Wbp Exam Gk Online Mock Test in Bengali Study 3
Wbp Exam Gk Online Mock Test in Bengali Study 3 for railway all exam, Alp, Group d, ntpc, rpf, or bank, psc, ssc, wbp quiz Update
1. 3 এর বিপরীত পার্শ্বের সংখ্যাটি কত ?
B. 4
C. 5
D. 6
A. 2
C. 5
2. কোনাে পরীক্ষায় 60% পরীক্ষার্থী ইংরেজীতে পাস করে এবং 70 % পরীক্ষার্থী অকে পাশ করে । ওই পরীক্ষাতে 20% উভয় বিষয়েই ফেল করে । যদি ওই পরীক্ষাতে উভয় বিষয়ে 2,500 পরীক্ষার্থী পাস করে তবে কতজন পরীক্ষার্থী ছিল ?
A. 6,000
B. 3,000
C. 5,000
D. 3,500
C. 5,000
3. 2 + 4 + 6 + …….. + 40 = কত
A. 340
B. 410
C. 400
D. 420
D. 420
4. ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে
A. ল্যাটেরাইটজাত মৃত্তিকা
B. লােহিত বা লাল মৃত্তিকা
C. কৃষ্ণ মৃত্তিকা
D. পলি মৃত্তিকা
D. পলি মৃত্তিকা
5. মান নির্ণয় করুণ :
B. 3/20
C. 4/21
D. 3/21
A. 13/21
C. 4/21
6. শূন্যস্থান পূরণ করুনঃ ba_b_aabb_a_
A. aabb
B. babb
C. abab
D. baba
C. abab
7. যদি A-র 20 % = B-র 50 % হয় তবে A-র শতকরা কত ভাগ B
A. 30
B. 40
C. 50
D. 20
B. 40
8. আন্তর্জাতিক ন্যায়ালয় অবস্থিত–
A. ফ্রান্সে
B. নেদারল্যান্ডস্ –এ
C. কানাডাতে
D. ইউ.এস.এ –তে
B. নেদারল্যান্ডস্ –এ
9. . স্কার্ভি রােগ প্রতিহত হয় কোন্ ভিটামিন দ্বারা ?
A. ভিটামিন B–12
B. ভিটামিন K
C. ভিটামিন C
D. ভিটামিন D
C. ভিটামিন C
10. এক মিশ্র সারে ইউরিয়া ও পটাশের অনুপাত যদি 7 : 3 হয়, তবে ইউরিয়ার পরিমাণ সেই মিশ্র সারের মোট পরিমাণের শতকরা কত
A. 20%
B. 70%
C. 60%
D. 50%
B. 70%
11. “অথনৈতিক সংস্কার” ভারতে কোন্ সালো অনুসৃত হয় ?
B. 1989 সালে
C. 1990 সালে
D. 1991 সালে
A. 1992 সালে
D. 1991 সালে
12. P, Q, R, S, T একটি গোল টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে । R, T –এর ঠিক বাঁদিকে এবং P, S ও T এর ঠিক মাঝে বসে আছে । R এর ঠিক বাঁদিকে কে বসেছে ?
B. P
C. Q
D. S
A. T
C. Q
13. P, Q, R, S, T একটি গোল টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে । R, T –এর ঠিক বাঁদিকে এবং P, S ও T এর ঠিক মাঝে বসে আছে । S ও R এর মাঝে কে বসে আছে ?
B. Q
C. R
D. T
A. P
B. Q
14. P, Q, R, S, T একটি গোল টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে । R, T –এর ঠিক বাঁদিকে এবং P, S ও T এর ঠিক মাঝে বসে আছে । T এর বান্ধবিকে কে বসে আছে ?
B. R
C. S
D. P
A. T
D. P
15. এক প্রকার রাং–ঝালে সীসা ও টিনের অনুপাত 5 : 4 , এরূপ 4.5 kg রাং–ঝালে আর কতটুকু টিন মেশালে সেই অনুপাত হবে 1 : 1
A. 4 kg
B. 1/2 kg
C. 1 kg
D. 1/3 kg
B. 1/2 kg
16. আইন–ই–আকবরি কে লিখেছিলেন ?
A. আকবর
B. ফৈজি
C. আবুল ফজল
D. শেখ মুবারক
C. আবুল ফজল
17. কোনো বিদ্যালয়ে 132 জন পরীক্ষার্থীর মধ্যে পাস ও ফেলের অনুপাত 9 : 2 ; যদি আরও 4 জন পরীক্ষার্থী পাশ করত , তবে পাশ ও ফেলের অনুপাত কত হত
A. 3 : 28
B. 28 : 5
C. 4 : 23
D. 25 : 4
B. 28 : 5
18. ভগৎ সিংহ কবে শহীদ হয়েছিলেন ?
A. 1931
B. 1930
C. 1909
D. 1908
A. 1931
19. ‘অপু‘ চরিত্রটি খুঁজে পাই–
A. ইচ্ছামতী
B. আরণ্যক
C. পথের পাঁচালী
D. দেবযান
C. পথের পাঁচালী
20. প্ল্যাটফর্মে দাঁড়ানাে একটি লােক দেখল যে 80 মিটার দীর্ঘ একটি ট্রেন তাকে ৪ সেকেন্ডে অতিক্রম করে । তাহলে ট্রেনের গতিবেগ ঘণ্টায়
A. 30 কিমি
B. 36 কিমি
C. 40 কিমি
D. 45 কিমি
B. 36 কিমি
21. A এবং B একসাথে একটা ব্যবসা শুরু করে । প্রথমে 7,000 টাকা বিনিয়ােগ করে এবং B করে 12,000 টাকা । 4 মাস বাদে A আবার 4,000 টাকা বিনিয়ােগ করে । যদি 9,035 টাকা লাভ হয় তবে A-র লভ্যাংশ কত ?
