Rrb Rpf & Rpsf Online Mcq Mock Test

Rrb Rpf & Rpsf Online Mcq Mock Test for railway all exam, Alp, Group d, ntpc, rpf, or bank, psc, ssc, wbp quiz Update

1. কাশাভু শাড়ি কোন রাজ্যের মহিলাদের জনপ্রিয় পোশাক

A. কেরালা

B. গোয়া

C. পশ্চিমবঙ্গ

D. হরিয়ানা

A. কেরালা

2. ডঃ বি আর আম্বেদকর এর সমাধি স্থল কি নামে পরিচিত

A. রাজঘাট

B. বিজয় ঘাট

C. চৈত্রভূমি

D. শক্তি স্থল

C. চৈত্রভূমি

3. দাক্ষিণাত্যের মালভূমির উচ্চতম স্থান হল

A. আনাইমুদি

B. মহাবালেশ্বর

C. কালসুবাই

D. নীলগিরি

A. আনাইমুদি

4. নিচে দেওয়া কোনটি বলের একক

A. জুল

B. ওয়াট

C. পাস্কাল

D. নিউটন

D. নিউটন

5. __________ইলেকট্রিক সার্কিটে যোগ করা হয় সমান্তরাল হবে

A. ভোল্টামিটার

B. গ্যালভানোমিটার

C. ফিউজ

D. অ্যামিটার

A. ভোল্টামিটার

6. কেন্দ্রীয় সরকার দ্বারা গঠিত ভার্চুয়াল কারেন্সি বর্তমান কাঠামো খতিয়ে দেখতে কোন কমিটির গঠন করা হয়

A. ধীরজ শর্মা কমিটি

B. ধর্মরাজ কমিটি

C. দীনেশ শর্মা কমিটি

D. গোবিন্দ রাজন কমিটি

C. দীনেশ শর্মা কমিটি

7. DRDO এর সদর দপ্তর কোথায় অবস্থিত

A. চেন্নাই

B. মুম্বাই

C. বেঙ্গালুরু

D. নিউ দিল্লি

D. নিউ দিল্লি

8. সম্প্রতি IMF এর অন্তর্ভুক্ত হওয়া ১৯০ তম সদস্য দেশটির নাম কি

A. লিবিয়া

B. সুদান

C. এন্দোরা

D. ঘানা

C. এন্দোরা

9. পদ্মফুলের পাতার কোথায় ট্রোমাটা দেখতে পাওয়া যায়

A. পাতার কেবলমাত্র উপরি অংশে

B. পাতার কেবলমাত্র নিন্ম অংশে

C. পাতার নিম্ন ও উপর উভয় অংশে।

D. উপরের কোনটি নয়

A. পাতার কেবলমাত্র উপরি অংশে

10. তিস্তা নদীর পশ্চিম ভাগ কি নামে পরিচিত

A. তরাই

B. ডুয়ার্স

C. তাল

D. দিয়ারা

A. তরাই

11. পৃথিবীর প্রথম 6G উপগ্রহ লঞ্চ করলো কোন দেশ

A. আমেরিকা

B. দক্ষিণ কোরিয়া

C. জাপান

D. চীন

D. চীন

12. ভারতের কোন স্বাধীনতা সংগ্রামী কুইক সিলভার নামে পরিচিত ছিলেন

A. বাসুদেব বলবন্ত ফাদকে

B. খান আব্দুল গফ্ফার খান

C. চন্দ্রশেখর আজাদ

D. রাসবিহারী বোস

C. চন্দ্রশেখর আজাদ

13. আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান কার্যালয় কোথায় অবস্থিত

A. সুইজারল্যান্ড

B. লন্ডন

C. মস্কো

D. নিউইয়র্ক

A. সুইজারল্যান্ড

14. সংবিধানের কোন সংশোধনে নবম তাপশীল সন্নিবেশ হয়

A. প্রথম সংশোধন

B. তৃতীয় সংশোধন

C. দশম সংশোধন

D. চতুর্দশ সংশোধন

A. প্রথম সংশোধন

15. মানবদেহে করোটির স্নায়ুর সংখ্যা কত

A. ১২ টি

B. ১২ জোড়া

C. ৩১ টি

D. ৩১ জোড়া

B. ১২ জোড়া

16. কে প্রথম বাংলায় স্বাধীন সুলতানি বংশ স্থাপন করেছিলেন

A. শামসুদ্দিন ইলিয়াস শাহ

B. মুর্শিদকুলি খাঁ

C. হুসেন শাহ

D. আলীবর্দী খাঁ

A. শামসুদ্দিন ইলিয়াস শাহ

17. লোকসভার অধ্যক্ষ

A. জনগণের দ্বারা নির্বাচিত

B. রাষ্ট্রপতি দ্বারা মনোনীত

C. প্রধানমন্ত্রী দ্বারা মনোনীত

D. লোকসভার সদস্য দ্বারা নির্বাচিত

D. লোকসভার সদস্য দ্বারা নির্বাচিত

18. তত্ত্বাবধানে সভা প্রতিষ্ঠা করেছিলেন

A. এইচ ভি ডিরোজিও

B. রাজা রামমোহন রায়

C. দেবেন্দ্রনাথ ঠাকুর

D. স্বামী বিবেকানন্দ

C. দেবেন্দ্রনাথ ঠাকুর

19. এক গ্রাম জল থেকে ০⁰ এর ৮০ ক্যালরি তাপ বের করে নিলে চূড়ান্ত তাপমাত্রা হবে

A. -১⁰C

B. -৮০⁰C

C. ১⁰C

D. ০⁰C

D. ০⁰C

20. অ্যাক্সন ও ডেনড্রনের সংযোগ স্থলে কি গঠিত হয়

A. নোড অফ রেনভাইয়ার

B. নিউরন

C. সাইন্যাপস

D. ডেনড্রাইট

C. সাইন্যাপস

21. নিচে দেওয়া কোন ভৌত রাশির কোন একক নেই

A. ঘনত্ব

B. আপেক্ষিক ঘনত্ব

C. প্রেসার

D. ভরবেগ

B. আপেক্ষিক ঘনত্ব

22. ভারতের একমাত্র কাদার আগ্নেয়গিরি জালকি আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের কোন দ্বীপে অবস্থিত

