Reasoning Gk Online Mock Test in Bengali Study 8

Reasoning Gk Online Mock Test in Bengali Study 8 for railway all exam, Alp, Group d, ntpc, rpf, or bank, psc, ssc, wbp quiz Update

1. কিরণ বলল “এই নীল জামা পরা ছেলেটি হল আমার বাবার স্ত্রীর একমাত্র কন্যার দুই ভাইয়ের মধ্যে ছোটো ভাই।” কিরণের সাথে নীল জামা পরা ছেলেটির সম্পর্ক কী?

A. ভাই

B. বোন

C. পুত্র

D. ভাইপো

A. ভাই

2. A, B, C, D, E এবং F একটি গোল টেবিলে বসে আছে। A, E এবং F-এর মধ্যে বসে আছে। E, D-এর বিপরীতে এবং C, E-এর পাশে নেই। তাহলে B-এর বিপরীতে কে আছে?

A. C

B. D

C. F

D. এদের কেউই নয়

C. F

3. জিজ্ঞাসা স্থানে সঠিক শব্দটি বসাও- 5, 4, 8, 6, 11, 8, 14, 10, ?

A. 17

B. 8

C. 7

D. 9

A. 17

4. '+' মানে ‘multiplication', ‘<’ মানে ‘division’, ‘÷’ মানে ‘subtraction’, ‘-’ মানে ‘addition’, এবং 'x' মানে ‘greater than’, হলে, নীচের কোন্‌ ঘটনাটি সঠিক?

A. 20 - 4 ÷ 4 + 8 < 2 x 26

B. 20 x 8 + 15 < 5 ÷ 9 - 8

C. 20 < 2 + 10 ÷ 4 - 6 x 100

D. 20 < 5 + 25 ÷ 10 - 2 x 96

C. 20 < 2 + 10 ÷ 4 - 6 x 100

5. VENTURESOME -শব্দটির অক্ষরগুলি একবার মাত্র ব্যবহার করে নীচের কোন্‌ শব্দটি তৈরি করা যাবে?

A. SEVENTEEN

B. TARVERSER

C. SURMOUNT

D. ROSTUM

D. ROSTUM

6. নিচে দেওয়া বিবৃতি মনোযোগ সহকারে পড়ুন এবং কোন সিদ্ধান্ত বিবৃতির সঙ্গে প্রযোজ্য তা নির্ণয় করুন :
বিবৃতি : বর্ষা আসার আগে পর্যন্ত পৌরসভা শহরে জল সরবরাহ 50% হ্রাস করার কথা ঘোষণা করেছে।
সিদ্ধান্ত : I. জনগণ পৌরসভার একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে।
II. পর্যাপ্ত জল সরবরাহ করতে ব্যর্থ হওয়ার কারণে পৌরসভা অধিবাসীদের থেকে জল কর হ্রাস করতে পারে।

A. যদি শুধুমাত্র I সত্য

B. যদি শুধুমাত্র II সত্য

C. যদি উভয় সিদ্ধান্ত সত্য

D. যদি উভয় সিদ্ধাস্ত সত্য নয়

D. যদি উভয় সিদ্ধাস্ত সত্য নয়

7. সম্পর্কযুত্ত সঠিক শব্দ নির্ণয় করো : কবি : কবিতা :: ভাস্কর : ?

A. পেন-তুলি

B. রং

C. চিত্র

D. হাতুড়ি

C. চিত্র

8. সমীর P বিন্দু থেকে যাত্রা শুরু করে 10 মিটার দক্ষিণে গেলে। এরপর পশ্চিম দিকে ঘুরে 20 মিটার গেল। এরপর দক্ষিণ দিকে ঘুরে 10 মিটার গেল এরপর আবার পূর্বদিকে 20 মিটার গেল। সবশেষে উত্তর দিকে ঘুরে 5 মিটার গিয়ে Q স্থানে পৌছাল। P এবং Q স্থানের দুরত্ব কত?

A. 0 মিটার

B. 25 মিটার

C. 10 মিটার

D. 15 মিটার

D. 15 মিটার

9. নিচের বিবৃতি গুলি মনোযোগ সহকারে পড়ে কোন সিম্থান্ত যুত্তিপূর্ণভাবে বিবৃতিগুলির সঙ্গে প্রযোজ্য তা নির্ণয় করুন :
Statements :
কোনো নৌকাই হয় না দোকান। (No boat is shop.)
সমস্ত দোকান হয় বন্দুক। (41! shops are guns.)
Conclusion :
1. সমস্ত নৌকা হয় বন্দুক। (All boal are guns.)
II. কোনো নৌকাই বন্দুক নয়। (No boat is gun.)
III. কিছু বন্দুক হয় দোকান। (Some guns are shops.)
IV. সমস্ত বন্দুক হয় দোকান। (All guns are shops.)

