Previous Year (2018) Railway Group D Question Paper In Gk Online Mock Test in Bengali Study 2
Previous Year (2018) Railway Group D Question Paper In Gk Online Mock Test in Bengali Study 2 for railway all exam, Alp, Group d, ntpc, rpf, or bank, psc, ssc, wbp quiz Update
1. প্রথম মহিলা হিসেবে 2019 খ্রিস্টাব্দে অ্যাবেল পুরস্কার-এ ভূষিত হয়েছেন—
A. ইয়েন সুমিয়াস্কে
B. ক্যারেন কাসকালা উলেনবেক
C. ডোনা স্ট্রিকল্যান্ড
D. কেউই নন
B. ক্যারেন কাসকালা উলেনবেক
2. ভারতের বিমান বাহিনীর প্রথম মহিলা ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে সম্প্রতি (2019) যিনি নিযুক্ত হয়েছেন—
A. হিনা জয়সওয়াল
B. হিনা অধিকারী
C. হিনা লাম্বা
D. কেউই নয়
C. হিনা লাম্বা
3. ইলেকট্রনের তরঙ্গ ধর্মের আবিষ্কর্তা—
A. ডপলার
B. ডি ব্রগলি
C. আইনস্টাইন
D. রাদারফোর্ড
B. ডি ব্রগলি
4. ভিনিগার হল—
A. একপ্রকারের অ্যালকোহল
B. একপ্রকারের অজৈব যৌগ
C. অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ
D. মিথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণ
C. অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ
5. বংশগতির জনক হলেন—
A. মেন্ডেল
B. ডারউইন
C. ল্যামার্ক
D. ওপারিন
A. মেন্ডেল
6. সম্পদ সৃষ্টিতে মানুষের ভূমিকা হল—
A. একক
B. দ্বৈত
C. সর্বজাতিক
D. কোনোটিই নয়
B. দ্বৈত
7. মিউটেশান তত্ত্বের প্রবক্তা—
A. দি ভিস
B. হেকেল
C. ডারউইন
D. ল্যামার্ক
A. দি ভিস
8. মহাকাশ গবেষণায় ভারতের স্থান—
A. দ্বিতীয়
B. তৃতীয়
C. চতুর্থ
D. পঞ্চম
B. তৃতীয়
9. তিনটি সিকি, দুটি আধুলি ও তিনটি টাকার মূল্যের অনুপাত হল—
A. 3 : 4 : 6
B. 3 : 4 : 12
C. 2 : 3 : 4
D. 3 : 2 : 3
B. 3 : 4 : 12
10. 40 টি গোরু বা 25 টি ঘোড়ার মূল্য 50,000 টাকা হলে, ৪ টি গোরু এবং 3 টি ঘোড়ার মূল্য কত ?
A. 12,000 টাকা
B. 16,000 টাকা
C. 18,000 টাকা
D. 20,000 টাকা
B. 16,000 টাকা
11. বায়ুর চাপ মাপা হয় কার সাহায্যে ?
A. ব্যারোমিটার
B. ওডোমিটার
C. ম্যানোমিটার
D. থার্মোমিটার
A. ব্যারোমিটার
12. সমবেগে চলমান কণার—
A. বেগ শূন্য
B. ভরবেগ শূন্য
C. ত্বরণ শূন্য
D. কোনোটিই নয়
C. ত্বরণ শূন্য
13. আমেরিকার মরু অঞ্চলে রেড ইন্ডিয়ানরা পাথরের তৈরি যে–বাড়িতে থাকে, তার নাম—
A. পুয়েবলা
B. ঝুপড়ি
C. ইগলু
D. তাঁবু
A. পুয়েবলা
14. সারা বছর পরিচলন বৃষ্টি হয়—
A. ভারতে
B. ইন্দোনেশিয়াতে
C. বাংলাদেশে
D. স্পেনে
B. ইন্দোনেশিয়াতে
15. 160 টাকার 56% হল—
A. 86.60 টাকা
B. 88.50 টাকা
C. 89.50 টাকা
D. 89.60 টাকা
D. 89.60 টাকা
16. 8 এবং 18 –এর মধ্যসমানানুপাতী নির্ণয় করো ।
A. 12
B. 13
C. 14
D. 15
A. 12
17. রাম ও শ্যামের কাছে মোট 19 টি মারবেল আছে । আর ক–টি মারবেল হলে, তাদের কাছে গড়ে 15 টি মারবেল হবে ?
