Science Gk Online Mock Test in Bengali Study 1

Science Gk Online Mock Test in Bengali Study 1 for railway all exam, Alp, Group d, ntpc, rpf, or bank, psc, ssc, wbp quiz Update

1. ক্রায়োস্টার যন্ত্র কী জন্য ব্যবহৃত হয় ?

A. নিন্ম উষ্ণতা তৈরি করে

B. নিম্ম উষ্ণতা নিয়ন্ত্রণ করে

C. তাপ উৎপন্ন করে

D. নিম্ন উষ্ণতা পরিমাণ করে

B. নিম্ম উষ্ণতা নিয়ন্ত্রণ করে

2. কোন রুগীর তাপমাত্রা 40⁰ C হলে ফারেনহাইট এ

A. 72 F

B. 96 F

C. 100 F

D. 104 F

D. 104 F

3. Shock wave সৃষ্টি হয় কোন কারণে ?

A. বাতাস বন্ধ হলে

B. মাইক বাজলে

C. ঝড় হলে

D. সুপারসোনিক বিমান গেলে

D. সুপারসোনিক বিমান গেলে

4. কোন গ্যাসের চাপ P = F/A, F = প্রযুক্ত বল হলে A = ?

A. আয়তন

B. ক্ষেত্রফল

C. উষ্ণতা

D. কাঠিন্য

B. ক্ষেত্রফল

5. প্রমাণ চাপের মান কত ?

B. 1.03 × 106 ডাইন/সেমি2

C. 1 × 106 ডাইন/সেমি2

D. 2 × 106 ডাইন/সেমি2

A. 2.013 × 102 ডাইন/সেমি2

B. 1.03 × 106 ডাইন/সেমি2

6. ‘PV = ধ্রুবক' সূত্রে ধ্রুবকটির মান কিসের ওপর নির্ভর করে ?

B. গ্যাসের উষ্ণতার ওপর

C. গ্যাসের ভারের ওপর

D. গ্যাসের ভরের ওপর

A. গ্যাসের উষ্ণতা ও ভরের ওপর

A. গ্যাসের উষ্ণতা ও ভরের ওপর

7. স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক 1/273 ভগ্নাংশটি সব গ্যাসের ক্ষেত্রেই--

A. সমান

B. আলাদা

C. কিছু গ্যাসের ক্ষেত্রে সমান

D. কোনটাই নয়

A. সমান

8. কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে ?

A. বেশি চাপে ও বেশি উষ্ণতায়

B. কম চাপ ও কত উষ্ণতায়

C. বেশি চাপ ও কম উষ্ণতায়

D. কম চাপ ও বেশি উষ্ণতায়

D. কম চাপ ও বেশি উষ্ণতায়

9. ওজনের পারমাণবিকতা কত ?

A. 1

B. 2

C. 3

D. None

C. 3

10. কোন মৌলের পারমাণবিক পরিবর্তনের জন্য কোন রশ্মি নির্গত হয়--

A. ইনফ্রা-রেড রশ্মি

B. আলোকরশ্মি

C. এক্স-রশ্মি

D. গামা-রশ্মি

D. গামা-রশ্মি

11. যে প্রক্রিয়ায় কোন ভারী নিউক্লিয়াসকে মোটামুটি দুটি সমান ভাগে ভাগ করার সাথে সাথে শক্তি নিঃসরণ হয়, তাকে বলে ?

A. ট্রানসমিউটেশন

B. ফিসন

C. ফিউশন

D. ইমপ্লোশান

B. ফিসন

12. অনুবাদের ফলে কম্পনের প্রাবল্য--

A. বৃদ্ধি পায়

B. হ্রাস পায়

C. একই থাকে

D. প্রথমে হ্রাস পরে বৃদ্ধি পায়

A. বৃদ্ধি পায়

13. ফ্লরোসেন্ট বাতিতে নিম্নের কী ব্যাবহার করা হয় ?

A. জলীয় বাষ্প

B. ক্লোরিন বাষ্প

C. ফ্লোরিন বাষ্প

D. পারদ বাষ্প

D. পারদ বাষ্প

14. বিদ্যুৎকেন্দ্রে সাধারণত কত কিলোভোল্ট বিদ্যুৎ উৎপাদন করা হয় ?

A. 11 - 16

B. 16 – 20

C. 20 – 25

D. 8 – 11

A. 11 - 16

15. যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎশক্তি পাওয়া যায় তাকে বলা হয়--

A. তড়িৎ কোষ

B. ট্রান্সফর্মার

C. ডায়নামো

D. বৈদ্যুতিক মোটর

C. ডায়নামো

16. রঙের সঠিক পর্যায়ক্রমটি লেখো ?