A. 3.700 টাকা
B. 4,800 টাকা
C. 4,720 টাকা
D. 4,031 টাকা
C. 4,720 টাকা
22. নীতি আয়ােগ তৈরি হয়েছে । ( a ) Union Cabinet-এ প্রস্তাব পাশের দ্বারা ( b ) ভারতীয় সংবিধান সংশােধন –এর দ্বারা ( c ) ( A ) ও ( B ) উভয়ই দ্বারা ( d ) ( A ) ও ( B ) কোনােটির দ্বারা নয়
B. A
C. B
D. C
A. D
B. A
23. এক প্রকার জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের অনুপাত 4 : 3 : 2 –এরূপ 54kg জার্মান সিলভারে আর কত দস্তা মেশালে সেই অনুপাত হবে 6 : 5 : 3
A. 1 kg
B. 2 kg
C. 3 kg
D. 3/2 kg
B. 2 kg
24. ভারতের সংবিধানের কোন্ অনুচ্ছেদে সম্পত্তির অধিকারের কথা বলা হয়েছে ?
A. 31
B. 14
C. 37
D. 300A
D. 300A
25. কে অস্ত্র আইন পাশ করেছিলেন ?
A. লর্ড ক্যানিং
B. লর্ড লিটন
C. লর্ড কার্জন
D. লর্ড মিন্টো
B. লর্ড লিটন
26. নীচের কোন্ রাজ্যটিতে ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি হয়েছে ?
B. ত্রিপুরা
C. নাগাল্যান্ড
D. মেঘালয়
A. মিজোরাম
C. নাগাল্যান্ড
27. 'কাদম্বরী’র রচয়িতা কে—
B. কালীদাস
C. সজনীকান্ত দাস
D. বুদ্ধদেব গুহ
A. বাণভট্ট
A. বাণভট্ট
28. বুদ্ধচরিত কে লিখেছিলেন ?
B. অশ্বঘােষ
C. বাণট্ট
D. বিশাখদত্ত
A. কলহন
B. অশ্বঘােষ
29. ‘একজন ছাত্র' তার শিক্ষককে বলল আমার জন্ম 1996 সালে । কিন্তু 2012 সাল পর্যন্ত তার মা–বাবা কেবল মাত্র 4 বার জন্মদিন পালন করেছে । কারণ– ( A ) তার মা বাবর আর্থিক সঙ্গী ছিল না । ( B ) বেশ কয়েকবারতার বাবা–মা ভুলে গিয়েছিল । ( C ) ছেলেটি অসুস্থ ছিল । ( D ) 29 ফেব্রুয়ারী তার জন্ম হয় ।
B. A
C. B
D. C
A. D
A. D
30. কোষ চক্রের কোন্ দশায় DNA-র দ্বিত্বকরণ ঘটে ?
B. G1
C. G2
D. 'S' দশা
A. 'M' দশা
D. 'S' দশা
31. শূন্যস্থান পূর্ণ কৱােঃ 12 : 16 = ? : 20
B. 26
C. 15
D. 14
A. 11
C. 15
32. 'কালকূট‘ ছদ্মনামে পরিচিত–
B. রাজশেখর বসু
C. বুদ্ধদেব বসু
D. সমরেশ বসু
A. জয়দেব বসু
D. সমরেশ বসু
33. কিছু পরিমাণ খাদ্যে 24 জন লােকের 20 দিন চলে, ওই খাদ্যে 40 জন লােকের কত দিন চলবে ?
B. 20
C. 12
D. 14
A. 16
C. 12
34. একদিনে ঘড়ির ঘণ্টার কাটা এবং মিনিটের কাঁটা কতবার । সমকোণে আসে ?
B. 24 বার
C. 12 বার
D. 44 বার
A. 40 বার
D. 44 বার
35. ভারতের দ্বিতীয় জনবহুল জেলা (সেনসাস 2011)
B. হাওড়া
C. উত্তর 24 পরগনা
D. পাটনা
A. এন. সি. আর
C. উত্তর 24 পরগনা
36. পিন্টু তার ছেলের ছেলেকে বলল , তুমি তােমার মা – এর শাশুড়িকে ডেকে দাও । ছেলেটি কাকে ডাকবে ?
B. মাকে
C. ঠাকুরমার মাকে
D. মায়ের মাকে
A. ঠাকুমাকে
A. ঠাকুমাকে
37. কলকাতা থেকে কোনাে একস্থানের ট্রেন ও বাস ভাড়া অনুপাত 2 : 3 ট্রেনের ভাড়া 20 % এবং বাসের ভাড়া 10 % বৃদ্ধি পেলে তাদের নতুন অনুপাত কর হবে
B. 20 : 9
C. 8 : 11
D. 12 : 7
A. 11 : 12
C. 8 : 11
38. কোনটি বেমানান —27, 125, 144, 729
B. 27
C. 125
D. 144
A. 729
D. 144
39. “দীন–ই–ইলাহি” কে প্রতিষ্ঠা করেন ?
B. আকবর
C. ফিরােজ তুঘলক
D. আওরঙ্গজেব
A. কবীর
B. আকবর
40. জীবাশ্মের বয়স জানতে কোন্ আইসােটোপটি ব্যবহৃত হয় ?
B. C–12
C. C–14
D. U–235
A. U–237
C. C–14