A. 4 টি
B. 11 টি
C. 6 টি
D. 15 টি
B. 11 টি
18. মানব দেহের সবচেয়ে বড়ো অঙ্গ কোনটি ?
A. চামড়া
B. লাংস
C. মস্তিষ্ক (ব্রেন)
D. লিভার
A. চামড়া
19. কোন্ দেশে সবচেয়ে বেশি ডাকঘর আছে ?
A. মার্কিন যুক্তরাষ্ট্র
B. চিন
C. ভারত
D. রাশিয়া
A. মার্কিন যুক্তরাষ্ট্র
20. কোন্ গ্রহ সবচেয়ে কম সময়ে সূর্যকে প্রদক্ষিণ করে ?
A. বুধ
B. প্লুটো
C. পৃথিবী
D. শনি
A. বুধ
21. 2/6 -এর সমতুল্য শতকরা হার কত ?
A. 32+1/3%
B. 33+1/3%
C. 37+1/3%
D. 41+1/3%
B. 33+1/3%
22. বার্ষিক সুদের হার 6%, সময়কাল 4 বছর, মোট সুদ 240 টাকা হলে আসল কত ?
A. 700 টাকা
B. 800 টাকা
C. 1000 টাকা
D. 1200 টাকা
C. 1000 টাকা
23. 9 টি পেনের ক্রয়মূল্য 11 টি পেনের বিক্রয়মূল্যের সমান হলে, শতকরা কত লাভ/ক্ষতি হয় ?
A. 10+2/3%
B. 12+2/5%
C. 18+2/11%
D. 20+5/7%
C. 18+2/11%
24. স্রোতের গতিবেগ 2 কিমি/ঘণ্টা এবং স্রোতের প্রতিকৃ নৌকোর গতিবেগ ৪ কিমি/ঘণ্টা হলে, স্রোতের অনুকূলে নৌকোর গতিবেগ কত হবে ?
A. 12 কিমি/ঘণ্টা
B. 10 কিমি/ঘণ্টা
C. 8 কিমি/ঘণ্টা
D. 6 কিমি/ঘণ্টা
A. 12 কিমি/ঘণ্টা
25. ‘শিক্ষার জন্য কাজ‘ এটি কোন্ কমিশনের নির্দেশ ?
A. মুদালিয়া কমিশন
B. কোঠারি কমিশন
C. রাধাকৃষ্ণন কমিশন
D. হান্টার কমিশন
B. কোঠারি কমিশন
26. মহাবিশ্বে অপর্যাপ্ত পরিমাণে যে–মৌলটি পাওয়া যায়, সেটি হল—
A. অক্সিজেন
B. কার্বন
C. হাইড্রোজেন
D. সিলিকন
C. হাইড্রোজেন
27. কোন্ গ্রন্থি থেকে পিত্ত নিঃসৃত হয় ?
A. যকৃত
B. অগ্ন্যাশয়
C. প্যারোটিড গ্রন্থি
D. আন্ত্রিক গ্রন্থি
A. যকৃত
28. কোন্টির উপস্থিতির জন্য গোলাপফুলের পাপড়ির রং লাল হয় ?
A. ক্লোরোফিল
B. ক্যারোটিন
C. জ্যান্থ্রোফিল
D. অ্যান্থোসায়ানিন
D. অ্যান্থোসায়ানিন
29. ব্যাকটেরিওফাজ হল একপ্রকার—
A. ব্যাকটেরিয়া ভক্ষক
B. ব্যাকটেরিয়া রক্ষক
C. ব্যাকটেরিয়া প্রতিরোধক
D. কোনোটিই নয়
A. ব্যাকটেরিয়া ভক্ষক
30. একটি চৌবাচ্চা 10 ঘণ্টায় জলপূর্ণ হয় , কিন্তু তলদেশে ছিদ্র হওয়ায় ওটি পূর্ণ হতে 2 ঘণ্টা অধিক সময় লাগল । ওই ছিদ্র দিয়ে কতক্ষণে জলপূর্ণ চৌবাচ্চাটি জলশূন্য হবে ?