A. বেগুনি, নীল, লাল

B. সবুজ, কমলা ও লাল

C. লাল, সবুজ, আকাশী

D. নীল, সবুজ, হলুদ

A. বেগুনি, নীল, লাল

17. ডেন্টিস্টের দর্পণ কী ধরনের ?

A. চোঙাকৃতি

B. সমতল

C. উত্তল

D. অবতল

D. অবতল

18. জলের স্ফুটনাঙ্ক

B. সবসময় 100⁰ C

C. বায়ুমণ্ডলের চাপের ওপর নির্ভর করে

D. পাত্রের উপাদানের ওপর নির্ভর করে

A. আপেক্ষিক আর্দ্রতার ওপর নির্ভর করে

C. বায়ুমণ্ডলের চাপের ওপর নির্ভর করে

19. বায়ুমণ্ডলের জলীয়বাষ্পের ধারণক্ষমতা--

A. উষ্ণতার প্রভাবমুক্ত

B. উষ্ণতার সঙ্গে বৃদ্ধি পায়

C. উষ্ণতার সঙ্গে হ্রাস পায়

D. উষ্ণতার বৃদ্ধির সঙ্গে পরিবর্তিত হয়

B. উষ্ণতার সঙ্গে বৃদ্ধি পায়

20. থার্মোস্ট্যাট-এর কাজ হলো--

A. ইলেকট্রিক যন্ত্র বন্ধ করা

B. তাপমাত্রা পরিমাপ করা

C. তাপ নিয়ন্ত্রণ করা

D. তাপমাত্রা নিয়ন্ত্রণ করা

C. তাপ নিয়ন্ত্রণ করা

21. 0⁰ C তাপমাত্রায় 11 c.c. জল জমে 0⁰ C তাপমাত্রায় বরফ হয়--

A. 10 c.c.

B. 13 c.c.

C. 12 c.c.

D. 11 c.c.

C. 12 c.c.

22. রৈখিক দ্রুতি = কৌণিক বেগ × ______

A. ব্যাস

B. দৈর্ঘ্য

C. ব্যাসার্ধ

D. চাপ

C. ব্যাসার্ধ

23. ঘড়িতে দম দেওয়ার ফলে প্রকৃতপক্ষে আমরা কি সঞ্চয় করি ?

A. বৈদ্যুতিক শক্তি

B. চাপশক্তি

C. গতিশক্তি

D. স্থিতিশক্তি

D. স্থিতিশক্তি

24. বিভব পার্থক্যের একক--

A. অ্যাম্পিয়ার

B. জুল

C. ভোল্ট

D. কুলম্ব

C. ভোল্ট

25. 60 গ্রাম ভরের একখন্ড লোহার তাপমাত্রা 20⁰ C হতে 100⁰ C -এ কমালে টত তাপ বর্জিত হবে ?

A. 620 ক্যালরি

B. 720 ক্যালরি

C. 820 ক্যালরি

D. 1020 ক্যালরি

B. 720 ক্যালরি

26. মহাবিশ্বে পরম স্থিতি--

A. আছে

B. নেই

C. বিশেষ ক্ষেত্রে আছে

D. None

B. নেই

27. 1 কিলোগ্ৰাম-ভার বল 1 নিউটন বলের --

A. সমান

B. চেয়ে বেশি

C. চেয়ে কম

D. বলা সম্ভব নয়

B. চেয়ে বেশি

28. 1000 ওয়াট ক্ষমতার একটি যন্ত্রে 1 মিনিটে কৃতকার্যের পরিমাণ হল--

A. 60000 জুল

B. 1000 জুল

C. 600 জুল

D. 60 জুল

A. 60000 জুল

29. তামা ও রুপোর তৈরি দুটি মুদ্রাকে ঘরের তাপমাত্রা থেকে 100⁰ C পর্যন্ত উত্তপ্ত করা হল--

A. মুদ্রা দুটি সমপরিমাণ তাপ গ্ৰহন করবে না

B. মুদ্রা দুটি সমপরিমাণ তাপ গ্রহণ করবে

C. ওপরের কোনটিই ঠিক নয়

A. মুদ্রা দুটি সমপরিমাণ তাপ গ্ৰহন করবে না

30. টাংস্টেন তারের গলনাঙ্ক কত ?

A. প্রায় 3000⁰ C

B. 4000⁰ C

C. 3400⁰ C

D. 4400⁰ C

C. 3400⁰ C