A. I অথবা II সঠিক

B. শুধু III সঠিক

C. শুধু II সঠিক

D. শুধু I এবং IV সঠিক

B. শুধু III সঠিক

10. (?) চিহ্নিত স্থানে উপযুত্ত শব্দ বসাও : অস্ট্রেলিয়া : ক্রিকেট :: মিশর : ?

A. ক্রিকেট

B. ফুটবল

C. হকি

D. দাবা

B. ফুটবল

11. একটি ছক্কায় দুটি অবস্থান দেখানো হয়েছে। যদি নীচে 4 থাকে, তবে ওপরে কোন্‌ সংখ্যাটি হবে?

A. 1

B. 2

C. 5

D. 6

A. 1

12. কোন্টি আলাদা :

A. কলেরা

B. এইডস

C. ডেঙ্গু

D. পক্স

A. কলেরা

13. একটি টিকিট কাটার লাইনে জগৎ সামনের দিক থেকে 15 তম স্থানে এবং রমেশ পিছনের দিক থেকে 37 তম স্থানে আছে। যদি জগৎ পিছনের দিক থেকে 42 তম স্থানে থাকে তবে রমেশ সামনের দিক থেকে কততম স্থানে আছে?

A. 20 তম

B. 21 তম

C. 22 তম

D. 19 তম

A. 20 তম

14. নীচের শব্দগুলিকে ছবির সাহায্যে দেখান-_মহিলা, পুরুষ, শিক্ষক

A. A

B. B

C. C

D. D

B. B

15. নিমলিখিত তালিকাটি ষর্সহকারে পড়ুন এবং প্রদত্ত প্রশ্নের উত্তর দিন।

যদি D এবং E স্টোরে শনিবারে বিক্রি হওয়া কলমের সংখ্যা বৃহস্পতিবারে বিক্রির তুলনায় যথাক্রমে 20% কম এবং 10% বেশি হয়, তাহলে D এবং E স্টোরে শনিবারে মোট কতগুলি কলম বিক্রি হয়েছিল?

A. 310

B. 251

C. 242

D. 276

B. 251

16. নিমলিখিত তালিকাটি ষর্সহকারে পড়ুন এবং প্রদত্ত প্রশ্নের উত্তর দিন।

C স্টোরে সোমবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবারে বিক্রি হওয়া কলমের গড় সংখ্যা কত?

A. 120

B. 118

C. 117

D. 119

D. 119

17. নিমলিখিত তালিকাটি ষর্সহকারে পড়ুন এবং প্রদত্ত প্রশ্নের উত্তর দিন।

B এবং E স্টোরে মঙ্গলবারে বিক্রি হওয়া কলমের মোট সংখ্য এবং এই স্টোর দুটিতে শুক্রবারে বিক্রি হওয়া কলমের মোট সংখ্যার পার্থক্য কত?

A. 68

B. 64

C. 74

D. 78

B. 64

18. নিচে দেওয়া বিবৃতি মনোযোগ সহকারে পড়ুন এবং কোন সিদ্ধান্ত বিবৃতির সঙ্গে প্রযোজ্য তা নির্ণয় করুন :
বিবৃতি : I. সমস্ত টেবিল হল বই (All tables are books)
II. কিছু বই হল পেন (Some books are pens)
III. সমস্ত পেন হল পেনসিল (All pens are pencils)
সিদ্ধান্ত : 1. কিছু পেনসিল হল বই (Some pencils are books)
2. কিছু পেন হল টেবিল (Some pens are tables)
3. কিছু বই হল টেবিল (Some books are tables)

A. শুধুমাত্র 1 ও 2 সত্য

B. শুধুমাত্র 2 ও 3 সত্য

C. শুধুমাত্র 1 ও 3 সত্য

D. তিনটিই সত্য

C. শুধুমাত্র 1 ও 3 সত্য

19. বিহার : পাটনা :: ঝাড়খণ্ড : ?

A. বোকারো

B. গিরিডি

C. রূাঁচি

D. সাহিবগঞ্জ

C. রূাঁচি

20. 9 : 82 :: 25 : ? Iলুপ্ত সংখ্যাটি কতI

A. 621

B. 576

C. 626

D. 627

C. 626

21. NATION-এর সংকেত 467234 এবং EARN-এর সংকেত 1654 হলে, ATTENTION -এর সংকেত কী?

A. 432769561

B. 956143654

C. 766412743

D. 677147234

D. 677147234