A. 50 ঘণ্টায়
B. 66 ঘণ্টায়
C. 60 ঘণ্টায়
D. 70 ঘণ্টায়
C. 60 ঘণ্টায়
31. ‘গান্ধিসাগর’ অভয়ারণ্য কোন্ রাজ্যে অবস্থিত ?
A. সিকিম
B. গুজরাট
C. ওড়িশা
D. মধ্যপ্রদেশ
D. মধ্যপ্রদেশ
32. ট্রাইটন কোন্ গ্রহের উপগ্রহ ?
A. নেপচুন
B. বুধ
C. শনি
D. শুক্র
A. নেপচুন
33. ভারতের সর্ববৃহৎ তৈল শোধনাগার কোনটি ?
A. হলদিয়া
B. ডিগবয়
C. কয়ালি
D. ট্রম্বে
C. কয়ালি
34. তাল্লিন কোন দেশের রাজধানী ?
A. এস্তোনিয়া
B. লিম্বোনিয়া
C. অ্যাঙ্গেলা
D. জর্জিয়া
A. এস্তোনিয়া
35. তোমার বয়স 10 বছর এবং তোমার–ভাইয়ের বয়স 4 বছর । ৪ বছর পরে তোমাদের বয়সের সমষ্টি কত হবে ?
A. 30 বছর
B. 28 বছর
C. 32 বছর
D. 34 বছর
A. 30 বছর
36. পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?
A. আকবর ও বহলোল লোদির মধ্যে
B. বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে
C. বৈরাম খান ও সিকান্দার লোদির মধ্যে
D. শাহজাহান ও দৌলত খান লোদির মধ্যে
B. বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে
37. যে–প্রাণীটি কার্যত অন্ধ—
A. মেছো বেড়াল
B. শকুন
C. শুশুক
D. গন্ডার
C. শুশুক
38. নব্যবঙ্গ গোষ্ঠীর প্রধান ছিলেন—
A. বিদ্যাসাগর
B. নবগোপাল মিত্র
C. রাজা রামমোহন রায়
D. ডিরোজিয়ো
D. ডিরোজিয়ো
39. কোনো শিবিরের সঞ্চিত খাদ্যে 40 জন লোকের 48 দিন চলে । ওই খাদ্যে 120 জন লোকের কতদিন চলবে ?
A. 16 দিন
B. 32 দিন
C. 24 দিন
D. 20 দিন
A. 16 দিন
40. ভৌমজল পাওয়া যায় কোথা থেকে ?
A. জলপ্রপাত
B. নদী
C. হ্রদ
D. ভূগর্ভ
D. ভূগর্ভ
41. চেরাপুঞ্জিতে হয়—
A. শিলাবৃষ্টি
B. পরিচলন বৃষ্টি
C. ঘূর্ণিবৃষ্টি
D. শৈলোৎক্ষেপ বৃষ্টি
D. শৈলোৎক্ষেপ বৃষ্টি
42. 5 জন লোক 5 ঘণ্টায় 25 টি পুতুল তৈরি করতে পারে । 10 জন লোক 10 ঘণ্টায় মোট ক–টি পুতুল তৈরি করতে পারবে ?
A. 100 টি
B. 75 টি
C. 50 টি
D. 25 টি
A. 100 টি
43. লোহায় মরচে পড়া হল একপ্রকার—
A. প্রতিস্থাপন
B. অবস্থান্তর
C. মৃদু দহন
D. অনুর্ঘটন
C. মৃদু দহন
44. কোন সংখ্যার 9 গুণের সঙ্গে 9 যোগ করলে যোগফল সংখ্যাটির 10 গুণ হবে ?
A. 6
B. 7
C. 8
D. 9
D. 9
45. 243 –কে ক্ষুদ্রতম কোন্ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণঘন সংখ্যা হবে ?
A. 1 দ্বারা
B. 2 দ্বারা
C. 3 দ্বারা
D. 4 দ্বারা
C. 3 দ্বারা
46. কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়—
A. 1800 খ্রিস্টাব্দে
B. 1781 খ্রিস্টাব্দে
C. 1817 খ্রিস্টাব্দে
D. 1830 খ্রিস্টাব্দে
A. 1800 খ্রিস্টাব্দে
47. চিনির মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবার চিনির ব্যবহার 20% কমিয়ে দিল । চিনির জন্য খরচ শতকরা কত বেশি বা কম হল ?
