার্বন ডাইঅক্সাইড
D. নাইট্রোজেন
A. আর্গন
D. নাইট্রোজেন
96. একটি মানচিত্রে 1000 কিমিকে দেখানো হয় । সেমি দ্বারা । তবে 3 সেমি রেখা দ্বারা দেখানো দূরত্ব হবে—
B. 3000 কিমি
C. 300 কিমি
D. 30 কিমি
A. 3 কিমি
B. 3000 কিমি
97. নীচের তথ্যগুলির প্রসার কত হবে ? 32, 41, 28, 54, 35, 26, 33, 23, 38, 40
B. 25
C. 23
D. 31
A. 53
D. 31
98. যদি দুটি সরলরেখা একটি বিন্দুতে ছেদ হয়, তবে বিপ্রতীপ কোণগুলি সর্বদা হবে—
B. সমান
C. অসমান
D. সম্পূরক
A. পূরক
B. সমান
99. যখন 89 টি মারবেল প্রতি প্যাকেটে 3 টি করে রাখা হয়, তখন মারবেল বাকি থাকে—
B. 1 টি
C. 2 টি
D. 3 টি
A. 4 টি
C. 2 টি
100. নীচের কোন্টি ঋণাত্মক চিহ্নযুক্ত উত্তর হবে ?
B. – 48 + 79
C. – 48 + 30
D. – 40 + 40
A. 48+ ( –39 )
C. – 48 + 30