Reasoning Gk Online Mock Test in Bengali Study 6
Reasoning Gk Online Mock Test in Bengali Study 6 for railway all exam, Alp, Group d, ntpc, rpf, or bank, psc, ssc, wbp quiz Update
1. মোহন উত্তর দিকে মুখ করে আছে । সে বাঁদিকে বেঁকে 25 মিটার গেল । আবার বাঁদিকে বেঁকে 15 মিটার গেল । আবার ডানদিকে বেঁকে 15 মিটার গেল । বাঁদিকে বেঁকে 25 মিটার গেল । শেষে সে বাঁদিকে বেঁকে 65 মিটার গেলো । তাহলে সে সূচনাস্থল থেকে কোন্ দিকে থাকবে ?
A. উত্তর-পশ্চিম
B. পূর্ব-পশ্চিম
C. দক্ষিণ-পশ্চিম
D. দক্ষিণ-পূর্ব
D. দক্ষিণ-পূর্ব
2. কোনটি অন্যদের থেকে আলাদা তা বের করুন ?
A. গুপ্তবংশ
B. নন্দবংশ
C. মৌর্যবংশ
D. চোল বংশ
D. চোল বংশ
3. কোনটি অন্যদের থেকে আলাদা তা বের করুন ?
A. আন্দামান-নিকোবর
B. পন্ডিচেরী
C. দিল্লি
D. গোয়া
C. দিল্লি
4. কোনটি অন্যদের থেকে আলাদা তা বের করুন ?
A. বেগুনি
B. সবুজ
C. নীল
D. সাদা
D. সাদা
5. কোনটি অন্যদের থেকে আলাদা তা বের করুন ?
A. পটাশিয়াম
B. সিলিকান
C. গ্যালিয়াম
D. জার্মেনিয়াম
A. পটাশিয়াম
6. কোনো শ্রেণিতে 34 জন ছাত্রের মধ্যে সঞ্জয় 17 তম স্থান অধিকার করলে সঞ্জয় নীচ থেকে কততম স্থানে আছে ?
A. 11 তম
B. 15 তম
C. 22 তম
D. 25 তম
C. 22 তম
7. চিহ্নিত স্থানে সঠিক কোন সংখ্যা বসবে ? 2, 5, 9, ?, 20, 27
B. 14
C. 16
D. 18
A. 24
D. 18
8. (?) চিহ্নিত স্থানে কী বসবে ? 1, 2, 5, 12, 27, 58, 121, ?
B. 248
C. 150
D. 221
A. 37
B. 248
9. (?) চিহ্নিত স্থানে কী বসবে ? 11, 12, 17, 13, 23, 24, ?
B. 35
C. 29
D. 56
A. 49
C. 29
10. (?) চিহ্নিত স্থানে কী বসবে ? 1, 1, 3, 9, 6, 36, 10, 100, ?, 25
B. 10
C. 20
D. 15
A. 25
D. 15
11. (?) চিহ্নিত স্থানে কী বসবে ? 13, 32, 24, 43, 35, ?, 46, 65, 57, 76
B. 66
C. 56
D. 46
A. 76
A. 76
12. কোনটি অন্যদের থেকে আলাদা ?
A. Flower : Petal
B. Chair : Leg
C. Circle : Arc
D. Cover : Page
D. Cover : Page
13. কোনটি অন্যদের থেকে আলাদা ?
A. Car : Road
B. Ship : Sea
C. Aeroplane : Pilot
D. Rochet : Space
C. Aeroplane : Pilot
14. কোনটি অন্যদের থেকে আলাদা ?
A. Tree : Branch
B. Table : Chair
C. Hand : Finger
D. Room : Floor
B. Table : Chair
15. 'England'-কে '1234526' দিয়ে ও 'France'-কে '785291' দিয়ে নির্দেশ করা হলে 'GREECE'-কে কীভাবে নির্দেশ করা হবে ?