A. 4% কম
B. 4% বেশি
C. 2% কম
D. 2% বেশি
A. 4% কম
48. একটি খুঁটির 5+1/4 % জলে, 6+3/4 % কাদায় এবং 44 মিটার জলের ওপরে আছে । খুঁটিটির দৈর্ঘ্য কত ?
A. 45 মিটার
B. 55 মিটার
C. 50 মিটার
D. 60 মিটার
C. 50 মিটার
49. যদুবাবু প্রত্যেক 5 দিনের মধ্যে 1 দিন থিয়েটার দেখেন । দু–বছরে তিনি মোট কতবার থিয়েটার দেখেছেন ?
A. 146 দিন
B. 150 দিন
C. 148 দিন
D. 152 দিন
A. 146 দিন
50. ভারতের দক্ষিণের প্রতিবেশী দেশ হল—
A. মায়ানমার
B. নেপাল
C. ভুটান
D. শ্রীলঙ্কা
D. শ্রীলঙ্কা
51. ‘ত্যাগরাজ‘ উৎসব কোন্ রাজ্যে পালিত হয় ?
A. রাজস্থান
B. তামিলনাড়ু
C. পাঞ্জাব
D. পশ্চিমবঙ্গ
B. তামিলনাড়ু
52. কত খ্রিস্টাব্দে পিকিনোত্তি ডায়নামো আবিষ্কার করেন ?
A. 1860 খ্রি.
B. 1861 খ্রি.
C. 1862 খ্রি.
D. 1863 খ্রি.
A. 1860 খ্রি.
53. দুটি সংখ্যার লসাগু ও গসাগু–এর গুণফল 150 এবং একটি সংখ্যা 30 হলে, অপর সংখ্যাটি কত ?
A. 5
B. 10
C. 15
D. 20
A. 5
54. অবিশ্রান্ত ও বিশৃঙ্খল গতির ফলে দ্রাব ও দ্রাবকের পরস্পর মিশে যাওয়াকে বলে—
A. ছিদ্র ব্যাপন
B. পাতন
C. ব্যাপন
D. অভিস্রবণ
C. ব্যাপন
55. ইলেকট্রিক মোটর কে আবিষ্কার করেন ?
A. আলফ্রেড নোবেল
B. নিকোলো টেসলা
C. কার্ক ম্যাকমিলান
D. পোপোজো
B. নিকোলো টেসলা
56. অর্থশাস্ত্র কার লেখা ?
A. বাণভট্ট
B. কলহন
C. কৌটিল্য
D. মেগাস্থিনিস
C. কৌটিল্য
57. 2700 –কে কোন্ ক্ষুদ্রতম পূর্ণসংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে ?
A. 2
B. 3
C. 4
D. 5
B. 3
58. HDD-এর সম্পূর্ণ রূপ—
A. Hard Desk Drive
B. Hard Disk Drive
C. Hard Division Drive
D. Hard Digital Drive
B. Hard Disk Drive
59. STD-এর সম্পূর্ণ রূপ—
A. State Trunk Dialling
B. Schedule Trunk Dialling
C. Subscribers Trunk Dialling
D. Secondary Trunk Dialling
C. Subscribers Trunk Dialling
60. পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি ?
A. অ্যাঞ্জেল
B. টুগেলা
C. ভিক্টোরিয়া
D. নায়াগ্রা
A. অ্যাঞ্জেল
61. পোস্ট–অফিস সেভিংস ব্যাংক বার্ষিক ৪% হারে সুদ দেয় । একজন ছাত্র 9 মাসের জন্য 175 টাকা জমা রেখে কত সুদ পাবে ?
B. 12.60 টাকা
C. 10.50 টাকা
D. 11.5 টাকা
A. 337 টাকা
C. 10.50 টাকা
62. বার্ষিক 212% হারে 146 টাকার 1 দিনের সুদ হবে—
B. 1 টাকা
C. 11 টাকা
D. .01 টাকা
A. 1.1 টাকা
D. .01 টাকা
63. ঘণ্টায় 30 কিমি বেগে 50 মিটার লম্বা একটি ট্রেন রাস্তার পাশে একটি বড়ো গাছকে কত সময়ে অতিক্রম করবে ?