A. হ্যাভলক

B. কার নিকোবর দ্বীপ

C. বারেন দ্বীপ

D. বারাতং দ্বীপ

D. বারাতং দ্বীপ

23. আম্বেদকর -- অ্যা লাইফ বইটির লেখক কে

A. সত্য শরণ

B. শশী থারুর

C. সালমান রুশদি

D. কুমারী মায়াবতী

B. শশী থারুর

24. অর্থবিল পাওয়ার পর কত দিনের মধ্যে রাজ্যসভাকে লোকসভার নিকট তার সুপারিশ পেশ করতে হয়

A. ১৪ দিন

B. ২১ দিন

C. ৩০ দিন

D. ৭ দিন

A. ১৪ দিন

25. নিচের কোনটি গ্রীষ্মমন্ডলীয় তৃণভূমি

A. তাইগা

B. সাভানা

C. পাম্পাস

D. সরলবর্গীয়

B. সাভানা

26. নিচের কোনটি তেলেঙ্গানা মালভূমির অংশ নয়

A. আরাবল্লী

B. পশ্চিমঘাট

C. পূর্বঘাট

D. সাতপুরা

A. আরাবল্লী

27. সংবিধানে মোট তালিকা অনুসারে তপশিলির সংখ্যা হল

A. ১২ টি

B. ৬ টি

C. ১০ টি

D. ৮ টি

A. ১২ টি

28. ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে গঠিত করেন

A. মানবেন্দ্রনাথ রায়

B. রাসবিহারী বসু

C. সুভাষচন্দ্র বসু

D. সূর্যসেন

B. রাসবিহারী বসু

29. খাজুরাহো মন্দির নির্মাণ করে কারা

A. চালুক্য

B. রাষ্ট্রকূট

C. পল্লব

D. চান্দেন

D. চান্দেন

30. মিতাক্ষরা গ্রন্থটি কে লেখে

A. অশ্ব ঘোষ

B. আর্যভট্ট

C. বিজ্ঞানেশ্বর

D. কালিদাস

C. বিজ্ঞানেশ্বর

31. ক্যামেরার ফিল্মে কোন ধরনের রাসায়নিক থাকে

A. সিলভার ক্লোরাইড

B. সিলভার নাইট্রেট

C. সিলভার আয়োডাই

D. সিলভার ব্রোমাইড

D. সিলভার ব্রোমাইড

32. একটি অর্ধভেদ্য পর্দা হল

A. ফিল্টার কাগজ

B. কোষ প্রাচীর

C. রাবারের পর্দা

D. কোষ পর্দা

D. কোষ পর্দা

33. যোগ্যতম উদ্বর্তন তত্ত্বটি কার মতবাদ

A. ল্যামার্ক

B. হুগো দ্যা ভ্রিস

C. ডারউইন

D. ওয়ালেস

C. ডারউইন

34. BCG ভ্যাকসিন কোন রোগের ক্ষেত্রে দেওয়া হয়

A. যক্ষ্মা

B. কলেরা

C. এইডস

D. ব্লুবেরি

A. যক্ষ্মা

35. সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় সংস্কারের ক্ষমতা বলতে বোঝায়

A. নিজের রায় পুনবিবেচনা করা

B. সমগ্র দেশে বিচার বিভাগীয় কাজের পর্যালোচনা করা

C. আইনের সংবিধানিক বৈধতা বিচার করা

D. সংবিধানের পর্যায়ক্রমিক সংস্কার করা

C. আইনের সংবিধানিক বৈধতা বিচার করা

36. হরিয়ানার রাজ্য পশু হল

A. জলহস্তী

B. কৃষ্ণসার হরিণ

C. গন্ডার

D. কুমির

B. কৃষ্ণসার হরিণ

37. পৃথিবীতে _______বায়ো জিওগ্রাফি অঞ্চল রয়েছে

A. ৮

B. ৪

C. ৬

D. ৩

C. ৬

38. নিচের কোনটি মনিপুরের মার্শাল ডান্স

A. Bihu

B. Kummi

C. Thang ta

D. Danda-jatra

C. Thang ta

39. কিনান স্টেডিয়াম কোথায় অবস্থিত

A. কোহাল ,গুজরাট

B. জামশেদপুর, ঝাড়খন্ড

C. আগরতলা, ত্রিপুরা

D. কোচি, কেরালা

A. কোহাল ,গুজরাট

40. ১৯৮৪ সালের শিখ দাঙ্গা পুন তদন্ত পুন বিবেচনা করার জন্য কোন কমিটি গঠন করা হয়েছিল

A. জি পি মাথুর কমিটি

B. আর এল লোধা কমিটি

C. মুকুল মুডগল কমিটি

D. জে এস বর্মা কমিটি

A. জি পি মাথুর কমিটি