Science Gk Online Mock Test in Bengali Study 5

Science Gk Online Mock Test in Bengali Study 5 for railway all exam, Alp, Group d, ntpc, rpf, or bank, psc, ssc, wbp quiz Update

1. নিম্নলিখিত কোনটি স্থানীয় হরমােন—

A. থাইরক্সিন

B. ইনসুলিন

C. অ্যাড্রিনালিন

D. টেস্টোস্টেরন

D. টেস্টোস্টেরন

2. নিম্নলিখিত কোনটি মানুষের নিষ্কৃয় অঙ্গ ?

A. কোলন

B. অ্যাপেনডিক্স

C. মুত্রথলি

D. পায়ু

B. অ্যাপেনডিক্স

3. কোন অমেরুদন্ডী প্রাণীটির রক্তে শ্বাসরক নেই ?

A. আরশোলা

B. জোঁক

C. কেঁচো

D. চিংড়ি

D. চিংড়ি

4. জেট ও রকেটের গতি যে নীতির ঔপন্ন ভিত্তি করে তা হল—

A. পাসকালের সূত্র

B. আর্কিমিডিসের সূত্র

C. নিউটনের তৃতীয় গতিসূত্র

D. নিউটনের দ্বিতীয় সূত্র

C. নিউটনের তৃতীয় গতিসূত্র

5. পরিবর্তনশীল যােগ্যতা বিশিষ্ট মৌল কোনটি ?

A. সোডিয়াম

B. তামা

C. অ্যালুমিনিয়াম

D. কাঁচা লােহা

B. তামা

6. কোন পরমাণুর নিউক্লিয়াসে কোন নিউট্রন কণা নেই ?

A. প্রােটিয়ার

B. ডটেরিয়াম

C. টাইটিয়াম

D. হিলিয়াম

A. প্রােটিয়ার

7. সাদা আলাের বর্ণালীতে প্রিজম কর্তৃক যে রঙের আলাের চ্যুতি সর্বোচ্চ হয়—

A. লাল

B. হলুদ

C. নীল

D. বেগুনী

D. বেগুনী

8. জীবকোষে কোন অনুকে এনার্জি কারেন্সি বলে ?

A. ক্লোরােফিল

B. ADP

C. ATP

D. মাইট্রোকনড্রিয়া

C. ATP

9. ওভাল উইথড্রো কোন অঙ্গে পাওয়া যায় ?

A. চোখ

B. কান

C. নাক

D. হৃদপিন্ড

B. কান

10. আরকিওপটেরিক্র হল—

A. একটি পাখীর জীবাশ্ম

B. একটি হাতির জীবাশ্ম

C. একটি গাছের জীবাশ্ম

D. একটি মানুষের জীবাশ্ম

A. একটি পাখীর জীবাশ্ম

11. নীচের কোনটি কোষতত্ত্বের ব্যতিক্রম ?

A. ছত্রাক

B. নীলাভ সবুজ শৈবাল

C. ভাইরাস

D. ব্যাকটেরিয়া

C. ভাইরাস

12. ভারতের জাতীয় পশুর বিজ্ঞান সম্মত নাম—

A. প্যানথেরা লিও

B. প্যানথেরা টাইগ্রিস

C. ফেলিস ডােমেসটিক

D. ইকানস ক্যাবালাস

B. প্যানথেরা টাইগ্রিস

13. কোন খাদ্যের আবশ্যিক উপাদান নাইট্রোজেন—

A. প্রােটিন জাতীয়

B. স্নেহ জাতীয়

C. শ্বেতসার জাতীয়

D. গ্লুকোজ জাতীয়

A. প্রােটিন জাতীয়

14. একটি পরজীবী উদ্ভিদের উদাহরন—

A. স্বর্ণলতা

B. ব্যাঙের ছাতা

C. সূর্যশিশির

D. ধান

B. ব্যাঙের ছাতা

15. কোন গ্যাসটি জ্বালানী হিসাবে ব্যবহৃত হয় ?

A. অক্সিজেন

B. নাইট্রোজেন

C. মিথেন

D. ফ্লুরিন

C. মিথেন

16. MRI পুরাে কথাটি কি ?

A. মেটাল রেজনেন্স ইমেজিং

B. ম্যাগনেটিক রেজনেন্স ইমেজিং

C. ম্যাগনেটিক রিপালসান ইমেজিং

D. মেটাল রিফ্লেকশন ইমেজিং

B. ম্যাগনেটিক রেজনেন্স ইমেজিং

17. নিম্নলিখিত রাশিগুলির মধ্যে একমাত্র ভেক্টর হল—

A. বৈদ্যুতিক আধান

B. বৈদ্যুতিক বিভব

C. বৈদ্যুতিক ক্ষেত্র পাবল্য

D. বৈদ্যুতিক রােধ

C. বৈদ্যুতিক ক্ষেত্র পাবল্য

18. ক্যালসিয়াম ক্লোরাইড ও পটাসিয়াম ডাইক্রোমেট মিশ্রণকে ঘন সালফিউরিক অ্যাসিড সহ উত্তপ্ত করা হলে—

B. লাল ধোঁয়া উৎপন্ন হয়

C. নীল শিখা দেখা যায়

D. দই এর ন্যায় সাদা অধঃক্ষেপ পড়ে

A. কোন পরিবর্তন হয় না

C. নীল শিখা দেখা যায়

19. ব্যাকটেরিয়াতে কোন ধরনের সালােকসংশ্লেষ উপস্থিত ?

B. PSI

C. PSII

D. উভয় PSI এবং PSI

A. কোনােটাই নয

D. উভয় PSI এবং PSI

20. খরগােশের সেলুলােজ এর পাচন কোথায় হয় ?

B. রেকটাম-এ

C. ইলিয়াম-এ

D. কোলন-এ

A. সিকাম-এ

A. সিকাম-এ

21. শ্বাসনালী ফুলকা দেখা যায় যে প্রাণীতে—

B. লিমুলাস বা রাজকাকড়া

C. মশার লার্ভা

D. স্যালামেন্ডার

A. মাছ

B. লিমুলাস বা রাজকাকড়া

22. যে মৌলটি জলের সঙ্গে বিক্রিয়ায় অক্সিজেন গ্যাস উৎপন্ন করে সেটি হল—

B. P

C. Na

D. F

A. I

C. Na

23. ইউরিয়া হল গবেষণাগারে কৃত্রিম উপায়ে প্রস্তুত প্রথম জৈব যৌগ যেটি প্রস্তুত করেছিলেন—

B. ল্যাভয়সিয়র

C. হােলার

D. জেনার

A. পাস্তুর

C. হােলার

24. সরল দোল গতিতে গতিশক্তি—

B. কখনই শূন্য হয় না

C. সাম্য অবস্থানে শূন্য হয়

D. প্রতি পর্যায়ে দুবার শূন্য হয়

A. সর্বদা সমান থাকে

A. সর্বদা সমান থাকে

25. আংশিক মূল পরজীবী হল—

B. বাঁশগাছ

C. চন্দনগাছ

D. সাইকাস

A. ছত্রাক

C. চন্দনগাছ