B. 212 সেকেন্ডে
C. 6 সেকেন্ডে
D. 8 সেকেন্ডে
A. 8.5 সেকেন্ডে
C. 6 সেকেন্ডে
64. ‘India Wins Freedom‘ বইটির লেখক কে ?
B. সরোজিনী নাইডু
C. জওহরলাল নেহেরু
D. অমৃতা প্রীতম
A. আবুল কালাম আজাদ
A. আবুল কালাম আজাদ
65. কোন্ দিনটিতে বিশ্ব বই দিবস পালিত হয় ?
B. 21 এপ্রিল
C. 23 এপ্রিল
D. 25 এপ্রিল
A. 27 এপ্রিল
C. 23 এপ্রিল
66. ভারতের সর্বপ্রথম ই–পঞ্চায়েত কোন্ রাজ্যে শুরু হয় ?
B. হরিয়ানা
C. অন্ধ্ৰপ্ৰদেশ
D. মধ্যপ্রদেশ
A. বিহার
C. অন্ধ্ৰপ্ৰদেশ
67. একজন লোক স্রোতের অনুকূলে 5 ঘণ্টায় 150 কিমি গেলেন এবং 712 ঘণ্টায় ফিরে এলেন, 1 স্রোতের বেগ কত ?
B. 10 কিমি
C. 5 কিমি
D. 712 কিমি
A. ৪ কিমি
C. 5 কিমি
68. তিন অঙ্কের কোন্ বৃহত্তম সংখ্যা 19 দ্বারা বিভাজ্য ?
B. 999
C. 899
D. 988
A. 889
D. 988
69. 69. ‘মিকি মাউস’ –এর স্রস্টা কে ?
B. হার্জ
C. বব কেন
D. আয়ান ফ্লেমিং
A. ওয়াল্ট ডিজনি
C. বব কেন
70. (50 + 50%-এর 50) = ?
B. 150
C. 50
D. 100
A. 75
A. 75
71. যদি THORN শব্দটিকে নতুনভাবে সাজিয়ে লেখা হয় তাহলে নতুন শব্দটির ডানদিক থেকে দ্বিতীয় অক্ষর কোনটি হবে, যা একটি দিক নির্দেশ করবে ?
B. N
C. H
D. O
A. T
B. N
72. যদি REAP-এর সংকেত ZMOS হয়, তাহলে PEER-এর সংকেত কী ?
B. SMM
C. FKKQ
D. KPTC
A. MOSD
A. MOSD
73. যদি FHQK-এর অর্থ GIRL হয়, তাহলে WOMEN-এর অর্থ কী ?
B. AFHQKN
C. VNLDM
D. XPNFO
A. VINDM
D. XPNFO
74. যদি VCDNG-এর প্রতীক TABLE হয়, তাহলে MPKHG-এর প্রতীক—
B. SPORT
C. PLACE
D. KNIFE
A. CHAIR
C. PLACE
75. যদি POND লিখিত হয় RSTL-এর মতো, HEAR লিখিত হবে—
B. GHIZ
C. JIGZ
D. JKLZ
A. GHIJ
A. GHIJ
76. যদি HOME হয় 2541; SHOP হয় 8256; WORK হয় 9573, তাহলে SMOKE কত ?
B. 84531
C. 85431
D. 83451
A. 84351
D. 83451
77. যদি JOEJB এর অর্থ INDIA হয়, তাহলে BSHZ এর সংকেতের শেষ অক্ষরটি হবে—
B. W
C. X
D. Y
A. Z
A. Z
78. যদি কোনো মাসের তৃতীয় সোমবারের পরের দিন 16 তারিখ হয় তাহলে ওই মাসের পঞ্চম সোমবারের আগের দিন কত তারিখ ছিল ?
B. 22
C. 24
D. 26
A. 28
A. 28
79. যদি নভেম্বর মাসের 21 তারিখ শুক্রবার হয় তাহলে ডিসেম্বর মাসের 25 তারিখ কোন্ বার পড়বে ?