A. 39114
B. 381191
C. 83245
D. 341181
B. 381191
16. ‘BOMBAY’-কে ‘ANLAZX‘ হিসাবে লেখা হলে, ‘MADRAS’-কে কীভাবে লেখা হবে ?
A. MDAQLR
B. STUAZ
C. ZCZQRL
D. LZCQZR
D. LZCQZR
17. নীচের চারটির মধ্যে একটি ব্যতিক্রম আছে তা নির্ণয় করুন :
A. DHG
B. CGF
C. JNR
D. BFE
C. JNR
18. (?) চিহ্নিত স্থানে কী বসবে ?
B. 14
C. 13
D. 15
A. 20
D. 15
19. পাঁচজন ছাত্র একটি সারিতে বসে আছে । L-এর ডান দিকে আছে S, P-এর অবস্থান L-এর বাঁদিকে কিন্তু K-এর ডানদিকে । S-এর অবস্থান Q-এর বাঁদিকে । বাঁদিক থেকে প্রথম কে বসে আছে ?
A. P
B. Q
C. L
D. S
A. P
20. ‘GANESAN’-কে ‘NASENAG' হিসাবে লেখা হলে ‘RAJESH’-কে কীভাবে লেখা হবে ?
A. SENJAR
B. JARSEH
C. HSEJAR
D. EHJAR
C. HSEJAR
21. নিতাই প্রথমে 5 কিমি পূর্বে গেলে তারপর ডানদিকে ৪ কিমি গেল । এরপর বাঁদিকে ঘুরে 5 কিমি গেলো ও তারপর ৪ কিমি বাঁদিকে গেল । এখন গন্তব্যস্থল থেকে নিতাইয়ের দূরত্ব কত ?
A. 5 কিমি
B. 10 কিমি
C. 15 কিমি
D. 25 কিমি
B. 10 কিমি
22. INTRODUCE-কে বর্ণমালা অনুযায়ী সাজানো হলে কোন্ অক্ষরটি মাঝখানে
A. R
B. O
C. D
D. N
D. N
23. P=16 ও TAP=37 হলে CUP= কত ?
A. 30
B. 20
C. 40
D. 10
C. 40
24. আটজন ছাত্র একটি দিকে মুখ করে বসে আছে । মায়া, অজিতের বাঁদিকে ও কল্পনার ডানদিকে বসে আছে । সুজিত বসে আছে কল্পনার বাঁদিক দিয়ে তৃতীয় স্থানে । তাহলে সুজিত অজিতের ডানদিকে কততম স্থানে বসে আছে ?
A. তৃতীয়
B. দ্বিতীয়
C. পঞ্চম
D. চতুর্থ
A. তৃতীয়
25. 'SINGLE’-কে 66 দিয়ে নির্দেশ করা হলে ‘WINKLE’-কে কত দিয়ে নির্দেশ করা যাবে ?
A. 64
B. 54
C. 74
D. 84
C. 74
26. শূন্যস্থানে কী বসবে ?
B. E
C. F
D. G
A. H
C. F
27. 'PRESENTATION‘ এই শব্দটিতে কতগুলি অক্ষর বর্ণমালা অনুযায়ী আছে ?
A. এক জোড়া
B. তিন জোড়া
C. চার জোড়া
D. পাঁচ জোড়া
C. চার জোড়া
28. ‘+‘ মানে ‘÷‘, ‘-‘ মানে ‘+‘, ‘÷‘ মানে ‘x‘ ও ‘x‘ মানে ‘-‘ হলে 425 + 25 × 3 – 4 ÷ 2 –এর মান কত ?
A. 11
B. 22
C. 33
D. 44
B. 22
29. (?) চিহ্নিত স্থানে কী বসবে ? OUA, UAE, AEI, ?
B. ONE
C. EIO
D. OIE
A. ENO
C. EIO
30. (?) চিহ্নিত স্থানে কী বসবে ? ABE, BCF, CDG, ?, EFI
B. EFG
C. HCL
D. DEH
A. DDT
D. DEH