B. মঙ্গলবার
C. বুধবার
D. শুক্রবার
A. বৃহস্পতিবার
C. বুধবার
80. যদি 15 টি গোরু 15 বস্তা খাদ্য 15 দিনে খেতে পারে তাহলে একটি গোরু কত দিনে এক বস্তা খাদ্য খেতে পারবে ?
B. 15 দিনে
C. 30 দিনে
D. 45 দিনে
A. 60 দিনে
A. 60 দিনে
81. 12 ঘণ্টার মধ্যে ঘড়ির কাঁটা দুটি কতবার সমকোণ তৈরি করে ?
B. 12 বার
C. 16 বার
D. 20 বার
A. 24 বার
D. 20 বার
82. যখন ঘড়িতে 4 টা 40 মিনিট বাজে তখন ঘণ্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ তৈরি করবে ?
B. 100°
C. 110°
D. 120°
A. 130°
C. 110°
83. একজন মহিলাকে দেখিয়ে একটি বালিকা বলল, ‘তিনি আমার পিতার পুত্রের ঠাকুরমার একমাত্র পুত্রবধূ ।‘ মহিলাটি বালিকাটির কে হন ?
B. বৌদি
C. কাকিমা
D. মা
A. শ্বাশুড়ী
A. শ্বাশুড়ী
84. একজন ভদ্রমহিলা একটি মানুষের ছবি দেখিয়ে বললেন, ‘সে আমার বাবার একমাত্র সন্তান ।' মানুষটির সঙ্গে ভদ্রমহিলার কী সম্পর্ক ?
B. কন্যা
C. মা
D. বোন
A. ভাগ্নী
B. কন্যা
85. A, B-এর বাবা, C, A-এর ভাই, E, B-এর বোন । যদি M, A-এর বাবা হন, তাহলে F এবং C-এর সম্পর্ক নির্ণয় করো ।
B. কন্যা ও বাবা
C. ভাই ও বোন
D. স্বামী ও স্ত্রী
A. ভাইঝি ও কাকা
C. ভাই ও বোন
86. বেমানান শব্দ যুগল নির্ণয় করো ।
B. Gold : Ornaments
C. Wood : Furniture
D. Twigs : Nest
A. Iron : Black Smith
A. Iron : Black Smith
87. Water : Dam :: Trade : ?
B. Commerce
C. Economy
D. Goods
A. Trade policy
B. Commerce
88. শূন্যস্থানে কোন্ উত্তরটি বসবে ? 3, 7, 15, 31, 63 ...
B. 92
C. 115
D. 127
A. 131
C. 115
89. শূন্যস্থানে কোন্ উত্তরটি বসবে ? 19, 21, 26, 28, 33, 35 ..., 42
B. 40
C. 39
D. 38
A. 41
D. 38
90. যদি DEADLY-এর কোড হয় ‘GHDGOB‘ তাহলে MOTIVE-এর কোড কী হবে ?
B. OQVKXG
C. PRWLYH
D. NPUJWF
A. QSXMZI
C. PRWLYH
91.
B. A
C. B
D. C
A. D
C. B
92.
B. A
C. B
D. C
A. D
C. B
93.
B. W
C. D
D. E
A. V
C. D
94. একটি ব্যাংকে 6 টি টাকা তোলার জানালা আছে । প্রত্যেক জানালার ওপর টোকেন নং দেখানোর জন্য LED প্ৰদৰ্শক আছে । এই জানালাগুলি একই সময়ে বিভিন্ন টোকেন নং প্রদর্শন করে । তাদের মধ্যে 5 টি নীচে দেওয়া আছে । রীতিটি অনুধাবন করো এবং 6 নং জানালার ওপর LED প্রদর্শকের লুপ্ত সংখ্যা নির্ণয় করো ।
B. 34
C. 44
D. 41
A. 45
D. 41
95.
B. A
C. B
D. C
A. D
B. A
96.
B. A
C. B
D. C
A. D
C. B
97.
B. A
C. B
D. C
A. D
A. D
98.
B. 12
C. 23
D. 20
A. 28
C. 23
99.
B. A
C. B
D. C
A. D
A. D
100.
B. A
C. B
D. C
A. D
D. C